জমজ হলো জোড়া তাই জমজের আভিধানিক অর্থ খুঁজতে গেলে দেখা যায় যে জমজ শব্দের অর্থ হলো জোড়া বা দুইজন। সাধারণত বিভিন্ন প্রাণীর জোড়া বাচ্চা হলেও কিছু কিছু প্রাণী রয়েছে তাদের একসঙ্গে একটা বাচ্চাই হয়ে থাকে। তাদের মধ্যে মানুষ এক প্রকারের। কখনো কখনো মানুষের ও যমজ বাচ্চা বা জোড়া বাচ্চা হতে পারে। জমজ বাচ্চা বাজরা বাচ্চা যদি হয় তাহলে মানুষের বেশি আনন্দ হয়ে থাকে। যদিও দুইটি বাচ্চা অর্থাৎ যমজ বাচ্চা মানুষ করার ক্ষেত্রে অনেকটাই কষ্ট করতে হয় তারপরেও দুইটি বাচ্চা একসঙ্গে মানুষ করে ফেলতে পারলে আর কোন চিন্তা নেই।
তাই আপনারা আজকে আমাদের এখান থেকে জমজ মেয়েদের ইসলামিক যে নাম গুলো হতে পারে বা দেওয়া যায় সেই নামগুলো দেখতে এসেছেন। অবশ্যই আমরা যমজ মেয়েদের ইসলামিক নাম গুলো আপনাদের এখানে দেখাবো। আপনারা সব সময় একটা বিষয় বিশ্বাস করেন বা খেয়াল করেছেন যে জমজ বাচ্চাদের ক্ষেত্রে আমরা বেশিরভাগ ক্ষেত্রেই একই ধরনের পোশাক একই ধরনের নাম একই সঙ্গে লেখাপড়া ও হয়ে থাকে। আর এই কারণে তাদের মধ্যে কোন রকমের অমিল খুঁজে বের করা আমাদের জন্য বড়ই কঠিন হয়ে পড়ে।
জমজ মেয়ে
জমজ ছেলেদের বা জমজ ছেলে বাচ্চা থেকে জমজ মেয়ে বাচ্চা দেখতে সবচাইতে সুন্দর লাগে। ভিটি যমজ মেয়ে বাচ্চাকে যখন একই ধরনের পোশাক পরানো যায় তাদেরকে আমরা খেয়াল করতে পারি না আসলে কোন জন কে। আর এই সকল বিষয় নিয়ে তারা নিজেরাও অনেক মজা করে থাকে। অর্থাৎ কোন কোন ক্ষেত্রে দুই জমজ বোন এতটাই মিল থাকে যে দুই বোনের মধ্যে কোন রকমের পার্থক্য করতে পারেনা বাবা মা পর্যন্ত। তাইতো যমজ মেয়েদের ক্ষেত্রে সব সময় আমরা একই নাম
একই পোশাক বা সবকিছুই একই রকম হবে এটাই আমরা বিশ্বাস করতে চাই বা পারি। এজন্য আপনারা আজকে যমজ দুই বোনের একই ধরনের ইসলামিক নাম কোনগুলো দেওয়া যায় সেই বিষয়গুলি সম্পর্কেই আমাদের এখান থেকে জানার জন্য এসেছেন। আমরা এখন আপনাদেরকে অবশ্যই জমজ মেয়েদের বা জমজ মেয়ে বাচ্চার ক্ষেত্রে যদি একই রকম একটু হেরফের করে নাম রাখা যায় তাহলে সেই নামটি বেশি চমকপ্রদ হবে। এবং এ ধরনের নামগুলোই রাখা যায়।
যমজ মেয়েদের ইসলামিক নাম
ইসলামে যমজ মেয়েদের ক্ষেত্রে অবশ্যই ইসলামিক নামগুলোই প্রযোজ্য হবে সবচাইতে বেশি ভালো। তাই এখন আপনারা আমাদের এখান থেকে ইসলাম ধর্মের যমজ মেয়েদের ক্ষেত্রে যে নামগুলো রাখা যেতে পারে সেই নামগুলো এখন আমাদের এখান থেকে আপনাদের উদ্দেশ্যে আমরা উপস্থাপন করব। আমরা দেখব যে ইসলাম ধর্মের যমজ মেয়েদের নাম কেমন ধরনের হতে পারে এই বিষয়টি। আমরা নামগুলো দেখানোর সাথে সাথে আপনাদেরকে অবশ্যই সেই নামগুলোর অর্থ দেখিয়ে দেবো।
কারণ আপনারা জানেন যে বর্তমানে যে কোন নামের অর্থ অবশ্যই প্রয়োজন হয়। কোন ব্যক্তি কারো নাম জিজ্ঞাসা করার পর অবশ্যই আবার জিজ্ঞাসা করে থাকে যে সেই নামের অর্থ কি। নামের অর্থ কি সে বিষয়টি জেনে নেয় প্রত্যেকেই। আর এই কারণে আমাদের নামের সঙ্গে সঙ্গে নামের অর্থ জেনে নিতে হবে। তাহলে চলুন যমজ মেয়েদের ইসলামিক নাম সমূহ সম্পর্কে আপনাদেরকে অবগত করাই। জমজদের ক্ষেত্রে যে নামগুলো আমরা রাখবো সেই নামগুলো পার্থক্য খুবই সামান্য হবে। এবং সেই সামান্য পার্থক্য তে হয়তো নামের অর্থ অনেকটাই ভিন্ন হয়ে যেতে পারে। তাতে কোন সমস্যা নেই।
এশা : পবিত্র, সমৃদ্ধ জীবন
এরিশা : বক্তৃতা বা ভাষণ
ঐশিতা : পবিত্র জল, নদী, যমুনা
ঐশানী : সাহসী, পবিত্র
এলিনা : উন্নত চরিত্রের নারী, বুদ্ধিদীপ্ত, দয়ালু, শুদ্ধ
এরিনা : রঙ্গভূমি, কর্মক্ষেত্র, শান্তি
এ ধরনের আরো নামগুলো যদি দেখতে চান তাহলে অবশ্যই শেষ পর্যন্ত আমাদের এই পোস্ট পড়ে যাবেন তাহলে অবশ্যই আরো বিভিন্ন ধরনের নামগুলো থাকবে যে নামগুলো আপনি আপনার যমজ সন্তানের জন্য রাখতে পারবেন বলে আশা করি।