কবি জীবনানন্দ দাশ বৃষ্টি নিয়ে অনেক কবিতা লিখেছেন। সে সকল কবিতা গুলো আমাদের কাছে রয়েছে সেই সকল কবিতাগুলো যদি আপনারা পেতে চান। তাহলে আপনাদেরকে বলতে চাই যে, আপনি অবশ্যই আমাদের আজকের এই প্রবন্ধটি মনোযোগ সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত পড়বেন। তাহলে এখানে যে সকল কবিতাগুলো রয়েছে সকল কবিতাগুলো আপনারা আমাদের এই প্রবন্ধের মধ্যেই পেয়ে যাবেন। আপনি কি কবি জীবনানন্দ দাশের বৃষ্টি নিয়ে কবিতা খুঁজছেন? তাহলে আপনাকে বলতে চাই যে, আপনি অবশ্যই সঠিক জায়গাতে এসেছেন। এখানে বৃষ্টি নিয়ে অনেকগুলো কবিতা দেখানো হবে। যে সকল কবিতাগুলো আপনারা হয়তো অন্য কোন ওয়েবসাইটে বা অন্য কোন মাধ্যমে কখনো পাননি।
শুধুমাত্র আমাদের আজকের এই প্রবন্ধের মাধ্যমে আপনারা এসব কবিতা পেয়ে যাবেন। আমাদের কাছে সবগুলো কবিতা রয়েছে সবগুলো কবিতা যদি আপনারা পেতে চান। তাহলে এখান থেকেই আপনাদেরকে পেতে হবে। আপনারা অন্য কোন ওয়েবসাইট থেকে পাবার আশা করলে সেটা একেবারে সম্পূর্ণ ভুল ধারণা হয়ে যাবে। সেই জন্য আপনাদেরকে বলছি আপনারা এই প্রবন্ধের মধ্যে থেকে বৃষ্টি নিয়ে কবিতা গুলো রয়েছে। এই সকল কবিতাগুলো আপনারা সংগ্রহ করুন। এছাড়া যদি আরো কোন কবিতা আপনাদের প্রয়োজন হয় তাহলে সেগুলো আমাদেরকে জানাতে পারেন। আমরা সে সকল কবিতাগুলো আপনাদেরকে দেবার চেষ্টা করব। আপনারা যদি আরো কোন বিষয় সম্পর্কে আমাদের কাছ থেকে জানতে চান তাহলে সেগুলো আমাদের কাছ থেকে জেনে নিতে পারেন।
*কবি: জীবনানন্দ দাশ
*কবিতা: স্ট্যাঞ্জা তিনেক
*কাব্যগ্রন্থ: অগ্রন্থিত
আকাশের মেঘ থেকে গুঁড়ি-গুঁড়ি বৃষ্টি প’ড়ে ভিজে গেছে ধুলো,
এখন মাটির গন্ধ চারিদিকে টের পাওয়া যায়
স্টেশন ছাড়িয়া ট্রেন চ’লে গেল,- এঞ্জিনের কালো ধোঁয়াগুলো
চাঁদের আলোয় যেন বাদুড়ের মতন লাফায়!
আধ ঘণ্টা কেটে গেছে: একটা কি দুটো কালো মোটরের পিছে
ব্রুহ্যাম-ছ্যাকড়া গাড়ি চলে গেছে যে যাহার দিকে;
কারা এল? ঐ দূরে সাহেবের ল্যাণ্ডোর ল্যাম্প কি জ্বলিছে?
শব্দ নাই কোনো দিকে,- বাতাস ছাড়িয়া গেছে ঝাউ গাছটিকে।
এখন তোমার নাম ধরে ডাকি না আর- ভাবি শুধু- তুমি যে কোথায়!
এখানের ভিজে মাটি ঘাস পাতা ডালিয়ার কামিনীর ঘ্রাণে
কোনো পাখি জেগে নাই আমার মতন একা-একা অসহায়
এখন তোমার নাম ধরে ডাকি না আর- কই তুমি!- কেউ কি তা জানে!
কবিতা: কেমন বৃষ্টি ঝরে
কবি: জীবনানন্দ দাশ
কাব্যগ্রন্থ: রুপসী বাংলা
কেমন বৃষ্টি ঝরে—মধুর বৃষ্টি ঝরে—ঘাসে যে বৃষ্টি ঝরে—রোদে যে বৃষ্টি ঝরে আজ
কেমন সবুজ পাতা—জামীর সবুজ আরও—ঘাস যে হাসির মতো—রোদ যে সোনার মতো ঘাসে
সোনার রেখার মতো—সোনার রিঙের মতো—রোদ যে মেঘের কোলে—তোমার গালের টোলে রোদ
তোমার চুলে যে রোদ—মেঘের মতন চুলে—তোমার চোখে যে রোদ—সেও যে মেঘের মতো চোখ
আকাশে সোনালি চিল পাখনা ছড়ায়ে কাঁদে—(এমন সোনালি চিল)—সোনালি রেণুর মতো ঝরিছে কান্না আহা, মিশরে শুনেছি যেন কবে
আকাশে এমন ছেঁড়া ময়লা মেঘের রাশ—পড়েছে তাদের ছায়া নীলের ঘোলা জলে নিঝুম পিরামিডে
এমনই সোনালি রোদ—সোনার থামের মতো—ঘিয়ের শিখার মতো রয়েছে আকাশ ছিঁড়ে তবু
কেঁদেছে সোনালি চিল এমনই আকাশ ঘুরে—শুনেছি মিশরে আমি হাজার হাজার যুগ আগে
তোমার চুলে যে রোদ—মেঘের মতন চুলে—তোমার চোখে যে রোদ—সেও যে মেঘের মতো চোখ
কেমন বৃষ্টি ঝরে—মধুর বৃষ্টি ঝরে—ঘাসে যে বৃষ্টি ঝরে—রোদে যে বৃষ্টি ঝরে আজ
কবি জীবনানন্দ দাশের বৃষ্টি নিয়ে কবিতা
কবি জীবনানন্দ দাশের বৃষ্টি নিয়ে অনেকগুলো কবিতা আমাদের কাছে রয়েছে। সে সকল কবিতাগুলো আমরা উপরে উল্লেখ করেছি। আরো অনেকগুলো কবিতা আমাদের সংগ্রহে রয়েছে। আপনারা যদি চান তাহলে সেই কবিতা গুলো আপনারা সংগ্রহ করতে পারেন। তবে সেই কবিতা গুলো আপনাদেরকে সংগ্রহ করতে হলে আমাদের প্রবন্ধ গুলো নিয়মিত আপনাদেরকে পড়তে হবে।
কেননা আমরা নিয়মিত কবি জীবনানন্দ দাশের কবিতা গুলো সংগ্রহ করে সেগুলো প্রবন্ধের মাধ্যমে আমাদের ওয়েবসাইটে উল্লেখ করছি। সেই জন্য প্রত্যেকের কাছে অনুরোধ থাকবে আপনারা যেন আমাদের এই কবিতাগুলো মনোযোগ সহকারে পড়েন। আর আপনারা যদি আমাদের কবিতা না পড়েন তাহলে আমাদের কর্মকান্ডগুলো সম্পূর্ণরূপে বৃথা চলে যাবে। আর আমরা আশা করব যে আপনারা কখনোই আমাদের কর্মকান্ডগুলোকে বৃথা যেতে দিবেন না।
যারা প্রতিনিয়ত আমাদের প্রবন্ধ পড়েন তারা জানেন যে আমরা প্রতিনিয়তই খুব কষ্ট করে খুব যত্ন সহকারে এসব কবিতা গুলো সংগ্রহ করে থাকি। সেই জন্য আপনারা অবশ্যই আমাদের সাথে থাকবেন এবং আমাদের প্রবন্ধ সহকারে পড়বেন। আপনারা যদি কোন মনোযোগ সহকারে কবিতাগুলো না পড়েন। তাহলে আমাদের পরিশ্রমগুলো কখনো সফলতা পাবে না। সেইজন্য আপনারা অবশ্যই আমাদের সাথে থাকবেন এবং আমাদের প্রবন্ধগুলো মনোযোগ সহকারে পড়বেন। তাহলে আমরা প্রতিনিয়ত আপনাদেরকে এরকম আরো অনেকগুলো কবিতা দিতে সক্ষম হব।