কেরালা ছবি ডাউনলোড

পৃথিবীর অনেক বৈচিত্র্য রয়েছে এবং রয়েছে অনেক অজানা জায়গা। ভারত একটি বিশাল আয়তনের রাষ্ট্র। আয়তনে বড় হওয়ায় এই রাজ্যকে বিভিন্ন প্রদেশে ভাগ করা হয়েছে। কারণ সম্পূর্ণ ভূখণ্ডের এই দেশটিকে কোন একজনের আওতায় নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। এজন্য ভারতের বিভিন্ন প্রদেশের রূপ বিভিন্ন রকম। আমাদের বাংলাদেশে আমরা যেখানেই যাই না কেন সব জায়গায় প্রায় একই রকম আবহাওয়া বিরাজমান। কিন্তু ভারতে কিন্তু তা না। এখানে এক একটি প্রদেশে একেক রকমের মানুষজন, তাদের একেক রকমের ভাষা এবং একেক রকমের জীবন যাপন। মানুষদের ভিন্ন ভিন্ন সংস্কৃতি এগুলো প্রদেশের প্রধান পরিচয়। তাদের ভাষা আলাদা এবং তাদের নিত্য চলাফেরা সবকিছুই আলাদা।

সেরকম আজকে আমরা ভারতের একটি রাজ্য কেরেলা এর ছবি এবং কেরালার সম্পর্কে অনেক অজানা তথ্য জানবো। ভারতের প্রত্যেকটি প্রদেশই খুবই বৈচিত্র্যময় এবং সবগুলো প্রদেশ যেন ভিন্ন ভিন্ন এক ভারত। আজকে আমরা কেরালা প্রদেশ নিয়ে আলোচনা করব। কেরেলার ছবি, কেরালা রাজ্যের বিভিন্ন দর্শনীয় জায়গার ছবি এবং এই রাজ্যের মনোমুগ্ধকর পরিবেশের ছবিগুলো আপনারা দেখতে পাবেন আমাদের এই আর্টিকেলটিতে। পৃথিবীর যেকোন প্রান্ত থেকেই কিন্তু আমরা আমাদের পছন্দের জায়গার ছবি এবং ভিডিও খুব সহজে পেয়ে যেতে পারি তথ্য ও যোগাযোগ প্রযুক্তির আশীর্বাদে।

কেরালা হল এমন একটি রাজ্য যেখানে ভারতে সর্বোচ্চ সাক্ষরতার হার এবং শিক্ষার স্তর রয়েছে। ধর্মীয় সম্প্রীতির দৃষ্টান্ত, কেরালা তার সর্বোত্তম বৈচিত্র্যের একটি নির্দিষ্ট উদাহরণ। কিছু অনন্য উত্সব নিয়ে গর্ব করে, কেরালার লোকেরা তাদের সাংস্কৃতিক জাতিসত্তা প্রদর্শন করে পাট্টডাকল নৃত্য উৎসব, গ্রামের মেলা, এবং আরো অনেক.

কেরালায় কয়েকদিন বেড়িয়ে আসলে আপনার মনে হবে, এ যেন এক ভিন্ন ভারত।অবাক করার মতো আরেকটি ব্যাপার হচ্ছে এখানকার খাবার। ওখানে সবজি, ডিম বেশ সস্তা। হোটেলগুলোতে প্রায় সব রকম খাবার পাওয়া যায়। সবজি আর মাছ থেকে শুরু করে সব রকম মাংস, এমনকি গরুর মাংস পর্যন্ত আছে। রান্না বা কাবাব। আর সব খাবারের দামও সাধ্যের চেয়েও তুলনামুলক কম।

একটি পর্যটন কেন্দ্র হিসেবে বিখ্যাত একটি জায়গা। আপনি যদি পৃথিবীর বৈচিত্র্যময় কিছু দেখতে চান তাহলে ভারতের কেরালা রাজ্যে যেতে পারবেন। ওখানকার মানুষজনের সংস্কৃতি এবং তাদের ঐতিহ্যবাহী খাবার দাবার আপনাকে নিশ্চয়ই আনন্দ দেবে। তাই আমাদের এই আর্টিকেল থেকে কেরালা রাজ্যের দর্শনীয় স্থানের ছবিগুলো দেখে নিন।তবে সবচেয়ে মুশকিলের ব্যাপার হলো ওদের ভাষা। ওরা ভারতীয় হলে কি হবে? না জানে হিন্দি না তেমন ইংরেজি। ওরা শুধু ওদের তামিল ভাষা ছাড়া তেমন কিছুই জানে না। অধিকাংশই এমন। যে কারণে সকালে নাস্তা খেতে হোটেলে গিয়ে ডিম পোঁচ নাকি ভাজি খাবেন সেটা বোঝাতেই ৩০ মিনিট লাগতে পারে। হিন্দি, বাংলা ইংরেজির পাশাপাশি তামিল ভাষা বোঝে এমন একজনকে খুঁজে নিয়ে আসার পরে তাদের বোঝানো জাবে।

এবার আমরা এই রাজ্য সম্পর্কে সাধারণ কিছু তথ্য জেনে নেব। যেহেতু আমরা কেরালা রাজ্যের এই সুন্দর ছবিগুলো দেখছি তাই কি রকম রাজ্য সম্পর্কে সাধারণ একটি কিছু তথ্য আমাদের জানা প্রয়োজন।কেরালা প্রদেশের মূল যে শহরটি, সেটির নাম ইরনাকুলাম। আর কেরালার এই শহরটিকে দুটি ভাগে ভাগ করা যায়। ইরনাকুলাম যেটা আধুনিক কেরালা। একদম ঝকঝকে, তকতকে, আধুনিক, আর ব্যস্ততম এক শহর। যে শহরের রাত আর দিনকে আলাদা করা মুশকিল। যে শহরের কিছু কিছু জায়গা তো এমন যে, গাড়ির শোরুম, শপিং মল, রেস্তোরাঁ, ব্যস্ততা আর অতি আধুনিক ছেলেমেয়েদের দেখে বোঝার উপায় নেই যে এটা ভারত নাকি পশ্চিমা কোনো দেশ।

Boat Beauty
Tea plantations and Muthirappuzhayar River in hills near Munnar, Kerala, India
A scenic view of boats under a blue sky in backwaters situated in Allepey town located in Kerala state, India

কেরালার দর্শনীয় কিছু জায়গা এবং কেরালার পরিচিতি হলকোচিনের সরু রাস্তাঘাট, খোলা ময়দান, পুরোনো ঘরবাড়ি, মসজিদ, মন্দির, গির্জা, দুর্গ, বিমানবন্দর, সমুদ্রতীর, খোলা প্রান্তর, সাগরের সঙ্গে লাগোয়া গভীর নদী, পুরোনো সেতু, জেটি, ডক ইয়ার্ড, নোঙ্গর, ফেরিঘাট, হোটেল ইত্যাদি সবকিছুই যেন ঐতিহ্য আর ইতিহাসের সাক্ষী হয়ে তেমনই রয়ে গেছে বা রাখা হয়েছে।কেরালার আরেকটি আকর্ষণ হলো ঐতিহ্যবাহী আর বিখ্যাত কাঞ্চিভরন এবং সিল্ক শাড়ি। সব জায়গা দিয়ে কিছু না কিছু বৈচিত্র এবং ঐতিহ্য রয়েছে। ছবিসহ আমরা কেরালা রাজ্যটি নিজেদের মোবাইল ফোনের মাধ্যমে দেখে নিতে পারি।

Leave a Comment