ফুল নিয়ে প্রেমের কবিতা

যেহেতু ফুল একটা রোমান্টিকতার প্রতীক এবং ফুলের মধ্য দিয়ে অনেকের ভেতরের সুপ্ত রোমান্টিকতা গুলো প্রকাশ পেয়ে থাকে সেহেতু আপনারা বিভিন্ন ধরনের প্রেমের কবিতা এখান থেকে পড়তে পারেন। তবে রোমান্টিকতার সঙ্গে হিসেবে আপনারা যারা ফুল দিয়ে কাউকে প্রেম নিবেদনের বিষয়গুলো বুঝিয়ে থাকেন বা বুঝে থাকেন তাদের জন্য বলব যে রোমান্টিকতার সংজ্ঞা কিন্তু পুরোপুরিভাবে আলাদা। তবে যাই হোক ফুল নিয়ে যেহেতু প্রেমের কবিতা পড়তে এসেছেন সেই তো আমরা এমন কিছু প্রেমের বা রোমান্টিক কবিতা প্রদান করছি যেগুলো আপনাদের পড়তে ভালো লাগবে।

কাউকে যদি মনের কথা জানাতে হয় তাহলে তাকে যদি ফুল দিয়ে জানাতে পারেন তাহলে সবচাইতে ভালো হবে। কারণ ফুল এমনই একটা উপাদান যেটা রোমান্টিকতার পাশাপাশি বিভিন্ন ধরনের প্রতীকের প্রকাশ ঘটিয়ে থাকে। সেই দৃষ্টিকোণ থেকে আপনি যদি ফুল দিয়ে কাউকে মনের কথা জানেন তাহলে দেখা যাবে যে রোমান্টিকতার জায়গা থেকে আপনার প্রতি এক ধরনের ভালো লাগার সৃষ্টি হবে এবং আপনারা এই প্রপোজাল হয়তো খুব সুন্দর ভাবে গ্রহণ করবেন।

তাই ফুল নিয়ে বিভিন্ন ধরনের বিষয় আপনারা যদি একত্রিত করে কাউকে প্রপোজ করতে পারেন তাহলে খুব ভালো হবে। বিশেষ করে আপনারা যদি ফুল নিয়ে খুব সুন্দর ভাবে একটা প্রেমের কবিতা বলার মাধ্যমে কাউকে আপনার মনের ভাষা বোঝাতে চান তাহলে সবচাইতে ভালো হয় এবং মেয়েরা কিন্তু সব সময় ফুল এবং কবিতা পছন্দ করে থাকে। তাই আপনাদের জন্য এখানে আমরা ফুল নিয়ে বিভিন্ন ধরনের কবিতার আয়োজন করেছি যাতে করে আপনারা সেই কবিতা পড়ার মাধ্যমে মনের ভেতরের রোমান্টিকতা আরো জাগ্রত করতে পারেন।

ফুল নিয়ে প্রেমের উক্তি

ফুল নিয়ে যদি কোন উক্তি পড়তে চান তাহলে এরকম হাজার হাজার উক্তি সংগ্রহ করে আপনাদের উদ্দেশে প্রদান করা যাবে। তবে এখানে বিশেষ কিছু ফুল নিয়ে প্রেমের উক্তি প্রদান করা হলো যেগুলো আপনারা ব্যবহার করার মাধ্যমে কোন ক্যাপশন এর হিসেবে বিভিন্ন জায়গায় ব্যবহার করতে পারেন। যদি মনে করে থাকেন ফুল নিয়ে এই প্রেমের উক্তিগুলো প্রিয়তমার উদ্দেশ্যে ব্যবহার করবেন তাহলে তা করা যেতে পারে। তাছাড়া ফুল নিয়ে এত সুন্দর সুন্দর কথা এখানে রাখা হয়েছে যেগুলো আপনাদের খুব ভালো লাগবে এবং আপনাদের মনের চিন্তাভাবনা ও সৌন্দর্যবোধ বৃদ্ধি করবে।

কদম ফুল নিয়ে প্রেমের কবিতা

বর্ষাকালে গ্রাম গঞ্জে কিন্তু বর্ষা ফুল ফুটতে দেখা যায়। বিভিন্ন কবি কদম ফুল সম্পর্কে খুব সুন্দর সুন্দর কথা লিখে গিয়েছেন এবং কদম ফুল যদি প্রেমিকাকে দেওয়া যায় তাহলে তারা খুব খুশি হয়। আপনার যখন কদম ফুল নিয়ে কোন প্রেমের কবিতা পড়তে ইচ্ছা হবে অথবা কদম ফুল নিয়ে লিখিত কোন কবিতা বিভিন্ন জায়গায় ক্যাপশন হিসেবে ব্যবহার করতে চাইবেন অথবা এই ফুল সম্পর্কে তো কোন গুরুত্বপূর্ণ লাইন যখন সংগ্রহ করতে চাইবেন তখন এই কবিতাগুলোই আপনাদেরকে সকল ধরনের তথ্য প্রদান করতে পারবেন।

গোলাপ ফুল নিয়ে প্রেমের কবিতা

সাধারণত প্রেম নিবেদনের সময় গোলাপ ফুল ব্যবহার করা হয়ে থাকে এবং গোলাপ ফুল প্রত্যেকটি মানুষের কাছেই পছন্দের একটা ফুল। তাই গোলাপ ফুল নিয়ে আপনি যখন প্রেম নিবেদন করবেন তখন সেখানে যদি খুব সুন্দর ভাবে প্রেমের কবিতা জুড়ে দিতে পারেন তাহলে খুব ভালো হয়। আমরা আপনাদের জন্য এখানে গোলাপ ফুল নিয়ে বিভিন্ন ধরনের প্রেমের কবিতা প্রদান করছি যা হয়তো আপনাদের অনেক ভালো লাগবে। তাছাড়া গোলাপ ফুল নিয়ে আপনারা এই সকল প্রেমের কবিতা পড়ার মধ্য দিয়ে নিজেদের মনের ভেতরের যে সৌন্দর্যবোধ রয়েছে সেটা প্রস্ফুটিত করতে পারেন।

শিউলি ফুল নিয়ে প্রেমের কবিতা

পুষ্পকাহন

পুষ্পরথ সাজাবো সখী, হবো তোমার কৃষ্ণ
সপ্তরঙের পদ্ম পানে হৃদয় হবে উষ্ণ,
প্রেমের অঞ্জলি যতো লুটাবো চরনে
পুষ্পবৃষ্টি ঝরাবো দেখো তোমায় বরনে।

কুঞ্জবনে প্রতিক্ষাতে কাটবে যখন প্রহর
মুখের পানে চেয়ে মনের ভাব হবেনা ঠাওর,
পুষ্পসাজে মান ভাঙাবে প্রিয়দর্শিনী
পুষ্পবানের আঘাত এমন করবে বুঝিনি।

পরিস্ফুটন হবে প্রেমের পুষ্পরেণুর মতো
ধীরেধীরে মিলিয়ে যাবে পুষ্পশরের ক্ষত,
পদ্মাবতী রূপে তুমি, আমি হবো কানাই
পদ্মপাতায় পুষ্পরসে প্রনয়কাব্য বানাই।

ফুলের বন্দনা

ফুল মানে পবিত্রতা, প্রতীক শুভ্রতার
ফুল মানে কোমলতা, সুভাস আছে যার;
ফুলের পানে মোহ জাগে, অন্তরে লিপ্সা
তবুও তার মাঝেই বিরাজমান সকল শুদ্ধতা।

ভ্রমর আসে মধু পানে, সুগন্ধ তার বেশ
হরেক রঙে রঙ্গিন তাকে দেখতে লাগে বেশ;
সৌন্দর্যতার প্রতীক সে তো, যেন তেজস্বী
তার পানে হার মানবে সকল উর্বশী।

শিউলি ফুল যখন ফুটে থাকে এবং সকালবেলায় যেগুলো ঝরে যায় সেগুলো নিয়ে কিন্তু আমাদের মনের ভিতর অন্য ধরনের ভাল লাগা কাজ করে। তাছাড়া শীতের সকালের শিউলি ফুল করতে যাওয়ার বিভিন্ন ধরনের ঘটনা মানুষের জীবনে থাকে। তবে যাই হোক বিভিন্ন ধরনের ফুল নিয়ে কিন্তু পরিপূর্ণভাবে কবিতা লিখিত না হয়ে থাকলেও সেই ফুলের বর্ণনা কোন না কোন কবিতাতে উঠে এসেছে। সুতরাং আপনার যেমন ধরনের কবিতা পছন্দ অথবা যে ধরনের ফুল নিয়ে কবিতা পছন্দ সেগুলো পড়ে দেখতে পারেন।

Leave a Comment