যুগ যুগ ধরে মানুষের মুখে মরিয়ম ফুলের নাম এবং ফুলের বিভিন্ন উপকারিতা অপকারিতা সম্পর্কেও নানা ধরনের কথা শোনা যায়। তবে এই মরিয়ম ফুলটিকে অনেকেই চিনে আবার অনেকেই এই মরিয়ম ফুলের সম্পর্কে বিস্তারিত জানেনা। আবার মরিয়ম ফুলের বিভিন্ন ধরনের কার্যকারিতা সম্পর্কে অনেকেই জানে না। তাই মরিয়ম ফুল সম্পর্কে বিভিন্ন মানুষ বিভিন্ন তথ্য সংগ্রহ করতে চায়। অনেকে দেখা যায় যে মরিয়ম ফুলের ছবি বা পিকচার দেখতে চায়।
মরিয়ম ফুল সম্পর্কে বিস্তারিত জানতে চায়। এজন্য আমাদের আর্টিকেলটিতে মরিয়ম ফুলের ছবি বা পিকচার তুলে ধরেছি। সেই সাথে মরিয়ম ফুল সম্পর্কে বিভিন্ন তথ্য উপস্থাপন করার চেষ্টা করেছি। আপনি যদি এই ফুল সম্পর্কে জানতে চান এবং মরিয়ম ফুলের ছবি বা পিকচার দেখতে চান, মরিয়ম ফুলের বিভিন্ন উপকারিতা বা কার্যকারিতা সম্পর্কে তথ্য পেতে চান, তাহলে এই আর্টিকেলটি পড়তে পারেন। এখান থেকে আপনি এ বিষয়ে বিস্তারিত তথ্য সংগ্রহ করে নিতে পারবেন।
মরিয়ম ফুল সাধারণত মরু অঞ্চলে জন্মে থাকে এবং মরু অঞ্চলের বৃদ্ধি ঘটিয়ে থাকে। বিস্তীর্ণ মরু অঞ্চলে বছরের পর বছর শুকনো গাছ মাটি আঁকড়ে থাকে এই মরিয়ম ফুল। আর এই মাঠে আকড়ে বেঁচে থাকে। এজন্য মরিয়ম ফুল অনেকটা মরা লতাপাতার মতো দেখা যায়। মরিয়ম ফুলের বৈজ্ঞানিক নাম হচ্ছে Anastatica hierochuntica.( অ্যানাস্ট্যাটিকা হাইরোচুনটিকা)
আমরা জানি মরুভূমিতে অসহনীয় গরম পড়ে। আর এই মরুভূমির অসমীয় গরমের মধ্যে মরিয়ম ফুলের গাছটি শুকনো অবস্থায় পড়ে থাকে এবং এই শুকনো গাছটি আস্তে আস্তে পাথরের মত হয়ে পড়ে থাকে। কখনো কখনো বৃষ্টির পরশ পেলে এ মরিয়ম ফুল জীবন ফিরে পাই এবং বৃষ্টির পরশে তার জীবন ফিরে পেয়ে বংশবিস্তার ঘটায়। এভাবে চলে মরিয়ম ফুলের বংশবিস্তার এবং আস্তে আস্তে দেখা যায় যে এই মরিয়ম ফুল মরুভূমির বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে পড়ে।
মরিয়ম ফুলে ক্যালসিয়াম এবং ম্যাগনেসিয়াম থাকে। এই ক্যালসিয়াম এবং ম্যাগনেসিয়াম একসঙ্গে পেশি সংকোচন নিয়ন্ত্রণ করে। তাছাড়া মরিয়ম ফুলের কোন নেতিবাচক পার্শ্ব প্রতিক্রিয়া নেই।
তবে সমাজে মরিয়ম ফুলটি সম্পর্কে বিভিন্ন ধরনের ভ্রান্ত ধারণা প্রচলিত রয়েছে। অনেকেই এই মরিয়ম ফুলটা সম্পর্কে সঠিক তথ্য জানেনা। আবার ভুল তথ্যগুলো জানার ফলে সে ভুল তথ্য গুলো মেনে চলে। দেখা যায় যে হজ্বের সময় মরিয়ম ফুল নিয়ে অনেকেই এই মরিয়ম ফুল সাথে রাখে। আবার অনেককে বলতে শোনা যায় যে মরিয়ম ফুলের পাপড়ি ভিজিয়ে রেখে সেই পানি যদি খাওয়া যায় তাহলে নরমাল ডেলিভারি হওয়ার সম্ভাবনা রয়েছে। অর্থাৎ সমাজে এই ধরনের বিভিন্ন ভ্রান্ত ধারণা প্রচলিত হয়েছে। এইসব সম্পর্কে সঠিক কোন হাদিস পাওয়া যায়নি। এ ধারণাটিকে ভ্রান্ত ধারণা হিসেবে কল্পনা করা হয়।
তবে মরিয়ম ফুলটি ভেষজ উদ্ভিদ হিসেবে বিভিন্ন চিকিৎসায় ব্যবহার করা যায়। যেহেতু মরিয়ম ফুলের গাছে বা মরিয়ম ফুলে প্রচুর পরিমানে ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, পটাশিয়াম, দস্তা,ও লোহা রয়েছে৷ সুতরাং এর ঔষধি গুণাবলি রয়েছে৷ বিভিন্ন অসুখের চিকিৎসায় তাই মরিয়ম ফুল ব্যবহার করা হয়ে থাকে। আর এসব গুণাবলির জন্য মরিয়ম ফুল ঔষধ হিসেবে ব্যবহারে কোন বাঁধা নেই।
অনেকেই মনে করেন যে মরিয়ম ফুলের ঔষধি গুণাবলি সম্পর্কে কুরআন হাদিসে বিভিন্ন তথ্য রয়েছে। কিন্তু প্রকৃতপক্ষে কুরআন হাসিদে এধরণের তেমন কোন তথ্য পাওয়া যায় নি। তবে এ ধরণের কথা লোক মুখে শোনা যায়। আর মরিয়ম ফুল কেমন হয় তা অনেকেই জানে না। এজন্য অনেকেই মরিয়ম ফুলের ছবি দেখতে চায়। এজন্য আমাদের এই আর্টিকেলটিতে মরিয়ম ফুলের ছবি দেয়া
হলো। মরিয়ম ফুলের ছবিটি আসলে দেখতে মৃত কিছু লতার মতো। কারণ মরিয়ম ফুল মরু অঞ্চলে জন্মে বা মরুভূমি অঞ্চলে জন্মে। মরু অঞ্চলের আবহাওয়া অনেক গরম থাকার কারণে পর্যাপ্ত পানির অভাবে এই ফুলটি এরকম শুকনো হয়ে যায়। আবার অনেক সময় এই মরিয়ম ফুলটিকে পাথরের মত জড়োসড়ো হয়ে থাকতেও দেখা যায়। কারণ মরু এলাকায় এই ফুলটি পর্যাপ্ত পরিমাণে পানি পায় না।