দাঁতের ইনফেকশনের ঔষধ

কথায় বলে দাঁত থাকতে দাঁতের মর্ম বোঝেনা। এটা একদম সত্যি কথা। আমাদের কাছে যে জিনিসটা থাকে আমরা সেই জিনিসের কদর করতে ভুলে যায়। কিন্তু যখন সেই জিনিসটা হারিয়ে ফেলি তখন তার মর্ম আমাদের মনে পড়ে যায়। তাই থাকতে জিনিসকে মর্ম দিতে শিখুন এবং সামান্য সমস্যাগুলোকে অগ্রাহ্য না করে ছোট ছোট সমস্যার যদি সমাধান করেন তাহলে সমস্যাগুলো কখনো বড় আকার ধারণ করবে না।

আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুগণ আজকে আরো একটি আলোচনায় আপনাদের স্বাগতম। এখনকার মানুষের তাই সবাই কোন না কোন দাঁতের সমস্যায় ভুগে থাকে। দাঁতে যেকোনো ধরনের সমস্যা হলে সেটা বড় সমস্যা হয়ে দাঁড়ায়। কারণ দাঁত দিয়ে চিবিয়ে খাবার খাওয়ার যে মজা সে আর কোন কিছুতেই নেই। তাই দাঁত না থাকলে আমাদের দাঁতের শূন্যতা অনুভব হয়। তাই আপনার দাঁতে যদি ছোটখাটো কোন সমস্যা থেকে থাকে তাহলে তৎক্ষণাৎ ডেন্টিস্টের শরণাপন্ন হন এবং প্রয়োজনীয় চিকিৎসা গ্রহণ করুন।

দাঁতের ইনফেকশন কিভাবে হয় সেটা আমরা জানবো এই আর্টিকেলটির মাধ্যমে। কিভাবে দাঁতের ইনফেকশন ছোট আকার থেকে বড় ধরনের সমস্যা রূপ নিতে পারে সে সবকিছু আপনাদের জানা প্রয়োজন। আমাদের শারীরিক সমস্যা গুলো যখন সুপ্ত আকারে থাকে তখন আমরা সেটাকে অগ্রাহ্য করি। কিন্তু যখন সেটা বড় আকার ধারণ করে তখন ব্যয়বহুল চিকিৎসা করেও তার প্রতিকার করা যায় না।

এজন্য আমরা যদি জানতে পারি যে কিভাবে যেকোনো ধরনের শারীরিক সমস্যার জন্য হয়?এবং কোন কারণে দাঁতের ইনভেকশন শুরু হয় বা হতে পারে এসব কিছু যদি আমাদের জানা থাকে তাহলে আমরা প্রথম থেকেই সতর্ক হতে পারবো। এবং কি করলে দাঁতের ইনফেকশন থেকে মুক্তি পাওয়া সম্ভব সেগুলো যদি আমরা জানতে পারি তাহলে দাঁতের ইনফেকশনগুলো গুরুতর রূপ নিতে পারবে না। তাই যারা দাঁতের ইনফেকশন জনিত সমস্যায় ভুগছেন এবং যাদের সামান্য দাঁত ব্যথা করে তাদের জন্য আমাদের এই প্রতিবেদনটি খুব বেশি গুরুত্বপূর্ণ।

দাঁতের ইনফেকশন হওয়ার প্রথম লক্ষণ হল দাঁত ব্যথা করা।দাঁতের গোড়া থেকে রক্ত বের হওয়া। ঠান্ডা বা গরম খাবার খেলে দাঁত শিরশির করা। হাজার ব্রাশ করার পরেও দাঁত থেকে দুর্গন্ধ বের হওয়া মূলত এগুলোই দাঁতের ইনফেকশনের লক্ষণ । তাই এরকম লক্ষণ দেখা দিলে তৎক্ষণাৎ ডাক্তারের পরামর্শ নিতে হবে এবং ডাক্তারের প্রেসক্রিপশন অনুযায়ী ঔষধ সেবন করলে দাঁতের ইনফেকশন থেকে খুব সহজে মুক্তি পেতে পারবেন।ব্যাকটেরিয়া ডেন্টাল পাল্পে আক্রমণ করলে পেরিয়াপিকাল দাঁত ফোড়া হয়। সজ্জা হল দাঁতের সবচেয়ে ভিতরের অংশ যাতে রক্তনালী, স্নায়ু এবং সংযোগকারী টিস্যু থাকে। ব্যাকটেরিয়া দাঁতের গহ্বর বা চিপ বা দাঁতের ফাটল দিয়ে প্রবেশ করে এবং গোড়া পর্যন্ত ছড়িয়ে পড়ে।

ভিটামিন সি এর অভাবে বিভিন্ন ধরনের দাঁতের সমস্যা দেখা দেয় । তাই আপনার বডিতে ভিটামিন সি এর অভাব দেখা দিলে আপনার দাঁত সংক্রমণ হতে পারে। ভিটামিন সি যুক্ত খাবার খেতে হবে বিশেষ করে ভিটামিন সি সমৃদ্ধ ফল বেশি করে খেলে আপনার দাঁত ভালো থাকে। চুল দাঁত এবং নখের জন্য ভিটামিন সি প্রয়োজনীয়। এজন্য ভিটামিন সি এর অভাব দেখা দিলে দাঁতের সমস্যা হতে পারে।

দাঁতের সংক্রমণ বা দাঁতের ফোঁড়ার সংক্রমণ,যা গোড়া পর্যন্ত ছড়িয়ে পরার ফলে দাঁতের ভিতরে পুঁজ ভরে যায়। সংক্রমণটি বেদনা দায়ক হওয়ায় দন্তচিকিৎসকের প্রয়োজন।দাঁতের সংক্রমণে সবচেয়ে বেশি দেখতে পাওয়া লক্ষণ হল ক্রমাগত দাঁতেব্যথা, যার ফলে মাড়ির নিচে শিরা উপশিরাগুলি ফুলে যায়। দাঁতে পরিষ্কার পরিচ্ছন্নতার অভাবে সংক্রমণ বৃদ্ধি পায়। মুখের ভিতরে লুকিয়ে থাকা ব্যাকটেরিয়া থেকে হওয়া নিঃসরণটি অ্যাসিডিক হওয়ার ফলে প্লাক এবং ক্যারিস জমে,যা সংক্রমণের জন্য দায়ী। দাঁতে সংক্রমণ বৃদ্ধির সাথে জড়িত আরেকটি প্রধান কারণ হল অতিরিক্ত মিষ্টি বা মিষ্টিজাত খাবার খাওয়া, যার ফলে মুখের ভিতরে ব্যাকটেরিয়া সৃষ্টি হয়।

এরকম ধরনের দাঁতের সমস্যায় যারা ভুগছেন তাদের জন্য একটাই পরামর্শ যে, যত তাড়াতাড়ি সম্ভব নিকটবর্তী ডেন্টিস এর কাছে চিকিৎসা গ্রহণ করুন। আপনাদের যেকোন প্রয়োজনীয় তথ্য সরবরাহ করতে আমরা সবসময় প্রস্তুত। যেকোনো তথ্যের উত্তর পেতে আমাদের ওয়েবসাইটটি নিশ্চয় ফলো করতে হবে।

Leave a Comment