কারো হঠাৎ করে মুখ দিয়ে লালা পরছে বা কারো জন্মগতভাবেই মুখ দিয়ে লালা পরে এরকম ঘটনার মধ্যে বিস্তার পার্থক্য রয়েছে। কারো কারো ক্ষেত্রে এটা একেবারে স্বাভাবিক ঘটনা আবার কারো কারো ক্ষেত্রে এটা একটি জটিল ঘটনা আর শিশুদের ক্ষেত্রে বাবা-মায়েরা সব সময় এই বিষয়ে সতর্ক অবস্থানে থাকার চেষ্টা করেন। তবে একটা বিষয় জটিল সেটা হচ্ছে বাবা মায়ের সচেতনতার অভাব না থাকলেও তারা এ বিষয়ে খুব একটা জানেনা যার কারণে অনেক সময় তারা ভুল ভেবে থাকেন। কিছু কিছু শিশু বাচ্চা আছে তাদের একেবারে স্বাভাবিক কারণে মুখ দিয়ে লালা পরে এবং এর কারণে কিছু ওষুধের মাধ্যমে এ সমাধান করা যায়।
কিন্তু কিছু কিছু শিশুদের ক্ষেত্রে মুখ দিয়ে লালা পড়ার কিছু জটিল রোগ আছে যেই রোগ নিরাময় করার জন্য দীর্ঘদিন ধরে চিকিৎসা করতে হয়। তবে ঘটনা যেটাই ঘটুক না কেন বাবা মাকে সবার প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে এই জিনিসটা বোঝার সঙ্গে সঙ্গে চিকিৎসকের সঙ্গে পরামর্শ করতে হবে। একজন চিকিৎসক অবশ্যই আপনাকে এই বিষয়ে সুপরামর্শ দেবেন এবং চেষ্টা করবেন আপনার সন্তান যেন সুস্থ থাকে সেই জিনিসটা নিশ্চিত করতে।বড় মানুষের ক্ষেত্রে সাধারণত মুখ দিয়ে লালা পরাটা স্বাভাবিক ব্যাপার নয় কিন্তু ঘুমের মধ্যে অনেকের মুখ দিয়ে লালা পড়ে এ বিষয়টি নিয়ে অনেকেই বিরক্তি হন এবং চিকিৎসকের কাছে যান চলুন আমরা জানার চেষ্টা করি চিকিৎসকেরা কি বলছেন এ বিষয়ে।
বাচ্চাদের মুখ দিয়ে লালা পরে কেন
যদি বাচ্চাদের নিয়মিত মুখ দিয়ে লালা পড়তে থাকে তাহলে সেটাকে বলা হয়ে থাকে ড্রোলিং। এ ড্রয়িং এর কিছু স্বাভাবিক কারণ আছে এবং কিছু অস্বাভাবিক কারণ আছে আমরা অবশ্যই এ বিষয়ে জানব। ড্রয়িং হলো এমন একটি অবস্থা যেখানে মুখ থেকে লালা বের হয় এবং সাধারণ রিফ্লেক্স হিসাবে নয় এবং লালা ঝরার উপর মোটর বেশি নিয়ন্ত্রণ নাও থাকতে পারে। এখানে কারণ সাধারণত বয়স থেকে শুরু করে সংক্রমণ ও বিভিন্ন কারণ রয়েছে।
সাধারণ কারণে মধ্যে কিছু খাবার এবং পানি অত্যাধিক ড্রিলিং হতে পারে এবং উচ্চ এসিড বা চিনির ঘনত্বসহ খাবারগুলি কারণ হতে পারে। সাধারণত যাদের বয়স দুই বছরের নিচে তাদের কিছু স্বাভাবিক কারণে এটা এমনিতেই হতে পারে। অনেকের ক্ষেত্রে ঘুমানোর সময় পজিশনের কারণেও মুখ দিয়ে লালা পড়তে পারে। বাচ্চাদের খেতে স্বাভাবিক কারণ কিন্তু সংক্রমণ যেটা স্বাভাবিক নয় এই কারণে মুখ দিয়ে লালা পড়তে পারে যেমন মনে করুন চায়না সংক্রমণসহ গলা সংক্রমণ বা অত্যাধিক সর্দি লাগার কারণে এ সমস্যা তৈরি হতে পারে।কিছু শিশু বাচ্চাদের ক্ষেত্রে যিহোবাতে সাধারণত এক ধরনের ইনফেকশন হয় যার কারণে সে কিছু খেতে চায় না সেই সময় লক্ষ্য করবেন মুখ দিয়ে লালা বের হচ্ছে।
বাচ্চাদের মুখ দিয়ে লালা বের হওয়ার রোগ
বাচ্চাদের মুখ দিয়ে লালা বের হওয়ার কিছু রোগ আছে যে রোগ গুলো অবশ্যই আমাদের জানতে হবে। সেরিব্রাল পালসি স্ট্রোক এই রোগের কারণে হতে পারে এই সমস্যা এছাড়াও পারকিনসন রোগ বা একাধিক এর কারণেও এটা হতে পারে। এছাড়াও এলার্জির কারণে সমস্যা তৈরি হতে পারে আর অন্যান্য কারণেও এটা তৈরি হতে পারে।
বাচ্চাদের মুখ দিয়ে লালা পরার চিকিৎসা
স্বাভাবিক কারণে মুখ দিয়ে লালা পড়লে সাধারণত একজন রেজিস্টার শিশু বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে গেলে সাত থেকে ১৪ দিনের ওষুধের মাধ্যমে সেটা সেরে যায়। তবে বড় কোনো কারণে হলে চিকিৎসা পদ্ধতি রয়েছে এবং চিকিৎসা পদ্ধতিগুলো আমরা নিচে উল্লেখ করলাম।
মেডিকেশন
ইনজেকশন
ওরাল ডিভাইস
মটর থেরাপি
সার্জারি
এগুলোই মূলত চিকিৎসা পদ্ধতি এখন রোগীর বয়সের উপর ডিপেন্ড করছে এবং চিকিৎসকের চিকিৎসা পদ্ধতির উপর ডিপেন্ড করছে কোন চিকিৎসার সেই রোগীকে দেওয়া হবে। এর পাশাপাশি বাড়িতে শিশুদের বা এই ধরনের রোগীদের ঘুমানোর আগে প্রচুর পানি পান করা এবং নিয়মিত সামান্য পরিমাণ লেবুর টুকরা চিবানো এবং পাশের পরিবর্তে পিঠে ঘুমানো এই ধরনের অভ্যাস গড়ে তোলা উচিত।