এক বিঘা সমান কত শতক

জমি পরিমাপের একক গুলো শুনলেই আমাদের মধ্যে ভিতী কাজ করতে শুরু করে। মনে হয় এগুলো কত জটিল হিসাব নিকাশ। কেউ কেউ ভয় পেয়ে জমি পরিমাপের একক গুলো সম্বন্ধে জানার কোন চেষ্টাই করে না। তারা মনে করে এগুলো তাদের পক্ষে বোঝা কোনভাবেই সম্ভব নয়। আমরা বলব আপনি যদি এমন ধারণা নিয়ে বসে থাকেন তাহলে অনেক বড় ভুল করছেন। জমি পরিমাপের একক গুলো দেখে আপনি যতটা জটিল মনে করছেন ঠিক ততটা জটিল নয়। একটু চেষ্টা করলেই এই একক গুলো সম্বন্ধে স্পষ্ট ধারণা লাভ করা সম্ভব।

শুধুমাত্র এগুলো সম্বন্ধে স্পষ্ট ধারণা লাভই নয় এর পাশাপাশি কোথায় কিভাবে জমির হিসাব করা হচ্ছে তা আপনার কাছে পানির মত সহজ হয়ে যাবে। যদি ভয় পেয়ে চেষ্টা না করেন তাহলে এই বিষয়গুলো চিরদিন আপনার কাছে অজানা থেকে যাবে এবং বরাবরই আপনি ভয় পেয়ে এগুলোর ধারে কাছে যাবেন না। আমরা চাই না কোন বিষয় নিয়ে আপনাদের মধ্যে ইনফরমেশন গ্যাপ থাকুক এবং কোন ধারণা না থাকুক।

আমরা দীর্ঘদিন ধরে চেষ্টা করছি সেই বিষয়গুলো নিয়ে আপনাদের সাথে আলোচনা করতে যেগুলো নিয়ে সাধারণত আর কেউ কথা বলে না কিন্তু আপনার জানা প্রয়োজন। আপনি যেন সহজভাবে এ বিষয়গুলো বুঝে নিতে পারেন সেই লক্ষ্যেই আমরা চলেছি। শুধুমাত্র একটি এককের নাম শুনে সে একক সম্বন্ধে জানতে আসলে হবে না, জমি পরিমাপের সব খুঁটিনাটি খুঁজে বের করতে হবে এবং আস্তে আস্তে শেখার চেষ্টা করতে হবে।

এভাবে খুঁজতে খুঁজতে একসময় আপনি অনেক অভিজ্ঞ হয়ে যাবেন। সে সময় কেউ আর আপনার সাথে অন্তত জমি জমার বিষয় নিয়ে লাগার সাহস করবে না। এই কাজটি যদি আপনার কাছে অনেক কঠিন মনে হয় তাহলে আমাদের একটি পরামর্শ থাকবে আপনি কোন কিছু না ভেবে জানতে শুরু করুন। প্রথমদিকে একটু জটিল মনে হলেও আস্তে আস্তে যখন বুঝতে শুরু করবেন তখন পুরো বিষয়টির প্রতি আপনার আগ্রহ জন্মাবে।

ছোটবেলায় অংক করতে গেলে আমরা অনেকেই ভয় পেতাম এবং চেষ্টা করতাম অংকের কাছ থেকে কতটা দূরে থাকা যায়। জমির হিসেবটা ও ঠিক তেমনি। জমির হিসাব করার সময় প্রথম দিকে আমাদের কাছে অনেক কঠিন মনে হয় এবং আস্তে আস্তে আমরা এটি থেকে দূরে যাওয়ার চেষ্টা করি। দূরে যেতে যেতে এক সময় দেখতে পাই এ বিষয়ে আমাদের জ্ঞান একদম শূন্য। শূন্য জ্ঞান নিয়ে নিশ্চয়ই আমরা বাস্তব জীবনে সফল হতে পারব না। সফল হতে গেলে প্রতিটি বিষয়ে আমাদের কিছু হলেও ধারণা থাকতে হবে। প্রাথমিক এই ধারনা গুলো যে কাউকে জিজ্ঞেস করে আপনি পাবেন না। এক সময় নিজে নিজে শেখা ছাড়া আর কোন উপায় আপনার সামনে থাকবে না।

শতাংশ শব্দটি বেশ কয়েকবার শোনার পরেও এটির অর্থ বুঝতে আমাদের অনেক কষ্ট করতে হয়। শতাংশের সাথে জমিজমা হিসেবে কি সম্পর্ক রয়েছে তা খুঁজে বের করা যেন অসম্ভব ব্যাপার। অথচ বেশিরভাগ মানুষই কত সহজে এই বিষয়টি বুঝে ফেলে। আপনিও খুব সহজে বুঝতে পারবেন যদি বিঘা, শতাংশ ও কাঠের মধ্যে কি সম্পর্ক তা জানতে পারেন। এক বিঘা সমান হচ্ছে ৩৩ শতক। আপনি যদি কোথাও এক বিঘা জমি দেখে থাকেন তাহলে বুঝে নেবেন এখানে ৩৩ শতক জমি রয়েছে। আবার এক বিঘা সমান হচ্ছে বিশ কাঠা।

যেহেতু আজ আমরা বিঘা এবং শতক নিয়ে কথা বলছি তাই কাঠের সাথে শতকের কি সম্পর্ক তা অন্যদিন অন্য কোন আর্টিকেলের মাধ্যমে জানানো যাবে। আমাদের বিশ্বাস বিঘা এবং শতক নিয়ে আপনাদের যে কনফিউশন ছিল তা দূর হয়েছে এবং সবকিছু দুধকা দুধ এবং পানি কা পানি হয়ে গেছে। মনোযোগ দিয়ে এতক্ষন আমাদের আর্টিকেলটি পড়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

Leave a Comment