শতাংশ হলো আধুনিক ভূমি পরিমাপের একক। ক্ষুদ্র পরিমাপের জমির ক্ষেত্রফল পরিমাপের ক্ষেত্রে এই এককটি বর্তমানে খুব প্রচলিত রয়েছে। তাই আপনারা এই শতক বা শতাংশ ভূমির পরিমাপটি সকলের কাছেই গ্রহণযোগ্য বা পরিচিত এটি আমরা অবশ্যই হলপ করেই বলতে পারি। শতাংশ বা শত পরিমাপটি আমরা বেশিরভাগ ক্ষেত্রে শহরাঞ্চলের জমি পরিমাপের ক্ষেত্রে দেখি কারণ সহরাঞ্চলের ক্ষুদ্র ক্ষুদ্র জমির পরিমাপ হলেও এই জমিন মূল্যবান অনেক বেশি।
আর এই কারণে ক্ষুদ্র পরিমাপের এককে পরিমাপ করতে হয়। বর্তমানে জমি পরিমাপের ভূমি অফিসের যে পরিমাপ লেখা হয় সেখানে সহস্রাংশ অর্থাৎ একরের সহিস্ট্রাংশ হিসেবে শতক হিসাব করা হয়ে থাকে। একরের ক্ষুদ্র বা ক্ষুদ্র অংশ হলো শতাংশ বা শতক। আজকে আমরা আপনাদেরকে অবশ্যই আমাদের এই পোস্ট থেকে দেখাবো যে, এক হেক্টর সমান কত শতক জমির পরিমাণ।
হেক্টর পরিমাপ্তি মেট্রিক পদ্ধতির হলেও এটি পুরাতন পদ্ধতিতে অর্থাৎ পুরাতন মেট্রিক পদ্ধতিতে এ বিষয়টি ছিল। কিন্তু বর্তমানে নতুন মেট্রিক পদ্ধতিতে এই একক তারা রাখেনি। কিন্তু তারা না রাখলে কি হবে এটি মানুষের মাঝে এখনো রয়ে গেছে এবং মানুষ অবশ্যই সেই ম্যাট্রিক পদ্ধতিতেই এসেক্টরের পরিমাপ্তি মেপে থাকেন এবং হিসাব করে থাকেন কত হেক্টরে কত বর্গমিটার কত হেক্টরে কত শতাংশ এই বিষয়গুলি। আর এ কারণে আপনারাও আজকে আমাদের এখানে জানতে এসেছেন যে এক হেক্টর সমান কত শতক জমি হয়।
আমরা আপনাদেরকে অর্থাৎ আপনাদের দৈনন্দিন জীবনে যে সকল বিষয়ের অবতারণা হয় এবং জানার প্রয়োজন হয় আমরা চেষ্টা করে থাকি সেই সকল বিষয় সম্পর্কে আপনাদেরকে ধারণা দেওয়ার। সকল বিষয় সম্পর্কে ধারণা পেলে আপনার অবশ্যই জমিজমা সংক্রান্ত যে পরিমাপ রয়েছে সকল পরিমাপের বিষয়গুলি আপনি বুঝে নিতে পারবেন। সকল বিষয়গুলি যদি আপনি ঠিকমতো বুঝে নিতে পারেন তাহলে আপনার মধ্যে আর কোন সংশয় কাজ করবে না। তখন আপনি জমিজমা সংক্রান্ত সকল একক গুলির হিসাব আপনি বিভিন্ন এককে কনভার্ট করেও দেখে নিতে পারবেন।
জমির পরিমাণ শতাংশ দ্বারা পরিমাপ করা হয় এবং এই শতাংশ পরিমাপটি বিশেষ করে আমরা পরিলক্ষিত করি যে অপেক্ষাকৃত বেশি মূল্যবান জমিগুলোর ক্ষেত্রে।কারণ হলো বেশি মূল্যবান জমিগুলো ক্ষুদ্র ক্ষুদ্র অংশ বেশি বিভক্ত হয়ে থাকে। বেশি ক্ষুদ্র অংশে ব্যবহৃত হওয়ার কারণ হচ্ছে যে মাঠের জমি বিশেষ করে গ্রামাঞ্চলের মাঠের জমি গুলো কমল্যমানের হয় এবং সেগুলি দিঘা কাঠা পর্যন্ত হয়ে থাকে এর নিচে আর তেমন দেখা যায় না।
কিন্তু বাজার অঞ্চলের জমিগুলো ব্যবসা প্রতিষ্ঠান করার জন্য প্রযোজ্য হয় আর তখন এই বাজার অঞ্চলের জমিগুলো বেশি দামে ক্রয় বিক্রয় হয়। বেশি দামে ক্রয় বিক্রয় হওয়ার কারণে সেটি বেশি পরিমাণে নেওয়ার মানুষের সংখ্যা অনেক কম। তাই যে সকল মানুষ এই সকল জমি ক্রয় করে থাকেন তারা অবশ্যই অল্প অল্প পরিমাণের জমি অর্থাৎ যতটুকু প্রয়োজন সেই পরিমাপের জমি ক্রয় করে থাকেন। এবং এই জমিগুলো অবশ্যই ক্রয় বা বিক্রয় করার সময় শত পরিবারের হিসেবে ক্রয় বিক্রয় হয়ে থাকে।
ভাই আজকে আপনারা অবশ্যই আমাদের এখান থেকে এক হেক্টর সমান কত শতাংশ বা 1 একর সমান কত শতাংশ এইসব বিষয়গুলি জেনে যেতে পারবেন। এ সকল বিষয় সম্পর্কে আজ আপনাদের কে আমরা জানিয়ে দেবো। তাহলে চলুন আমরা এখন দেখে নিতে পারি যে, এক হেক্টর সমান কত শতক। এবার দেখি, হেক্টর থেকে শতক রূপান্তর কনভার্টার একটি প্রয়োজনীয় ক্ষেত্রফল রূপান্তর ক্যালকুলেটর যা হেক্টর একক থেকে শতক এককে রূপান্তর করতে কার্যকরভাবে ব্যবহৃত
হয়। সুতরাং, কথায়, এক হেক্টর সমান দুই শত সাতচল্লিশ দশমিক এক এক শতক l গাণিতিক বাক্যে রূপান্তর, ১ হেক্টর = ২৪৭.১০৫১৪২৩৩২৪১৫০৬ শতক । তাহলে এক হেক্টর সমান কত শতক জমি এই বিষয়টি আপনি আমাদের এখান থেকে অবশ্যই জেনে নিতে পারলেন। এখন আপনার আর শতক এবং হেক্টরের সাথে তেমন কোন সমস্যা হবে না যদি সেক্টর থেকে সঠিক বানিয়ে নিতে পারবেন এবং যদি সতর্ক থাকে তাহলে আপনি হেক্টর বানাতে সক্ষম হবেন বলে আশা করি।