কুইন্টাল এমন একটি একক যার নাম আমরা শুনলেও এটি সম্বন্ধে খুব বেশি তথ্য আমাদের কাছে হয়তো নেই। কুইন্টাল সম্বন্ধে খুব বেশি তথ্য আমাদের কাছে না থাকার প্রধান কারণ হলো সাধারণত খুচরা বাজারে কুইন্টাল এককটির খুব বেশি ব্যবহার হয় না। তাহলে কুইন্টাল এককের কাজ কি এবং এটি কোথায় ব্যবহার করা হয় সে বিষয়ে যারা জানার আগ্রহ প্রকাশ করেছেন তাদের মনের ধোঁয়াশা দূর করতে আমরা এই আর্টিকেলটি নিয়ে এলাম যেখানে কুইন্টাল সম্বন্ধে বিস্তারিত তুলে
ধরব এবং কুইন্টালের সাথে কেজির সম্পর্ক কি এবং এই কুইন্টাল কোথায় বেশি ব্যবহার করা হয় তা জানানোর চেষ্টা করব। দীর্ঘদিন ধরে যারা কুইন্টাল শব্দ শুনে আসছেন কিন্তু এটি সম্বন্ধে আরো কিছু জানতে পারছেন না তারা হয়তো আজ নতুন কিছু তথ্য সংগ্রহ করতে পারবেন। তাই দেরি না করে এখনই শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে পড়ে ফেলুন আর এটি সম্বন্ধে কি কি জানতে পারলেন তা কমেন্টের মাধ্যমে আমাদের জানান।।
কুইন্টাল শব্দটি নিয়ে বলতে গেলে চলে আসে ভারতীয় উপমহাদেশে ব্রিটিশ শাসনের কথা। আমরা নিশ্চয়ই খুব ভালোভাবে জানি ভারতীয় উপমহাদেশে ব্রিটিশরা ছাড়াও পর্তুগিজ, ডাচ, ফ্রেঞ্চ, ওলন্দাজের মত বড় বড় কোম্পানিগুলো দীর্ঘদিন ব্যবসা করেছে। তবে এতগুলো কোম্পানির সাথে টক্কর দিয়ে শেষ পর্যন্ত ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি টিকে ছিল। ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি প্রায় ২০০ বছর ভারতীয় উপমহাদেশের শাসন করে যার শেষ হয় ১৯৪৭ সালে। ভারতীয় উপমহাদেশে ইউরোপীয় অথবা অন্যান্য জাতির শাসনামলে বেশ কিছু পরিবর্তন লক্ষ্য করা যায়।
প্রথমত আমরা যে বিষয়টি তুলে ধরতে পারি তা হল ব্যবসার ক্ষেত্রে। ইউরোপীয় কোম্পানিগুলো আমাদের বেশ কিছু নতুন নতুন পরিমাপের এককের সাথে পরিচয় করিয়ে দেয় যে একক গুলো তাদের দেশে প্রচলিত ছিল। যেহেতু তারা এদেশে দীর্ঘদিন ব্যবসা করেছে তাই একসময় ভারতীয়রা ও এই একক গুলোর সাথে অভ্যস্ত হয়ে যায়। কুইন্টাল হচ্ছে তেমনি একটি একক যা সেই পরিস্থিতিতে আমাদের ভারতীয় উপমহাদেশের পাইকারি বাজারে প্রচলিত হয়ে যায়। এখন পর্যন্ত ভারতীয়রা পাইকারি ব্যবসার ক্ষেত্রে কুইন্টাল এককের মাধ্যমে বিভিন্ন বস্তুর পরিমাপ করে থাকে। সাধারণত শস্যের পাইকারি বাজারে কুইন্টাল ব্যবহার করা হয়।
এ তো গেল ব্যবসায় কুইন্টালের ব্যবহার। ব্যবসা ছাড়াও আরো কয়েকটা জায়গায় কুইন্টাল এককটি ব্যবহার করতে হয়। বিভিন্ন একক নিয়ে বলতে গেলে বারবার গাণিতিক সমস্যার কথা চলে আসে। গাণিতিক সমস্যাগুলো সমাধান করতে গেলে এই একক গুলো খুব বেশি প্রয়োজন হয়। গাণিতিক সমস্যাগুলো অনুশীলন করার উদ্দেশ্য হলো আমরা যেন বাস্তব জীবনে এই ধরনের সমস্যার সমাধান করে ফেলতে পারি।
যেহেতু পাইকারি বাজারে কুইন্টাল এর জনপ্রিয় একটি একক তাই আমরা বিভিন্ন ধরনের গাণিতিক সমস্যায় কুইন্টাল এককটি দেখতে পাই। এমন অবস্থায় কুইন্টাল থেকে কেজিতে রূপান্তর করার খুব বেশি প্রয়োজন পড়ে। ঠিক এ কারণেই আজ আমরা কুইন্টাল ও কেজির মধ্যকার সম্পর্কটি তুলে ধরতে চলেছি। চলুন কুইন্টাল ও কেজির মধ্যকার সম্পর্ক দেখে নেওয়ার চেষ্টা করি।
এক কুইন্টাল সমান ১০০ কেজি। তবে এই এক একটি ভারতীয় উপমহাদেশেই বেশি ব্যবহার করা হয় কেননা অন্যান্য দেশে এক কুইন্টালের পরিমাণ ভিন্ন হতে পারে। এ সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ তথ্য আমরা উইকিপিডিয়া ও অন্যান্য উৎস থেকে সংগ্রহ করেছি যেখানে এই কথাই বলা হয়েছে যে এক কুইন্টাল সমান ১০০ কেজি এই এককটি ভারতীয়রা সবচেয়ে বেশি
ব্যবহার করে। কিন্তু স্পেন পর্তুগাল কিংবা ইউরোপের আরো কয়েকটি দেশে এক কুইন্টালের পরিমাণ ভিন্ন। যাইহোক, আমাদের সামনে সাধারণত যে সমস্যাগুলো আসবে তার সমাধানের ক্ষেত্রে আমরা এক কুইন্টাল সমান 100 কেজি হিসেব করেই সমাধান করব। আশা করি এ বিষয়ে আপনাদের যদি কোন মতামত থাকে তাহলে আমাদের জানাবেন নিচের কমেন্ট বক্সের মাধ্যমে।