এক টন সমান কত কেজি বাংলাদেশ

ওজন পরিমাপের ক্ষেত্রে আমরা সাধারণত কেজি ও মন ব্যবহার করে থাকি। কিন্তু যখন অনেক বেশি পরিমাণ বস্তু পরিমাপ করতে হয় তখন এই কিলোগ্রাম ও মন থেকে আমাদের টন পর্যন্ত যেতে হয়। কিলোগ্রাম, মন ও টন এর মধ্যে খুব সুন্দর সম্পর্ক রয়েছে। যারা টনের শব্দটি শুনেছেন কিন্তু টনের সাথে কেজির কি সম্পর্ক তা জানেন না তাদের জন্যই এই লেখাটি।

এখানে আমরা টন সম্বন্ধে নির্দিষ্ট কিছু তথ্য তুলে ধরব এবং এর পাশাপাশি টনের সাথে কেজির যে একটি সম্পর্ক রয়েছে এবং সেই সম্পর্কে এটি কি সে বিষয়ে পরিষ্কার ধারণা দেয়ার চেষ্টা করব। তাই টন ,মন ও কিলোগ্রাম শব্দগুলো শোনার পরও যারা এগুলোর মধ্যে সম্পর্ক স্পষ্টভাবে জানেন না তারা শেষ পর্যন্ত সাথে থাকুন এবং একদম পানির মত পরিষ্কার ভাবে জেনে নেওয়ার চেষ্টা করুন।।

আমরা বাজারে যখন সবজি কিনতে যাই তখন সাধারণত এক কেজি থেকে 2 কেজি অথবা সর্বোচ্চ পাঁচ কেজি সবজি কিনে থাকি। চাল কিনতে গেলে হয়তো এক মন দুই মন অথবা পাঁচ মন পর্যন্ত চাল কেনা হয়ে থাকে বেশিরভাগ ক্ষেত্রেই। ঠিক এ কারণেই কেজি ও মন সম্বন্ধে আমাদের খুব ভালো ধারণা রয়েছে। খুব বড় ব্যবসায়ী না হলে সাধারণত এক টন পরিমাণ মালামাল কেনা হয় না। যারা সাধারণ মধ্যবিত্ত মানুষ তারা হয়তো কখনোই একজন বস্তু কেনার কথা ভাবে না।

তবে যারা পাইকারি ব্যবসা করে তারা হয়তো নিয়মিতই এক টন পরিমাণ দ্রব্য কিনে থাকে। পাইকারি ব্যবসায়ীদের কাছে হয়তো টন খুব স্বাভাবিক একটা বিষয় এবং এ সম্বন্ধে তাদের খুব ভালো ধারণা রয়েছে। এতদিন পর সম্বন্ধে ভালো ধারণা না থাকলেও এখন সময় এসেছে এগুলো সম্বন্ধে জেনে নেওয়ার কারণ কখনো যেন কোথাও ঠকে যেতে না হয়।। শুধু ঠকে যাওয়াটাই নয়, কখনো কখনো টন দিয়ে আমাদের অংক করা লাগতে পারে।

এখনকার সময়ে বেশিরভাগ যুবকই বিসিএস অথবা অন্যান্য সরকারি চাকরিতে আগ্রহী হচ্ছে। বিশেষ অথবা অন্যান্য সরকারি চাকরিতে গেলে এমন কিছু অংক আপনার সামনে আসবে যেখানে কিছু অপরিচিত শব্দ থাকতে পারে। টন শব্দটি আপনার কাছে কখনো কখনো অপরিচিত মনে হতে পারে কারণ আপনি দীর্ঘদিন এই শব্দটি শুনবেন না। হঠাৎ করে টন লেখা সামনে দেখে আপনার টনক নড়ে যেতে পারে। এ ধরনের কোন সমস্যায় যেন পড়তে না হয় সে কথা ভেবেই আমরা

এই ধরনের কিছু শব্দ যেগুলো সচরাচর ব্যবহার করা হয় না সেগুলো নিয়ে কাজ করছি। তাছাড়াও কেউ যদি বড় ব্যবসায়ী হতে চান তাহলে আপনাকে ওজন পরিমাপের সব ধরনের একক সম্বন্ধে ধারণা রাখতেই হবে। সকল প্রকার মালামাল সঠিকভাবে কেনা বেচার জন্য সঠিকভাবে পরিমাপ করাটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। তো চলুন জেনে নেওয়া যাক এক টন কত কেজির সমান অথবা কত কেজিতে এক টন হয়।

আপনারা খুব ভালোভাবে জানেন একসময় ব্রিটিশরা আমাদের দেশে দীর্ঘদিন শাসন করেছে এবং সে সময় তাদের কথা অনুযায়ী ওজন পরিমাপ করা হতো। সে সময় এক টন সমান ছিল ২৭.৫ মন। অর্থাৎ 116 কেজিতে হতো এক টন। এখন আর এই নিয়মটি খুব বেশি চলেনা। এখন সাধারণত 1000 কেজিতে এক টন ধরা হয়। এই হিসাবটি আপনার কাছে অনেক সহজ মনে হবে কারণ পুরো এক হাজার কেজিতেই এক টন।

এই ছোট্ট তথ্যটি জেনে রাখার জন্য আপনি অনেক জনের চেয়ে বেশ খানিকটা এগিয়ে থাকবেন আশা করি। অনেকেই টন সম্বন্ধে জানার আগ্রহ প্রকাশ করেছিলেন, এখন হয়তো আপনারা এ বিষয়ে ক্লিয়ার হয়ে গেছেন। ওজন পরিমাপের আরও কিছু একক নিয়ে আমরা থাকছে আপনাদের সাথে পুরোটা সময় জুড়ে। যেকোনো সময় আমাদের ওয়েবসাইটে চলে আসুন আর আপনাদের প্রয়োজনীয় যেকোন বিষয় পানির মতো সহজভাবে বুঝে নেওয়ার চেষ্টা করুন।

Leave a Comment