বিজ্ঞানের ভাষায় মায়ের বুকের দুধের অনেক উপকারিতা রয়েছে একটি বাচ্চা ছোট থেকে বড় হয় মায়ের বুকের দুধ খেয়ে। মায়ের দুধে অনেক ধরনের পুষ্টিগুণ আগুন থাকে যেই পোস্টটি গুনাগুনের মাধ্যমে একটি ছোট বাচ্চা বড় হয়ে উঠতে থাকে। বুকের দুধ একটি শিশুকে সুস্থ সাবলীল ভাবে বড় হয়ে উঠতে সাহায্য করে। তাই সব সময় চেষ্টা করতে হবে বাচ্চাকে মায়ের দুধ খাওয়ানোর।
মায়ের বুকের দুধের গুরুত্ব
একটি শিশু তার মায়ের বুকের দুধ খেয়ে বড় হয়। মায়ের বুকের দুধের অনেক পুষ্টিগুণ রয়েছে। মায়ের বুকের দুধ একটি শিশুর বৃদ্ধি এবং বিকাশে অনেক সাহায্য করে থাকে।
মায়ের বুকের দুধ হজম করা খুবই সহজ তাই বাচ্চারা খুব সহজেই মায়ের বুকের দুধ হজম করে ফেলতে পারে। মায়ের বুকের দুধে রয়েছে নানান ধরনের ভিটামিন।
মায়ের দুধ খেলে বাচ্চা নানা ধরনের অসুখ থেকে রক্ষা পায় ।তাদের কোন ধরনের অসুখ খুব বেশি আক্রমণ করতে পারে না। জ্বর, ডায়রিয়া,সর্দি সহ সকল ধরনের অসুস্থতা কম হয় ।মায়ের দুধ খাওয়ানোর কারণে একটি শিশুর সকল ধরনের সমস্যার সমাধান হয়ে থাকে।
যে সকল মায়েরা তার বাচ্চাদের বুকের দুধ খাওয়ায় তাদের বিভিন্ন ধরনের অসুখ থেকে রক্ষা পায়। তাই বাচ্চাকে দুধ খাওয়াতে হবে। কোন কারনে অনীহা করা যাবে না দুধ খাওয়ানোতে।
বুকের দুধ না খেতে চাইলে নিচের দোয়াটি পড়তে পারেন:
اللَّهُمَّ أَكْرِمْ نَفْسَهُ وَأَسْعِدْهُ وَأَطِلْ عُمُرَهُ وَصَحِّحْ جَسَدَهُ وَحَسِّنْ خُلُقَهُ وَوَفِّقْهُ لِلطَّاعَةِ وَأَعِذْهُ مِنْ الشَّرِّ وَالْبَلَاءِ وَالْفِتَنِ وَأَدْخِلْهُ الْجَنَّةَ بِرَحْمَتِكَ يَا أَرْحَمَ الرَّاحِمِينَ
আল্লাহুম্মা আকরিম নাফসাহু ওয়া আসঈদুহু ওয়া আত্বিল উমুরাহু ওয়া ছাহহিজ জাসাদাহু ওয়া হাসসিন খুলুকাহু ওয়া ওয়াফফিক্হু লিত্তাআতি ওয়া আয়িযহু মিনাশ শাররি ওয়াল বালায়ি ওয়াল ফিতান ওয়া আদখিলহুল জান্নাতা বিরাহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।
বাচ্চা বুকের দুধ খেতে না চাইলে দোয়া
অর্থ:
হে আল্লাহ! তার আত্মাকে সম্মানিত কর, তাকে সুখী কর, তার আয়ুষ্কাল দীর্ঘ কর, তার দেহকে সুস্থ কর, তার চরিত্রকে সুন্দর কর, তাকে আনুগত্যের জন্য কবুল কর, তাকে মন্দ থেকে, বিপদ থেকে এবং ফেতনা থেকে রক্ষা কর এবং তাকে তোমার রহমতের দ্বারা জান্নাতে প্রবেশ করাও, হে সবচেয়ে দয়ালু।
এছাড়াও, নিম্নলিখিত দোয়াটিও পড়তে পারেন:
اللَّهُمَّ أَدْرِكْهُ بِالْإِيمَانِ وَأَحْسِنْ عَاقِبَتَهُ وَأَرْشِدْهُ إِلَى الْحَقِّ وَالْإِصْلَاحِ وَأَعِذْهُ مِنْ مُضِلَّاتِ الْفِتَنِ وَأَدْخِلْهُ الْجَنَّةَ بِرَحْمَتِكَ يَا أَرْحَمَ الرَّاحِمِينَ
আল্লাহুম্মা আদ্রিক্হু বিল ঈমানি ওয়া আহসিন আক্বিবাতাহু ওয়া আরশীদহু ইলাল হাক্কি ওয়াল ইসলাহী ওয়া আয়িযহু মিন মুদ্বিলাতিল ফিতান ওয়া আদখিলহুল জান্নাতা বিরাহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।
অর্থ:
হে আল্লাহ! তাকে ঈমানের সাথে পরিপূর্ণ কর এবং তার পরিণতিকে সুন্দর কর, তাকে সত্য এবং সংস্কারের দিকে পরিচালিত কর এবং তাকে বিভ্রান্তিকর ফেতনা থেকে রক্ষা কর এবং তাকে তোমার রহমতের দ্বারা জান্নাতে প্রবেশ করাও, হে সবচেয়ে দয়ালু।
ওপরে দেওয়া দোয়া গুলো পড়ার পাশাপাশি শিশুর দিকে আপনাকে নজর দিতে হবে। শিশুকে কখনোই রাগ করে মারা বা বকাঝকা করা যাবে না। তাকে সব সময় ভালোবাসার সহিত আদর করে বুকের দুধ খাওয়ানোর চেষ্টা করতে হবে। বাচ্চা যদি দুধ খেতে না চাই তবুও আপনাকে দুধ খাওয়ানোর চেষ্টা চালিয়ে যেতে হবে। সময়ের সাথে সাথে দেখবেন সে বুকের দুধ খাওয়ার চেষ্টা করছে এবং খাচ্ছে।
এছাড়াও বাচ্চার মাকে নিয়মিত নামাজ পড়তে হবে। নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করতে হবে যেন তার বাচ্চা সহ পরিবারের সকলে সুস্থ থাকে। আল্লাহতালা যেন তাদের সকল ধরনের অসুখে সুখ থেকে দূরে রাখে। আল্লাহ তায়ালার রহমত থাকলে দেখবেন আস্তে আস্তে আপনার বাচ্চা দুধ পানে ইচ্ছা পোষণ করবে এবং আপনার পরিবার ও সুস্থ থাকবে।