সাধারণত আমরা টিয়া পাখিকে তোতা পাখি নামে জেনে থাকি। টিয়া পাখি দেখতে সবুজ হয়। এই পাখি দেখতে যতটা সুন্দর কথা বলতে ততটাই সুন্দর। টিয়া পাখির ডাক অনেক সুন্দর হয় এবং অনেকটা মানুষের কন্ঠে টিয়া পাখি কথা বলতে পারে। যদিও কথা বলা পাখিদের মধ্যে সবচাইতে বেশি সুন্দর কথা বলতে পারে ময়না পাখি। তারপরে টিয়া পাখিও কিন্তু কম কথা বলে সেটি বলা যাবে না। ময়না পাখির চাইতে টিয়া পাখি অত্যান্ত সুন্দর দেখতে হয়ে থাকে। আর এই কারণে টিয়া পাখি মানুষের অনেক সুন্দর লাগে।
অনেক মানুষ রয়েছে যারা পাখি প্রেমী। পাখি প্রেমী মানুষেরা টিয়া পাখিকে নিজেদের বাসায় অথবা অফিস বা বাগানবাড়ি এ সকল জায়গাতে খাঁচার মধ্যে রেখে পোষ মানায়। এর একটাই কারণ তা হল টিয়া পাখি দেখতে সুন্দর এবং এটি মানুষের মত কথা বলতে পারে এজন্য। তাই টিয়া পাখিকে সাধারণত তোতা পাখি বলা হয় এ কথা আমরা নিশ্চিত। বিভিন্ন সাইজের বিভিন্ন রকমের তোতা পাখি টিয়া পাখি রয়েছে। তাই আজকে আমরা দেখব যে তোতা পাখির ছবি কেমন হয়। সব ধরনের তোতা পাখি আজকে আপনারা আমাদের এখান থেকে দেখে নিতে পারবেন।
তোতা পাখির আদি নিবাস
আমাদের আশেপাশের বন জঙ্গলে বিভিন্ন জায়গায় আমরা বিভিন্ন ধরনের টিয়া পাখি দেখে থাকি। এই পাখিগুলো বিভিন্ন অঞ্চলে বসবাস করে এবং বিভিন্ন প্রজাতির হয়ে থাকে। বিশেষ করে বন জঙ্গলের যে টিয়া পাখি গুলো ঘুরে বেড়ায় বা বসবাস করে থাকে তাদেরকে এক প্রজাতির মনে করা হয় এবং পাহাড়ি অঞ্চলে পাহাড়ের গায়ে বসবাস করা আলাদা ধরনের টিয়া পাখি রয়েছে।
আবার সমুদ্র অঞ্চলে বা নদীর ধারে আলাদা ধরনের টিয়া পাখি দেখতে পাওয়া যায়। আমরা যেটা টিয়া পাখিগুলো বা তোতা পাখি গুলো খাঁচায় বসে থাকি সেই পাখিগুলোর সাধারণত লেজ অনেকটা বড় হয় এবং তাদের গলায় লাল মালা থাকে। তোতা পাখি বিভিন্ন রঙের হয়ে থাকে। লাল সবুজ বা অন্যান্য রঙ্গের তোতা পাখি হয়। আমরা সব ধরনের তোতা পাখির ছবি আপনাদের সামনে উপস্থিত করব।
তোতা পাখির ছবি
আপনারা জানেন যে এই পৃথিবীতে বিভিন্ন অঞ্চলে বিভিন্ন ধরনের তোতা পাখি বসবাস করে থাকে। তাদের গন বা পরিবার একি হতেও তাদের অনেক ধরনের প্রজাতি রয়েছে। এবং আগে অঞ্চলের একেক ধরনের প্রজাতির তোতা পাখি বসবাস করে থাকে। বিভিন্ন প্রজাতির গায়ের রং আলাদা আলাদা হয়ে থাকে। বিভিন্ন প্রজাতিক তোতা পাখি গুলোই মানুষ খাঁচার মধ্যে পালন করতে পারে বা পালন করে পোষ মানিয়েছে। তোতা পাখি দেখতে যেমন সুন্দর তেমনি তার গায়ের রং এ সকল কারণেই তোতা পাখিকে মানুষ তার অফিস আদালত শোরুম অথবা বাগানবাড়ি যে কোন জায়গায় খাঁচায় পালন করে থাকে।
আমার তোতা পাখি শেখানো কথা বলতে পারে এ কারণেই মানুষ তাকে আদর করে পুষে থাকে এবং শখ করে পুষে থাকে। আমরা আজকে আপনাদেরকে বিভিন্ন ধরনের তোতা পাখির ছবি আমাদের এখান থেকে আপনাদের উদ্দেশ্যে উপস্থাপন করব। আপনি সব ধরনের তোতা পাখির ছবিগুলো দেখে নেবেন। সব ধরনের তোতা পাখি ছবিগুলো দেখে দেখে আপনার যদি কোন তোতাপাখির ছবি নেওয়ার ইচ্ছা থাকে বা ইচ্ছা জাগে তাহলে অবশ্যই সেই তোতা পাখির ছবি আপনি ডাউনলোড করে নিতে পারবেন।
কারণ আপনারা জানেন যে আমাদের এখান থেকে যেকোনো তথ্য বা ছবি ডাউনলোড করে নেওয়া যায়। যেকোনো ছবি বা তথ্য ডাউনলোড করে নিতে আপনাদের আলাদা কোন অর্থ বা চার্জ প্রযোজ্য হয় না। তাই সব ধরনের তথ্য জানার জন্য আপনাদেরকে অবশ্যই আমাদের ওয়েবসাইট বারবার ভিজিট করে পাশে থাকতে হবে। আর আপনারা যদি সব ধরনের তথ্য পেয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের ওয়েবসাইট আপনারা ভিজিট করে উপকৃত হয়েছেন বলে মনে করেন।