আজকের পড়তে আমরা বারোমাসি ফুল গাছ নিয়ে আলোচনা করব। আপনারা যদি বারোমাসি ফুল গাছ সম্পর্কে বিস্তারিত জানতে চান, ফুল গাছের ছবিগুলো দেখতে চান তাহলে অবশ্যই আমাদের পুরো আর্টিকেলটি আপনাকে পড়তে হবে। চলুন তাহলে শুরু করা যাক বারোমাসি ফুল গাছ নিয়ে বিস্তারিত আলোচনা।আমরা সবাই জানি অধিকাংশ ফুল গাছ থেকে ভালো ফুল পেতে হলে অবশ্যই আমাদের গাছে পর্যাপ্ত পরিমাণ রোধের প্রয়োজন হয়।
আমাদের যাদের বাড়ি শহরে তাদের সকলেরই ছাঁদ ছাড়া আমাদের কোন গাছ লাগানো জায়গা থাকে না। সাতবা বেলকনিতে পর্যাপ্ত পরিমাণে আলো বাতাস না থাকার কারণে অনেক সময় কাজ ঠিকমতো হয় না। অনেক ছাদ বা বেলকুনি রয়েছে যেখানে সারাদিনের মধ্যে দুই থেকে এক ঘণ্টার জন্য রোদ পড়ে। তাহলে কি সেই সকল মানুষগণ ছাদে গাছ লাগাতে পারবে না, অবশ্যই পারবে আমরা সেই বিষয়ে আজকে আমাদের আলোচনাটি শুরু করতে চলেছি।
সারা বছর ফুল ফোটে এমন গাছ
আমরা এই মুহূর্তে জানানোর চেষ্টা করব সারা বছর কোন ফুল গাছগুলো ফোটে। সারা বছর ফুল দেয় এমন গাছ বাংলাদেশে অনেকগুলো পাওয়া যায়। তার মধ্যে সবচেয়ে বেশি যেগুলো দেখা যায় সেগুলো হল: জবা, বাগানবিলাস, একজারা, ইউফোরবিয়া মিলি,কোলান্চো,ল্যান্টেনা, এলামন্ডা, কমলা রং ট্রাম্পেট। এই ফুল গুলোর মধ্যে সবচেয়ে জবা ফুলগুলো সারা বছর হয়ে থাকে। আপনারা চাইলে এই গাছগুলো লাগাতে পারেন ১২ মাস আপনারা এই গাছ থেকে ফুল পাবেন।
সারাবছর ফোটে এমন ফুল
আমরা এই মুহূর্তে আপনাদের জানানোর চেষ্টা করব কোন গাছে সারা বছর ফুল হয়।আমাদের আশেপাশে সারা বছর কোর্টে এমন ফুলের মধ্যে রয়েছে কাঞ্চন ফুল, জবা ফুল, কামিনী ফুল, কবরী ফুল, অলক আন্দাবা এনামন্ডা ফুল, জয়তী ফুল, হাজার পুটিয়া ফুল, নয়ন তারা ফুল, সন্ধ্যা মালতি বা সন্ধ্যামণি ফুলসহ এই ফুলগুলো আমরা সারা বছর ফুটতে দেখতে পাই। তাই আপনারা চাইলে এই ফুলের গাছগুলো লাগাতে পারেন কারণ এই ফুল গাছগুলো সব সময় ভালো পরিমাণে ফুল দেয়।
লতানো ফুল গাছের নাম
লতানো ফুলের গাছের চাহিদা বাংলাদেশে অনেক, কারণ এই ফুল বাড়ির সৌন্দর্য বৃদ্ধিতে অনেক কার্যকর। এই ফুল গাছ খুব সহজেই বাড়ির সৌন্দর্য বৃদ্ধি করতে সাহায্য করে। লতানো ফুলের গাছের কথা বলতে গেলে নীল ঘণ্টা ফুল সবচেয়ে বেশি দেখা যায়। এর বৈজ্ঞানিক নাম হল Thunbergia Erecta ! এই ফুলটা সাধারণত গাড়ো নীল কালার সহ বেগুনি রঙের হয়ে থাকে। সবার পছন্দের তালিকায় থাকে এই ফুলটি।
রোদ ছাড়া ফুল গাছ
আপনাদের বারান্দায় রোদ কম প্রবেশ করে থাকে তাহলে আপনারা আপনাদের বারান্দায় । যে ফুলের গাছগুলো লাগাতে পারেন সেই ফুলের গাছগুলোর তালিকা নিচে প্রকাশ করলাম। গোলাপ ফুল, অর্কিড ফুল, বেলি ও টগর ফুল, অপরাজিতা ফুল, জুঁই ফুল, দোলনচাঁপা ফুলের গাছ সহ আপনারা আরও বেশ কিছু গাছ লাগাতে পারেন। এছাড়াও যেখানে রোড কম পড়ে আপনারা সেখানে চাইলে পাতাবাহার এর গাছ লাগাতে পারেন, এই পাতাবাহারগাছ অল্প আলোতে হয়ে থাকে।
১২ মাসি ফুল গাছের ছবি ডাউনলোড
আমরা এই মুহূর্তে আপনাদের জন্য বারোমাসি ফুল গাছের ছবিগুলো তুলে ধরার চেষ্টা করব। আপনারা সেই ফুল গুলো দেখে চিন্তাভাবনা করে আপনাদের ছাদ বাগানের জন্য অথবা আপনাদের বাড়ির জমির জন্য এই ফুল গাছগুলো পছন্দ করতে পারেন। আমরা আমাদের আর্টিকেল এর মাধ্যমে আপনাদের জানানোর চেষ্টা করেছি ১২ মাসি ফুল গাছ কোনগুলো।