চোখ ও হাসি নিয়ে কবিতা

চোখ ও হাসি নিয়ে অনেকগুলো কবিতা আমাদের কাছে রয়েছে। আপনি যদি মনে করেন যে সকল কবিতাগুলো আপনি আপনার নিজের সংগ্রহে রাখবেন তাহলে সেটা করতে পারেন। তবে সেটা করতে হলে আপনাদেরকে নিচের যে সকল কবিতাগুলো আপনি দেখছেন এই সকল কবিতাগুলো আপনাকে পড়তে হবে। আপনাকে এসব কবিতা গুলো সংগ্রহে রাখতে হবে। সংগ্রহে রাখতে হলে সংগ্রহ করে আপনি আপনার সংগ্রহশালা রেখে দেন।

অনেকেই এসব কবিতা গুলো চাই কিন্তু কোন ওয়েবসাইটে এই সকল কবিতা গুলো পাওয়া যায় না। শুধুমাত্র আমাদের ওয়েবসাইটেই বর্তমানে কবিতা গুলো আপনি পাবেন। আপনি যদি এটা ভেবে থাকেন যে অন্য ওয়েবসাইটে হয়তো কবিতা গুলো পাওয়া যাবে তাহলে আপনার এটি সম্পূর্ণ ভুল ধারণা। কেননা অন্য কোন ওয়েবসাইটে এ ধরনের কোন কবিতা আপনি খুঁজে পাবেন না। যে সকল কবিতা গুলো অনেক বেশি প্রচলিত বা অনেকেই এই সকল কবিতা গুলো জানেন পড়েন বা পড়ছেন।

আর তাই এই সকল কবিতাগুলো সবগুলো এক জায়গায় পেতে হলে এই প্রবন্ধটি আপনাকে পড়তে হবে। নিচে হয়তো আপনারা বেশ কিছু কবিতা দেখতে পাবেন। এই সকল কবিতাগুলো বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করা হয়েছে। বিভিন্ন জায়গা থেকে কবিতা গুলো সংগ্রহ করে আপনারা এক জায়গায় পাচ্ছেন। শুধুমাত্র আমাদের কাছেই আপনি এসবের কবিতা গুলো এক জায়গায় পাবেন। অন্য কোন জায়গায় আপনি কবিতা গুলো এত সুন্দর এবং সাবলীল ভাবে খুঁজে পাবেন না।

মায়াবী চোখ

তোর মায়াবী চোখে শুধু
চেয়ে যেন আমি থাকবো।
তোকে নিয়ে মনে আমি,
প্রেমের স্বপ্ন আঁকবো।
যদি প্রেম না দাও মোরে
দুঃখ কবু দিও না।
আমায় ভালোবেসে প্রিয়া
ভুলে কবু যেও না।
তোর মায়াবী চোখটা দেখে
ভুলে যাই সকল ব্যাধা
তোর চোখেতে পড়লে চোখ
হয়ে যায় সব মনের কথা।
এমন করেই বেসো ভাল
দুঃখ কবুও দিওনা।
আমার ভালোবাসা ছাড়া
অন্য কারো ভালবাসা নিও না।

পুরুষের চোখ

পুরুষের চোখ কবু হয় লালসার,
তাদের চোখে কবু হয় করুনার।
একটু খানি রাগ উঠলে চক্ষু হয় লাল
এটাই হতে পারে কখনো
ডেকে আনতে পারে সর্বনাশের মহাকাল।
পুরুষের রক্ত চক্ষু যোগায় সাহস,
চোখ লাল করে গর্জে উঠে
হয়ে বাঘের মতন।
সব সময় রাগ না করে
ভালবাসাকেউ করিও যতন।

ভেজা চোখ

অশ্রু ভেজা চোখে তোমার বেদনার হাসি
পরের ঘরে থাকবে তুমি মনে নিয়ে খুসি।
অশ্রু ভেজা চোখে তুমি নিলে যে বিদায়
আজও তোমার সাথে কথা বলতে মনে আমার চায়,
সুখে থাক ভাল থাক এটাই চাই আমি
তুমি ছিলে আমার কাছে হীরার চেয়ে দামি।
ভাল থাকিস বন্ধুরে তুই।
অশ্রু ভেজা শিক্ত চোখে তোকেই যেন ছুই
ভালবেসে যাব আমি সারাজীবন ভর।
স্বপ্নে তোকে পাই যে রোজ করেনা কেউ পর
অশ্রু ভেজা চোখে তুমি বেদনার ছবি
তোমায় ভালবেসে আজ হয়ে গেলাম কবি।

চোখ বন্ধ

নিভে যাবে যখন জীবন প্রদীপ
থাকবে না চোখে আর আলো।
তোমার সবই স্মৃতি হবে,
জীবন প্রদীপ হবে অন্ধকার কালো।
সবাই তুমায় দিবে চির বিদায়
করে সাবাই অনেক কান্না
এই ধরণীতে রবেনা তুমি
তোমার জন্য হবে না আর রান্না।
দুদিন পরেই ভুলে যাবে
তোমার কথা সবাই ওরে।
তুমি না থাকলেও তবু
তোমার স্মৃতি রবে পড়ে।
এমন করেই বন্ধ চোখে
নিভে যাবে আলো
সবার জন্যই দোয়া করি
থাকে যেন সবাই ভাল।

চোখ ও হাসি নিয়ে ছন্দ কবিতা

চোখ ও হাসি নিয়ে বেশ কিছু ছন্দ কবিতা আমাদের কাছে রয়েছে। এ সকল কবিতাগুলো আমরা আমাদের প্রবন্ধের মাধ্যমে আপনাদেরকে দেখিয়েছি। এ সকল কবিতাগুলো হয়তো আপনারা দেখছেন পছন্দ করছেন। আপনি চাইলে কবিতাগুলো সংগ্রহ করে আপনাদের সংগ্রহশালা রেখে দিতে পারেন। অথবা আপনি চাইলে এসবই কবিতাগুলো কপি করে আপনার যেকোন পছন্দ মতো জায়গায় রেখে দিতে পারেন।

অথবা আপনি আপনার মোবাইল ফোন অথবা ডেস্কটপ কম্পিউটারে সেভ করে রাখতে পারেন। আপনি যদি মনে করেন এসব কবিতাগুলো কপি করে আপনি আপনার সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করবেন তাহলে সেটাও করতে পারেন। পোস্ট করতে হলে আপনি এই লেখাগুলো কপি করুন। কপি করার পরে আপনি আপনার সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রোফাইলে গিয়ে সেখান থেকে পেস্ট করে যে কোন জায়গায় আপনি উল্লেখ করতে পারবেন। অথবা আপনি আপনার পছন্দের মানুষকে এই সকল কবিতা গুলো পড়ে শুনাতে পারেন।

এছাড়াও যদি আপনার আরো কোন কবিতা আমাদের কাছ থেকে প্রয়োজন হয় আপনি যদি মনে করেন যে আরো কোন কবিতা আমাদের কাছ থেকে সংগ্রহ করবেন তাহলে সেটাও করতে পারেন। সেটা করতে হলে নিজেকে কমেন্ট বক্সে কমেন্ট করে আপনারা আপনাদের মন্তব্যগুলো আমাদেরকে জানান। পরবর্তীতে যেকোনো সময় আমরা আমাদের কার্যক্রম সম্পন্ন হয়ে গেলে আপনাদের সাথে যোগাযোগ করে কবিতা গুলো আপনাদের কাছে পৌঁছে দিব।

Leave a Comment