শিউলি ফুল নিয়ে কবিতা

বাংলাদেশে এমন কোন ব্যক্তি নেই যে শিউলি ফুল পছন্দ করে না। ছোট বড় সকলেরই শিউলি ফুল অনেক পছন্দের। বিশেষ করে গ্রাম এর ছোট ছেলে থেকে শুরু করে বড় মেয়েদের অনেক পছন্দের এই শিউলি ফুল। আপনারা যারা শিউলি ফুল অনেক বেশি ভালোবেসে থাকেন তারা বিভিন্ন সময় অনলাইনে এসে শিউলি ফুল নিয়ে কবিতা, শিউলি ফুল নিয়ে ক্যাপশন, শিউলি ফুল নিয়ে উক্তিগুলো খুজে থাকেন! আমরা আমাদের আর্টিকেলে আর শিউলি ফুল নিয়ে আপনাদের বেশ কিছু তথ্য, সেই সাথে বেশ কিছু উক্তি প্রকাশ করব আশা করি আজকে আর্টিকেলটি আপনাদের ভালো লাগবে!

গ্রামের ছোট মেয়েরা, এই শিউলি ফুল দিয়ে বিভিন্ন রকমের মালা বানিয়ে থাকে। সৌন্দর্য বৃদ্ধি করতে শিউলি ফুলের অনেক বেশি জনপ্রিয়তা রয়েছে। আমাদের এই পৃথিবীতে অনেক ধরনের ফুল রয়েছে এর মধ্যে উল্লেখযোগ্য যে ফুলগুলো বেশি বাংলাদেশে জনপ্রিয় সেই ফুলের নাম গুলো হল। গোলাপ, শাপলা, জুই, বেলি, শিউলি ফুল, সূর্যমুখী ফুল, গাঁদা ফুল সহ আরো অনেক ফুল রয়েছে যে ফুলগুলো বাংলাদেশের বেশ জনপ্রিয় বিশেষ করে মেয়েদের কাছে।

এক একজনের একক রকমের চিন্তাভাবনা তেমনি একেকজনের একক রকমের পছন্দ। কেউ গোলাপ ফুল পছন্দ করে কেউবা শিউলি। শিউলি ফুল আকারে ছোট এবং রং সাদা। এই ফুলে নিজস্ব রূপ ও গন্ধ রয়েছে। এই ফুলে ঘ্রাণ অনেক ভালো যা অনেকের কাছেই পছন্দের।

যারা সুন্দর মুহূর্ত গুলো উপভোগ করার জন্য ফুল পছন্দ করে। এর মাঝে অনেকেই শিউলি ফুল পছন্দ করে। সুন্দর মুহূর্তগুলো উপভোগ করার পাশাপাশি এ নিয়ে অনেকেই ফেসবুকে স্ট্যাটাস দিতে চায়, যা আমরা এই পোস্টে তুলে ধরেছি। আশা করা যায় আপনাদের কাছে ভালো লাগবে। আমরা আমাদের আজকে রাতে গেলে শিউলি ফুল নিয়ে উক্তি ক্যাপশন এগুলো তুলে ধরব। আশা করা যায় এগুলো আপনাদের অনেক ভালো লাগবে।

শিউলি ফুল নিয়ে উক্তি

বাংলাদেশের অনেক ধরনের ফুল রয়েছে এর মধ্যে শিউলি ফুল অন্যতম। শিউলি ফুল অনেকেই অনেক পছন্দ করে থাকে তার কারণে বিভিন্ন সময় শিউলি ফুল নিয়ে ছবি তুলে তারা বিভিন্ন রকম উক্তি সোশ্যাল মিডিয়া সহ বিভিন্ন জায়গায় প্রকাশ করে থাকে। আমরা এই মুহূর্তে শিউলি ফুল নিয়ে বেশ কিছু উক্তি আপনাদের সামনে তুলে ধরবো যেই উক্তি গুলোর মধ্যে বাছাই করে আপনার পছন্দ অনুযায়ী আপনি উক্তিগুলো বেছে নিতে পারেন। চলুন দেখে নেয়া যাক শিউলি ফুল নিয়ে উক্তিগুলো:

শিউলি ফুল নিয়ে ক্যাপশন

আপনারা অনেকেই আছেন যারা শিউলি ফুল নিয়ে ক্যাপশন গুলো খুঁজে থাকেন। আমরা এই মুহূর্তে আমাদের আর্টিকেলে শিউলি ফুল নিয়ে বেশ কিছু ক্যাপশন আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। আশা করি এই ক্যাপশন গুলো আপনারা অনেক বেশি পছন্দ হবে। এই ক্যাপশন গুলো সংগ্রহ করে আপনারা আপনার নোট প্যাডে রেখে দিতে পারেন। আমরা এই মুহূর্তে বাসায় কি বেশ কিছু শিউলি ফুল নিয়ে ক্যাপশন আপনাদের সামনে চুল ধরছি আশা করি এই ক্যাপশন গুলো আপনাদের অনেক বেশি পছন্দ হবে। চলুন দেখে নেয়া যাক শিউলি ফুল নিয়ে ক্যাপশন যেগুলো আপনারা চাইলে আপনার সোশ্যাল মিডিয়া ব্যবহার করতে পারবেন।

শিউলি ফুল নিয়ে কবিতা

আমাদের মধ্যে অনেকে আছে যারা কবিতা আবৃত্তি করতে অনেক বেশি পছন্দ করে। অনেকেই আছে শিউলি ফুলের ছবি বা ভিডিও করে সেগুলো সোশ্যাল মিডিয়া প্রকাশ করে থাকে। সেই শিউলি ফুলের ছবি বা ভিডিও সাথে অনেকেই কবিতা আবৃত্তি করে আপলোড করতে চাই। আপনারা চাইলে আমাদের আর্টিকেল কেউ এই মুহূর্তের শিউলি ফুলের বেশ কিছু কবিতা আমরা প্রকাশ করব। আপনারা চাইলে এই কবিতাগুলো আমি কি করে আপনার সোশ্যাল মিডিয়া সহ বিভিন্ন জায়গায় প্রকাশ করতে পারেন।

    • শিশির ভেজা ফুল ঝরছে দেখো
      ওই শিউলি গাছের তলে
      বল কে কে যাবি সেই ফুল কুঁড়োতে
      চলে আয় ছুটে দলবলে
      থলে ভরে ফুল কুঁড়োবো
      গাঁথবো গলার মালা
      রাখব গুঁজে চুলের খোঁপায়
      বাঁধবো হাতের বালা।
      শিউলি ফুলের গয়না যে হবে
      সুগন্ধে মাতাল করা
      সেই লোভেই কাল ফুল কুঁড়োবে
      আজকে আসেনি যারা।
    • ভোরের টুপ্ টাপ্ করে ঝরা শিউলি বলে,
      ঐ যে শোনা যায় মায়ের পদধ্বনি।
      কাশফুল হাতে শিউলির মিষ্টি গন্ধ মেখে,
      বছর পরে আবার আসছে মা দুগ্গাজননী।
    • মহামায়ার আগমনে
      শুভ্র সাদা মেঘ আঁকছে আলপনা,
      রজনীর ওই শিউলি গুলো
      শারদের তালে যেন ঝরছে আনমনা ৷
    • রাতের শিউলি ঝরে ভোরে
      পড়ে থাকে ওই ভূমিতলে,
      শিউলি বিছানো এই পথই যেন
      মায়ের আগমনের কথা বলে ।
    • শিউলি ফুলের ম্রিয়মান গন্ধ
      কাশ ফুলে হল শুভ্র পাহাড়
      পদ্ম ভাসছে দীঘির জলে
      শরতের আকাশে জুড়ে ওই যে দেখো মেঘের বাহার।
  • শিউলি ফুলের গন্ধে ছিল মিষ্টি মোদের শৈশব
    স্মৃতির বৃষ্টি গাইছে দেখো ইমন কিংবা ভৈরব
    শুকনো পাতায় চলছে দেখো কার যেন পায়ের ছন্দ
    অমানবিক এই সমাজে আবার সমাজ বিধির দ্বন্দ্ব।
    তাই জং লাগা ওই প্রেমের দুয়ার আজ হয়েছে বন্ধ এই দূষিত বাতাসে ভাসেনা যে আর শুভ্র শিউলি ফুলের গন্ধ
  • শিউলি ফুলের মালা দোলে শারদ রাতের বুকে ঐ / এমন রাতে একলা জাগি সাথে জাগার সাথি কই…’।
  •  
    • আমরা বেঁধেছি কাশের গুচ্ছ,
      আমরা গেঁথেছি শেফালিমালা
      নবীন ধানের মঞ্জরী দিয়ে
      সাজিয়ে এনেছি ডালা’।
    • শিউলি মানেই গেরুয়ার চারিধারে শুভ্র খাম
      শিউলি ফুল মানেই শুদ্ধতার আরেক নাম
      শিউলি ফুল ঝরে, গভীর রাতের পরে
      শিউলি সুবাস আসে শিশির মাখা ভোরে
    • শিউলি তলায় ভোর বেলা
      কুসুম কুড়ায় পল্লী-বালা
      শেফালি পুলকে ঝরে পড়ে মুখে
      খোঁপাতে চিবুকে আবেশে-উতলা
      খোঁপাতে চিবুকে আবেশে-উতলা।
    • শিউলি ফুল, শিউলি ফুল,
      কেমন ভুল, এমন ভুল॥
      রাতের বায় কোন্‌ মায়ায়
      আনিল হায় বনছায়ায়,
      ভোরবেলায় বারে বারেই  
      ফিরিবারে হলি ব্যাকুল॥
      কেন রে তুই উন্মনা!
      নয়নে তোর হিমকণা।
      কোন্‌ ভাষায়   চাস বিদায়,
      গন্ধ তোর কী জানায়–
      সঙ্গে হায় পলে পলেই
      দলে দলে যায় বকুল॥
    • শরৎকালের এই হিমেল হাওয়া
      আনমনে তাই হারিয়ে যাওয়া,
      কাশফুল গাঁথা সেই ঢাকের তালে
      শিউলি দোলছে ডালে-ডালে।
    • শিউলির ডালে কুঁড়ি ভরে এলো
      টগর ফুটিল মেলা
      মালতীলতায় খোঁজ নিয়ে যায়
      মৌমাছি দুই বেলা।

আমরা আমাদের আর্টিকেলে আজ শিউলি ফুল নিয়ে আপনাদের বিস্তারিত জানানোর চেষ্টা করেছি। সেই সাথে এই আর্টিকেলে আমরা শিউলি ফুল নিয়ে উক্তি, শিউলি ফুলের ছবি, শিউলি ফুল নিয়ে কবিতা, গুলো আপনাদের সামনে প্রকাশ করার চেষ্টা করেছি। আশা করি আজকের আর্টিকেলটি আপনাদের ভালো লেগেছে।

Leave a Comment