আমরা মানুষ হিসেবে আমাদের জীবনের দুঃখ কষ্ট সমস্যা লেগে থাকে। আমাদের জীবনে যত দুঃখ কষ্ট আসুক না কেন সৃষ্টিকর্তার ওপর থেকে আমাদের ভরসা হারালে চলবে না। সৃষ্টিকর্তার ওপর আমাদের অবশ্যই ভরসা রাখতে হবে। বেশ কিছু দোয়া ও আমল রয়েছে যে দোয়া ও আমল গুলোর মাধ্যমে আমরা আমাদের নিত্য দিনের সমস্যা থেকে মুক্তি লাভ করতে পারি। আমরা আমাদের আর টি আর্টিক্যালের সমস্যা থেকে মুক্তির দোয়া গুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। আশা করি এই দোয়াগুলো করার মাধ্যমে আল্লাহ তাআলা চাইলে আপনাদের জীবন থেকে দুঃখ কষ্ট গুলো কমে যাবে।
আমরা আমাদের আরেকটা যে কথাগুলো বলছি এই কথাগুলো আমাদের মনের সাজানো কথা না। এই কথাগুলো হাদিস, ও নবী রাসূলগণদের কথা অনুযায়ী আমি কথা বলার চেষ্টা করছি। আপনারা অনেকেই আছেন যারা বিভিন্ন সময় বিভিন্ন রকম সমস্যার ভুলে থাকেন আপনাদের এই সকল সমস্যা দূর করতে হলে অবশ্যই আপনাদের সচেতন থাকতে হবে আল্লাহর এবাদত করার পাশাপাশি সব সময় মানুষের উপকারে আসে এ ধরনের কাজগুলো করার চেষ্টা করবেন।
তাই বিপদে পড়লে আমরা যারা মুসলিম রয়েছি তাদের হতাশ হওয়ার কিছু নেই। আপনারা যারা অনেক বেশি হতাশ হয়ে পড়েন। তারা চেষ্টা করবেন সবসময়ই নিজেকে আল্লাহ তাআলার উপর ভরসা রাখার। আল্লাহতালার উপর ভরসা রাখার মাধ্যমে আপনি জীবনে ভালো কিছু অর্জন করতে পারবেন। সব সময় সৃষ্টিকর্তার ওপর বিশ্বাস রাখবেন ইনশাল্লাহ তিনি আমাদের সকল ধরনের বিপদ আপদ থেকে রক্ষা করবেন।
একটি কথা মনে রাখবেন মানুষের জীবনে কখন বিপদ আসে কেউ বলতে পারে না। আমরা যে মুহূর্তে বিপদে পড়ি না কেন আমাদের সে সময় আল্লাহ তাআলার ওপর ভরসা রাখতে হবে। আল্লাহর থেকে আমাদের সাহায্য চাইতে হবে সব সময় তাহলে আল্লাহ তাআলা আমাদের সকল ধরনের বিপদ আপদ থেকে রক্ষা করবে।
আমাদের জীবনে কম বেশি সকালে বিপদ আসে আমরা সেই সময় অনেক বেশি ভেঙে পরি ভেঙে পড়া যাবে না ভেঙে পড়লে আমরা, আমাদের বিপদ আপদ থেকে রক্ষা পেতে অনেক কষ্ট হয়ে যায় তাই চেষ্টা করতে হবে। আল্লাহর উপর ভরসা রাখা। আমরা আমাদের আর্টিকেলের এই মুহূর্তে আপনাদের বিপদ আপদ ও সমস্যা থেকে রক্ষা পেতে আল্লাহর কাছে কোন দোয়াগুলো পড়তে পারি সেগুলো আপনাদের সামনে তুলে ধরব। চলুন তাহলে দেখে নেয়া যাক কোন দোয়াগুলো আমাদের পড়া উচিত যে কোন সমস্যায় পড়লে।
বিপদ থেকে মুক্তির দোয়া
اللهم إني أسألك العافية في ديني ودنياي وأهلي ومالي، اللهم استر عوراتي وآمن روعاتي واحفظني من بين يدي ومن خلفي وعن يميني وعن شمالي ومن فوقي، وأعوذ بعظمتك أن أغتال من تحتي
উচ্চারণ : আল্লাহুম্মা ইন্নি আসআলুকাল আফিয়াতা ফি দ্বীনি ওয়া দুনইয়া-য়া, ওয়া আহলি ওয়ামালি; আল্লাহুম্মাসতুর আওরাতি, ওয়ামিন রাওআতি; আল্লাহুম্মাহফাজনি মিন বাইনি ইয়াদাইয়া ওয়া মিন খালফি, ওয়ান ইয়ামিনি ওয়ান শিমালি ওয়া মিন ফাওকি; ওয়া আউজুবিকা বিআজমাতিকা আন আগতালা মিন তাহতি।
অর্থ : হে আল্লাহ! আমি আপনার কাছে আমার দ্বীন-দুনিয়া, পরিবার ও ধন-সম্পদের নিরাপত্তা কামনা করছি। হে আল্লাহ! আমার দোষ-ত্রুটি গোপন রাখুন, আমার সৌন্দর্যগুলো নিরাপদ রাখুন। হে আল্লাহ আমাকে আমার সামনে-পেছনে, আমার ডানে-বামে ও ওপরের দিক থেকে রক্ষা করুন। আমি আপনার কাছে আপনার মহত্ত্বের অসিলায়— আমার নিচ দিকে গুম হয়ে যাওয়া থেকে আশ্রয় প্রার্থনা করছি। (নাসায়ি, হাদিস : ৫৫৩০; আবু দাউদ, হাদিস : ৫০৭৪; ইবনু মাজাহ, হাদিস : ৩৮৭১)
আমরা আমাদের আর্টিকেলের মাধ্যমে আপনাদের জানানোর চেষ্টা করেছি বিপদ-আপদে পড়লে। বা বিভিন্ন সমস্যায় আপনি যদি কেউ জড়িত থাকেন তাহলে আপনি কোন দোয়াগুলো পড়বেন। তাহলে আল্লাহর কাছে আপনাকে ক্ষমা প্রার্থনা করতে হবে রক্ষা পাওয়ার জন্য উপরে যে দোয়াটি দিয়েছি সে দোয়াটি পড়ে আপনারা আল্লাহতালার কাছ থেকে সাহায্য সহযোগিতা পেয়ে যাবেন ইনশাল্লাহ। বিপদে পড়লে কখনো ভেঙে পড়া যাবে না মনে করতে হবে আল্লাহ তা’আলা আমাদের পরীক্ষা নিচ্ছে তাই যত বিপদ আসুক না কেন আমরা ভেঙ্গে পরবো না ইনশাআল্লাহ।