টয়লেট থেকে বের হওয়ার দোয়া

আমরা মুসলমান হিসেবে ইসলাম একটি অত্যন্ত সুন্দর জীবন ব্যবস্থা হওয়ার কারণে এখানে বিভিন্ন ধরনের নিয়ম রয়েছে এবং এ সকল নিয়ম মেনে চলাটাই সুন্নত। তাই টয়লেটে প্রবেশ করার ক্ষেত্রে যেমন দোয়া রয়েছে তেমনি ভাবে টয়লেট থেকে বের হওয়ারও কিন্তু দোয়া রয়েছে। আপনারা যারা টয়লেট থেকে বের হওয়ার দোয়া কি পড়তে হয় তা জানতে চান তাদের এখানে আরবি এবং বাংলাতে তা প্রদান করার পাশাপাশি এটার বাংলা অর্থ কি দাঁড়াই সেটাও জানিয়ে দিচ্ছি।

আমরা যেহেতু শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাই সাল্লাম এর উম্মত এবং ইসলাম একটি পরিপূর্ণ জীবন ব্যবস্থা বলে তিনি ঘোষণা করেছেন সেহেতু আমরা অবশ্যই এই পরিপূর্ণ জীবন ব্যবস্থা মেনে চলার চেষ্টা করব। জীবনে চলতে ফিরতে যেমন মহান আল্লাহ পাকের নির্দেশনা আমরা প্রত্যেকটি কাজ করতে পারছি অথবা উনি যেহেতু আমাদের সাহায্য করছেন সেহেতু আমরা প্রত্যেকটি ধাপ দিতে পারছি। তাই জীবনের প্রতিটি ক্ষেত্রে মহান সৃষ্টিকর্তার সাহায্যে প্রার্থনা করা উচিত।

তবে আপনারা যারা এ সকল বিষয় থেকে ভুলে যান তারা অবশ্যই কিন্তু সকল দিক থেকে ক্ষতি সম্মুখীন হচ্ছেন। কারণ আপনি যদি পুরুষ হয়ে থাকেন তাহলে টয়লেটে প্রবেশ করার সাথে সাথে দোয়া যদি পাঠ না করেন তাহলে খারাপ জিনদের থেকে লাঞ্চিত হবেন। আর যখনই দোয়া পাঠ করে টয়লেটে প্রবেশ করবেন তখন কিন্তু এ সকল খারাপ কাজ থেকে নিজেকে বিরত রাখতে পারবেন এবং নিজে পাক পবিত্র থাকতে পারবেন। তাই টয়লেটে প্রবেশ করে যেতে আপনি খারাপ শয়তানের পাল্লা থেকে নিজেকে বিরত রাখতে পারেন তেমনি দোয়া পড়ছেন তেমনিভাবে বের হওয়ার সময় ও দোয়া রয়েছে।

সাধারণত টয়লেট চাপলে আমরা টয়লেটে যাই এবং টয়লেটের কারণে অনেকেই কষ্ট ভোগ করে থাকি। যেহেতু টয়লেট করার মধ্য দিয়ে শরীরের বজ্র পদার্থ বের হয়ে যাচ্ছে এবং এর মাধ্যমে আমরা কষ্টের অবস্থা থেকে ভালো অথবা আরাম পর্যায়ে চলে আসতে পারছি সেহেতু এটাও কিন্তু একটা বড় ধরনের কাজ বা নিয়ামত। তাই সেই সময় অবশ্যই আমরা এমনভাবে শোকর গুজার করব এবং এমনভাবে দোয়া আমল করব যেটার মাধ্যমে আল্লাহ পাক আমাদের এ সকল পালিত সুন্নত দ্বারা খুশি হয়ে থাকেন।

টয়লেট থেকে বের হওয়ার দোয়া আরবি

টয়লেট থেকে বের হওয়ার দোয়া আরবিতে এবং বাংলাতে আমরা ওভাবে প্রদান করব যাতে করে আরবি পড়ে নিতে পারেন। আর যারা আরবিতে পড়তে পারেন না তাদের জন্য আমরা বাংলাতে প্রদান করলাম এবং টয়লেট থেকে বের হওয়ার দোয়া হিসেবে আপনারা আরবি ও বাংলা উভয় এখান থেকে পেয়ে যাচ্ছেন। অর্থাৎ আরবি উচ্চারণে পড়ার পাশাপাশি বাংলা উচ্চারণও পড়তে পারবেন এবং এটা আসলে কি অর্থ প্রকাশ করছে সেটা আপনাদের সামনে অর্থসহকারে তুলে ধরছি বলে তা বুঝে নিতে সুবিধা হচ্ছে।

টয়লেট থেকে বের হওয়ার দোয়া বাংলা

টয়লেট থেকে বের হওয়ার সময় দোয়া পাঠ করবেন এবং টয়লেট থাকাকালীন অবস্থায় কোন ধরনের দোয়া বা আমল করবেন না। বিভিন্ন সময়ের দোয়া বা আমল করার নির্দেশনা দেওয়া থাকলেও টয়লেট ব্যবহার করার সময় আমরা কখনো এটা করব না। কারণ টয়লেট একটা না নাপাক স্থান এবং এক্ষেত্রে আপনি যদি খোলা জায়গাতেও এটা করে থাকেন তাহলেও কিন্তু এটা নাপাক কাজের মধ্যে সম্পৃক্ত থাকার কারণে কোন ধরনের ধর্মীয় কাজ করা উচিত নয়।

টয়লেট থেকে বাহির হওয়ার দোয়া

তাই যখন টয়লেট থেকে বাহির হবেন তখন আমাদের ওয়েবসাইটের প্রদান করা এই দোয়া আবার দিতে এবং বাংলাতে পড়ে নিবেন। নিচে আপনাদের জন্য অর্থ সহকারে আরবি ও বাংলাতে টয়লেট থেকে বাহির হওয়ার দোয়া দিয়ে দিলাম-

বাথরুম থেকে বের হয়ে দোয়া আরবি: الْحَمْدُ لِلهِ الَّذِيْ اَذْهَبَ عَنِّيْ الْاَذَى وَعَافَانِيْ

বাথরুম থেকে বের হয়ে দোয়া বাংলা: ‘আলহামদু লিল্লাহিল্লাজি আজহাবা আন্নিল আজা ওয়া আফানি।’ অর্থ: সব প্রশংসা আল্লাহর জন্য, যিনি আমার কাছ থেকে কষ্টদায়ক বস্তু বের করে দিয়েছেন এবং আমাকে নিরাপদ করেছেন। (ইবনে মাজাহ: ২৯৭)

তাহলে উপরের উল্লেখিত দোয়াটি আপনারা আমল করবেন এবং টয়লেটে প্রবেশ করার দোয়া যদি কেউ না জেনে থাকেন তাহলে আমাদের ওয়েবসাইটের কমেন্ট বক্সে একটা কমেন্ট করে যাবেন। তাহলে সেই অনুযায়ী আপনাদের মাঝে আমরা টয়লেট এ প্রবেশ করার দোয়া এবং বের হওয়ার দোয়া সম্পর্কে জানিয়ে দিতে পারবো। দৈনন্দিন জীবনের সকল ছোট ছোট আমল কিন্তু আমাদের অনেক বড় বড় গুনাহ থেকে রক্ষা করতে পারে।

Leave a Comment