টাকা ধার নিয়ে উক্তি

বাস্তবিক জীবনে বিভিন্ন প্রয়োজনে আমরা যদি কাউকে টাকা ধার দেই অথবা কারো থেকে টাকা ধার নেই তাহলে সে প্রসঙ্গে হয়তো পরবর্তীতে আমাদের সম্পর্ক ভালো হতে পারে অথবা টাকা না দেওয়ার কারণে সম্পর্ক খারাপ পর্যায়ে চলে যেতে পারে। তাই টাকা ধার নিয়ে বিভিন্ন ধরনের উক্তি পড়লে আপনারা আসলে টাকা ধার দেওয়ার ক্ষেত্রে কি কি ভূমিকা রাখতে হবে অথবা যিনি টাকা ধার নিবেন তাকে সময়ের মধ্যে পরিশোধ করতে হবে এ বিষয়গুলো কিন্তু বুঝতে হবে। কারণ সঠিক সময়ের মধ্যে আমরা যদি টাকা ধার নিয়ে পরিশোধ না করি অথবা যিনি টাকা পাবেন তিনি যদি হাতে এটা না পান তাহলে খুবই খারাপ একটা বিষয় দাঁড়ায়।

মানুষের ভেতরে আন্তরিকতার সম্পর্ক থেকে একটা সময় প্রয়োজন বোধের জায়গা থেকে দেখা যায় যে টাকা ধারের বিষয়গুলো উঠে আসে। কোন একজন ব্যক্তির সঙ্গে আপনার খুব ভালো সম্পর্ক হয়ে গিয়েছে এবং সেই ব্যক্তির একটু বিপদে আপনার থেকে টাকার সাহায্যে পেলে তার জন্য ভালো হতো এমনটাই প্রকাশ করেছেন। আপনার কাছে যেহেতু টাকা আছে সেহেতু আপনি যদি তাকে টাকা প্রদান করেন তাহলে হয়তো তাকে কোথাও টাকার জন্য লোন করতে হচ্ছে না অথবা অন্য কোন শর্তে তাকে কারো থেকে টাকা ধার নিতে হচ্ছে না।

তাই সৎ মানুষের জায়গা থেকে আপনি যদি তাকে টাকা ধার দেন তাহলে অবশ্যই নির্দিষ্ট সময়সীমা বেঁধে দিবেন যাতে করে সেই সময়ের মধ্যে টাকা প্রদান করতে পারে। কিন্তু সমস্যা হল অন্যখানে যে টাকা ধার দেওয়ার পরে মানুষের সম্পর্ক গুলো অধিকাংশ ক্ষেত্রে নষ্ট হয় এবং কিছু কিছু মানুষের ক্ষেত্রে সম্পর্কটা আর গভীর হয়। কারণ মানুষের পরিষদ করার মানসিকতা যদি ঠিকঠাক না থাকে এবং কথা দিয়ে কথা রাখার যদি মূল্যায়ন না থাকে তাহলে দেখা যাবে যে টাকা ধার দেওয়ার পরে সেই ব্যক্তি নির্দিষ্ট সময়ের মধ্যে টাকা না দিতে পারলে সম্পর্ক খারাপ পর্যায়ে পৌঁছাবে।

তাই টাকা ধার দেওয়া বিষয় অবশ্যই সচেতন ভূমিকা পালন করব এবং টাকা আসলে আমরা কাকে ধার দিচ্ছি এবং সেই মানুষ লেনদেনের থেকে কেমন সেটা আগে জেনে নিয়ে টাকা ধার দিতে হবে। সাধারণত যারা কথা দিয়ে কথা রাখে না অথবা চিটার ধরণের লোক হয়ে থাকে তাদের কথা কিন্তু অনেক মিষ্টি হয়ে থাকে। তাই পরবর্তীতে যাতে সমস্যা না করতে হয় তার জন্য টাকা দেওয়ার ক্ষেত্রে অবশ্যই মানুষ বুঝে টাকা দিন এবং সাক্ষী রাখুন।

টাকা ধার নিয়ে কবিতা

কেউ যদি টাকা ধার নিয়ে কবিতা পড়তে চাই অথবা কোন কবি যদি এ ধরনের কবিতা লিখে থাকে বলে জানতে চান তাহলে অবশ্যই আমরা আপনাদেরকে সেটা জানিয়ে দিচ্ছি বলে জানতে পারছেন। টাকা ধার নিয়ে কবিতা সংক্রান্ত বিষয়গুলো পড়লে দেখা যাবে যে সেটার মাধ্যমে আপনি একটা মানুষের সঙ্গে টাকা ধার দেওয়ার পর কি রকম সম্পর্ক দাঁড়াতে পারে তা বুঝতে পারবেন।

টাকা ধার দিলে কি হয়

টাকা ধার দিলে অধিকাংশ মানুষের বিভিন্ন ধরনের সমস্যা হয় অথবা সেই ব্যক্তি যখন কথা দিয়ে কথা রাখতে না পারে তখন আমাদের ভেতরে সেই ব্যক্তির প্রসঙ্গে একটা নেতিবাচক ধারণা চলে আসে। আবার টাকা ধার দেওয়ার পর সেই ব্যক্তি যদি টাকা না পরিশোধ করতে পারে তাহলে হয়তো মনে মনে ভেবে থাকে যা পারে করে নিক এবং ইচ্ছামত টাকা প্রদান করলেই হবে। এই যে নিম্নমানের মানসিকতা এটাই কিন্তু টাকা ধার দেওয়ার পরে আসল ভাবে বেরিয়ে আসে এবং এটার মাধ্যমে মানুষের প্রকৃত মুখোশ ফুটে ওঠে।

টাকা ধার দেওয়া নিয়ে উক্তি

  1. মেয়েরা লেখাপড়া শিখে যতই উঁচুতে উঠুক , প্রেমের চেয়ে অলংকার উপহার বা টাকা পয়সাই তারা চিনে বেশি। ”
    ———–— আবু জাফর
  2. আমাদের সবচেয়ে বড় অভাব কোনও উদ্যোগ গ্রহণের জন্য টাকা নয়, বরং ধারণাগুলি, যদি ধারণাগুলি ভাল হয় তবে নগদ কোনওভাবে যেখানে এটি প্রয়োজন সেখানে প্রবাহিত হবে।”
    ————————-রবার্ট র. স্চূল
  3. “টাকা হারানোটা খুব সহজ ব্যাপার কিন্তু টাকা উপার্জন করা মারাত্মক কঠিন ব্যাপার।”
    ——————–সিসেরো
  4. অর্থ দিয়ে ঘড়ি কেনা যায়, কিন্তু সময় নয়! অর্থ দিয়ে বই কেনা যায়, কিন্তু বিদ্যা নয়! অর্থ দিয়ে রক্ত কেনা যায়, কিন্তু জীবন নয়! অর্থ দিয়ে সুন্দর মানুষ কেনা যায়, কিন্তু সুন্দর মনের ভালোবাসা নয়।”
    ——————-সংগৃহীত
  5. খালি পকেট কখনো কাউকে পিছনে রাখেনি। শুধুমাত্র ফাঁকা মাথা এবং খালি অন্তর তা করতে পারে।”
    ———————–নরম্যান ভিনসেন্ট পিল
  6. লোকেরা বলে যে টাকা সুখের চাবিকাঠি নয়। তবে আমি সবসময় চিন্তা করি, যদি আপনার কাছে পর্যাপ্ত অর্থ থাকে তবে আপনি একটি চাবি তৈরি করতে পারেন।
    ————————— জোয়ান নদী
  7. টাকা আপনাকে সুখ কিনে দেয় না, কিন্তু অর্থের অভাব অবশ্যই আপনাকে দুঃখ কিনে দেয়।
    —————————-ড্যানিয়েল ক্যাহনেম্যান
  8. যদি আপনি জানতে চান একজন মানুষ আসলে কেমন, তাহলে সে যখন টাকা হারায় তখন সে কেমন আচরণ করে সেদিকে খেয়াল রাখুন।
    ———————————- সিমোন ওয়েইল
  9. “আমি টাকা কামাতে চাই না। আমি শুধু ভালো মানুষ হতে চাই।
    ——————————– মেরিলিন মনরো
  10. কে বলে আমি টাকার মর্ম বুঝি না? ফুরিয়ে গেলেই ঠিক টের পাই।
    ——————————- সৈয়দ মুজতবা আলী
  11. যখন আমার কাছে টাকা থাকতো, তখন সবাই আমাকে ভাই বলে ডাকতো।
    ———————————-পোলিশ প্রবাদ
  12. প্রচুর অর্থ উপার্জন এবং ধনী হওয়ার মধ্যে একটি বিশাল পার্থক্য রয়েছে।
    ———————————–মার্লিন ডিয়েট্রিচ
  13. অভিজ্ঞতার মূল্য দিতে না জানলে, টাকা ভালো কোন কিছু দিতে পারবে না ।
    ————————————- পি.টি. বারনুম
  14. জীবনে সুখী হতে হলে, টাকার প্রয়োজন । এই কথা ঠিক নয় ।
    ————————————-এইচ আর এস
  15. অর্থ রোজগার করতে লাগে মাথা , আর খরচ করতে অন্তর লাগে ।
    ————————————-ফারকুহার
  16. অর্থ যেখানে নাই ভালোবাসা সেখানে দুর্লভ ।
    ———————– স্যার টমাস ব্রাউন
  17. যখন প্রশ্নটা টাকা পয়সার তখন সকলের একই ধর্ম।
    —————————–ভলতেয়ার
  18. পৃথিবীতে ভালো থাকার জন্য টাকার দরকার, আর পরকালে ভালো থাকার জন্য আমল দরকার ।
    —————————এইচ আর এস
  19. জ্ঞানীরা মাথায় টাকা রাখে, হৃদয়ে নয়।
    ———————জোনাথন সুইফট

কাকে টাকা ধার দিচ্ছেন অথবা কিভাবে টাকা ধার দিচ্ছেন অথবা সে মানুষ হিসেবে কেমন এ সকল বিষয়ের উপর নির্ভর করে একজন ব্যক্তিকে টাকা ধার দেওয়া উচিত। বাস্তবিক জীবনে যাদের লেনদেন ভালো তাদের সঙ্গে টাকা ধার দেওয়ার সম্পর্ক গড়ে তোলা যেতেই পারে। কিন্তু টাকা ধার দেওয়ার পর সেই ব্যক্তি অসুবিধা দেখে যদি আপনার টাকা প্রদান না করে অথবা দিনের পর দিন আপনাকে ঘুরিয়ে থাকে তাহলে সেটা খুবই খারাপ এবং লজ্জাজনক বিষয় হবে। ধন্যবাদ।

Leave a Comment