চে গুয়েভারার উক্তি

আপনি কি চে গুয়েভারার সম্পর্কে জানেন? চে গুয়েভারা কে? এটা হয়তো অনেকেই জানেন না। তবে অনেকেই চে গুয়েভারা কে জানেন চেনেন তার জীবন ধারন তার জীবন ব্যবস্থা সবকিছু সম্পর্কেই হয়তো আপনি জানেন। আপনি হয়তো চে গুয়েভারার উক্তিগুলো খুঁজেছেন কিন্তু কোথাও খুঁজে পাননি। আপনাকে বলতে চাই যে আমাদের এই প্রবন্ধের মাধ্যমে কিছু উক্তি উল্লেখ করা হচ্ছে সেগুলো যদি আপনারা দেখেন তাহলে অনেক কিছুই জানতে পারবেন।

চে গুয়েভারার কিভাবে জীবন যাপন করেছে? সকল বিষয়গুলো আমাদের এই প্রবন্ধের মাধ্যমে উল্লেখ করা হচ্ছে। যারা সাধারণ জ্ঞান অর্থাৎ আন্তর্জাতিক সাধারণ জ্ঞান সম্পর্কে জানতে চান তাদের জন্য এই প্রবন্ধ গুলো অনেক বেশি কার্যকরী হবে। আমরা শিক্ষা বিষয়ক অনেক তথ্য প্রতিনিয়ত এই উপস্থাপন করছি। আর আজকেও একইভাবে চে গুয়েভারার এর তথ্য উপস্থাপন করা হচ্ছে যে সকল তথ্যগুলো আপনাদের অনেক বেশি কাজে আসবে। আর এই সকল তথ্যগুলো পেতে হলে আপনাকে অবশ্যই আমাদের প্রবন্ধ গুলো পড়তে হবে।

আমাদের প্রবন্ধ গুলো পড়া ছাড়া আপনি অন্য কোন উপায়ে সকল তথ্য গুলো পাবেন না। অন্য কোন মাধ্যমেও আপনি এই সকল তথ্যগুলো সংগ্রহ করতে পারবেন না। যার জন্য আপনাকে বলছি যে আপনি অবশ্যই প্রবন্ধগুলো মনোযোগ সহকারে পড়ুন। মনোযোগ সহকারে পড়ার মাধ্যমে তথ্যগুলো সবার আগে পেয়ে যান।

১. জয় নিশ্চিত না হওয়ার আগ পর্যন্ত লড়াই করে যাও।

২. চুড়ান্ত বিজয় অর্জিত হওয়ার পূর্ব পর্যন্ত লড়াই, সবসময়।

৩. বিপ্লবী হতে চাও? বিল্পবের প্রথম শর্ত, শিক্ষিত হও।

৪. যখনি তুমি অন্যায়-অবিচারের বিরুদ্ধে জ্বলে ওঠো, তখনি তুমি আমার একজন সহ-যোদ্ধা।

৫. নতজানু হয়ে সারা জীবন বাচার চেয়ে আমি এখনই মৃত্যুর জন্য প্রস্তুত।

৬. এবং কিছু ব্যাপার পরিষ্কার, আমরা চমৎকারভাবে শিখেছি একজন সাধারণ মানুষের জীবন পৃথিবীর সবচেয়ে ধনী ব্যক্তির সম্পদের চেয়েও লক্ষগুণ বেশি দামী।

৭. আমি কোনো মুক্তিযোদ্ধা নই, মুক্তিযোদ্ধা বাস্তবে কখনো হয় না যতক্ষণ মানুষ নিজে মুক্তিকামী হয়।

৮. বাস্তববাদী হও,’অসম্ভব’কে দাবী কর।

৯. জঘন্য বিপদ জানার পরেও আমায় বিল্পবের রহস্য বলতে দাও, বিপ্লব সবসময়ই গভীর আবেগ আর ভালোবাসা দ্বারা পরিচালিত হয়, সত্যিকার আবেগ আর ভালোবাসা ছাড়া বিপ্লব অসম্ভব।

১০. সবাই প্রত্যেকদিন চুলে চিরুনি চালায় যাতে চুল সুন্দর পরিপাটি থাকে, কেউ কেনো হৃদয় সুন্দর পরিপাটি রাখে না?

১১. আমরা কিসের জন্য বাঁচব সেটা আমরা নিশ্চিত হতে পারি না যতক্ষণ না আমরা তার জন্য মরতে প্রস্তুত থাকি।

১২. মনুষ্য জাতির অভ্যুত্থান বিপ্লবের মাধ্যমে, শুধু ব্যক্তি পর্যায়ে সময়ের আবর্তে বিপ্লবের শক্তি ক্ষয়ে যায়।

১৩. সর্বোপরি, একজন বিপ্লবীকে সবসময় দৃঢ়ভাবে বিশ্বের যেকোন প্রান্তে সংঘটিত যে কোনো অন্যায়-অবিচারের বিরুদ্ধে রুখে দাড়াতে হবে।

১৪. শিক্ষা ব্যবস্থা তৃনমূল পর্যায়ে নিয়ে যেতে হবে, যেখানে গরীব থেকে ধনী একই শিক্ষায় শিক্ষিত হবে, এমন নয় যাদের টাকা আছে শুধু তারাই শিক্ষিত হবে।

১৫. আমি জানি তুমি আমাকে হত্যা করতে এসেছো, গুলি করো কাপুরুষ, তুমি শুধু একজন মানুষকেই হত্যা করবে (তার বিপ্লবী চেতনাকে নয়)।

১৬. নীরবতা একধরনের যুক্তি যা গভীর তথ্য বহন করে।

১৭. নিষ্ঠুর নেতাদের পতন এবং প্রতিস্থাপন চাইলে নতুন নেতৃত্বকেই নিষ্ঠুর হতে হবে।

১৮. বিপ্লব তো আর গাছে ধরা আপেল নয় যে পাকবে আর পড়বে, বিপ্লব অর্জন করতে হয়।

১৯. হয়তো দশবার টসে একবার মাত্র আমি জিতেছি, কিন্তু তাতে আমার দুঃখ নেই। আমার মুখ তো তাই বলেছে- যা আমার চোখ দেখেছে।

২০. বুলেট ব্যতীত বিপ্লব হয় না।

চে গুয়েভারা কে

“এর্নেস্তো চে গেভারা” চে গুয়েভারার জন্ম আর্জেন্টিনার রোজারিও শহরে। ১৯২৮ সালের ১৪ জুন তারিখে তিনি জন্মগ্রহণ করেন। তিনি মৃত্যুবরণ করেছেন বলিভিয়ায় ১৯ ৬৭ সালের ৯ অক্টোবর ৩৯ বছর বয়সে। তার বিপ্লবী জীবন সম্পর্কে অনেকেই জানতে চান। অনেকেই তার বিপ্লবী জীবন সম্পর্কে জানার চেষ্টা করেছেন।

১৯২৮ সালের ১৪ জুন জন্মের পরে তিনি ১২ বছর বয়সে দাবা খেলা শেখেন। তার বাবার কাছে স্থানীয় প্রতিযোগিতায় অংশ নিতে শুরু করেন। বয় সন্ধি থেকে শুরু করে সারাটি জীবন তিনি কবিতার প্রতি আসক্ত ছিলেন। বিশেষ করে পাবলো, নেরুদা, জন কিটস, আন্তোনিও, মারকাদো এদের কবিতা তিনি পড়তেন। বিপ্লবের পরিকল্পনায় কাজের প্রথম পদক্ষেপ ছিল মেক্সিকো হতে কিউবায় আক্রমণ চালানো।

১৯৫৬ সালের ২৫ শে নভেম্বর তারা কিউবার উদ্দেশ্যে যাত্রা শুরু করে। পৌঁছানোর সাথে সাথেই বাতিস্তার সেনাবাহিনী করত আক্রমণ হন। তারা ৮২ জন সহকারী মারা যান এবং কারাবন্দী হয়ে মাত্র ২২ জন যাত্রায় বেঁচে যান। আর সেই ২২ জনই তারা তাদের বিপ্লবী ও কর্মকাণ্ড চালাতে থাকেন।

চে গুয়েভারার কথা বলতে গেলে হয়তো কথা শেষ হবে না। তার তথ্য বিভিন্ন মাধ্যমে পাওয়া যায়। তিনি একজন বিশ্বনেতা তাকে নিয়ে বর্তমানে অনেক গবেষণা চলছে। অনেক বড় বড় বিশ্ববিদ্যালয়ে তাকে নিয়ে এখন গবেষণা করা হয়। আপনারা যদি আরো কোন তথ্য জানতে চান তাহলে আমাদের আরো অনেকগুলো প্রবন্ধ রয়েছে সেখান থেকে আপনারা আরো তথ্য জানতে পারবেন।

Leave a Comment