এখন ফেসবুক এবং বিভিন্ন অনলাইন প্লাটফর্ম এর মাধ্যমে আমরা আমাদের আশেপাশে ঘটে যাওয়া যেকোনো অপকর্মর বিরুদ্ধে খুব সহজে প্রতিবাদ গড়ে তুলতে পারি। তেমনি আমরা যদি সোশ্যাল মিডিয়াতে দুর্নীতির বিরুদ্ধে প্রতিনিয়ত বিভিন্ন পোস্ট শেয়ার করার মাধ্যমে গণ সচেতনতা গড়ে তুলি তাহলে হয়তো দুর্নীতি থেকে মুক্তি পাওয়া সম্ভব। আমরা সবাই এখন সোশ্যাল মিডিয়া ইউজার। তাই আমরা আমাদের অভিজ্ঞতা এবং আমাদের মতামত প্রকাশ করার জন্য ওয়ার্ল্ড ওয়াইড ভাবে একটা প্লাটফর্ম পেয়ে থাকি। আমরা আমাদের মতামত এবং আমাদের প্রত্যাশাগুলো সবার কাছে পৌঁছে দেওয়ার জন্য খুব সহজে এই অনলাইন প্লাটফর্মের সাহায্য নিতে পারি।
আমরা যারা প্রতিনিয়ত বিভিন্ন বিষয়ের উপর লিখতে পছন্দ করি এবং বিভিন্ন বিষয়ের উপর নিজেদের মতামত পেশান করে থাকি, তারা এই দুর্নীতি সম্পর্কে সামান্য কিছু কথা লিখে ,কিন্তু একটি দেশের জনগণের অনেক বড় উপকার করতে পারে। দুর্নীতির চরম পর্যায়ে এবং এর ফলাফল সম্পর্কে গণসচেতনতা গড়ে তুললে আমরা এর ক্ষতিকারক প্রভাব থেকে মুক্তি পেতে পারি। এবং দুর্নীতিকে চিরতর মুছে দিতে গণ সচেতনতা এবং জনবল সবচাইতে বেশি প্রয়োজন।
দুর্নীতির সহজলভ্য সংজ্ঞা
যা নীতির বাইরে তাই দুর্নীতি। যেটা ন্যায্য নয় অথবা যেই কাজ করার ফলে কারো অধিকার ক্ষুন্ন হবে বা যার দ্বারা সাধারন জনগণ ক্ষতিগ্রস্ত হবে সেটা দুর্নীতির অন্তগত। ন্যায্যভাবে কোন কাজ যখন সম্পূর্ণ না হয় তখন অসৎ পথকে অবলম্বন করাই হলো দুর্নীতি। বিশেষ করে যারা বড় বড় ক্ষমতাশীল ব্যক্তি এবং যারা বড় বড় প্রতিষ্ঠানে কর্মরত রয়েছে তাদের ধারায় প্রতিনিয়ত দুর্নীতি সংগঠিত হচ্ছে।দুর্নীতি হল একধরনের অসততা বা ফৌজদারি অপরাধ যা একজন ব্যক্তি বা সংস্থার দ্বারা করা হয় যাকে কর্তৃত্বের পদে অর্পিত করা হয়, অবৈধ সুবিধা অর্জন বা নিজের ব্যক্তিগত লাভের জন্য ক্ষমতার অপব্যবহার করার জন্য।সরকারি অধিদপ্তর গুলোতে সরকারি আমলাতন্ত্রের দ্বারা প্রতিনিয়ত দুর্নীতির পরিমাণ বেড়েই চলেছে।
আজকে আমরা দুর্নীতি সম্পর্কে কিছু উক্তি আপনাদের সাথে শেয়ার করব। আমাদের লেখা এই উক্তিগুলো আপনি আপনার সোশ্যাল মিডিয়াতে পোস্ট করে এবং বন্ধু-বান্ধবদের মাঝে শেয়ার করে দুর্নীতির বিরুদ্ধে চরম প্রতিবাদ গড়ে তুলতে পারবেন।
তাহলে চলুন দুর্নীতি সম্পর্কে কিছু উক্তি দেখে নেওয়া যাক
১// দেশের দরিদ্রের হার দিন দিন বেড়ে চলেছে, সাধারণ মানুষদের অধিকার গ্রাস করে যারা কোটিপতি হচ্ছে তাদের বিরুদ্ধে চরম প্রতিবাদ গড়ে তুলুন।দেশের সম্পদ যারা দুর্নীতির মাধ্যমে নিজেদের নামে আত্মসাৎ করছে তাদের পশুর সঙ্গে তুলনা করা কোন অপরাধ নয়।দুর্নীতিকে না বলুন। সাধারণ মানুষের ন্যায্য অধিকার নিশ্চিত করতে যথাযথভাবে নিজের আওয়াজ তুলতে হবে।দুর্নীতিকে প্রশ্রয় দিলে চলবে না।আমরা দুর্নীতি মুক্ত রাষ্ট্রে বসবাস করতে চাই।দুর্নীতিকে দমন করতে আমাদের প্রতিবাদ যথেষ্ট।
২// একজন দেশের নাগরিকের মৌলিক অধিকারের মধ্যে পরে যে ,সে যেন ন্যায্য বিচার পায়।কিন্তু সর্বস্তরে দুর্নীতির কালো ছায়া যেন সাধারণ মানুষদের জন্য কাল হয়ে দাঁড়িয়েছে।যোগ্য প্রার্থীরা নিজেদের অধিকার পাচ্ছে না। সাধারণ জনগণ তাদের অধিকার অর্থাৎ তাদের প্রাপ্য থেকে বঞ্চিত হচ্ছে। দুর্নীতিকে বেশি দিন সহ্য করবে না সাধারণ জনগণ। সর্বস্তরের স্বচ্ছতার সঙ্গে সুবিচারের প্রত্যাশী সাধারণ জনগণ।একটি দেশের সবচাইতে বড় শক্তি সেই দেশের জনসাধারণ। তাই তাদের সুব্যবস্থা নিশ্চিত করা একটি স্বাধীন দেশের অন্যতম দায়িত্ব।দুর্নীতি এর ভুক্তভোগী অনেক সাধারণ জনগণ। তাই সাধারণ জনগণ এর দাবি দুর্নীতিমুক্ত রাষ্ট্র।
৩// শিক্ষাক্ষেত্রে, চিকিৎসা ক্ষেত্রে, আইন ,বিচার ও শাসন সর্বক্ষেত্রে দুর্নীতি। দুর্নীতি যদি না থাকতো তাহলে হয়তো বাংলাদেশ নামক দেশটির ছবি আজ অন্যরকম হতো। দেশকে অর্থনৈতিকভাবে উন্নত এবং উন্নয়নশীল দেশে রূপান্তরিত করতে দুর্নীতিমুক্ত করতে হবে সমগ্র দেশের বিভিন্ন অধিদপ্তর।দুর্নীতির কবলে দেশের মানুষ সুখী নেই। নেই তাদের সচ্ছলতা। একজন দেশের নাগরিক হিসেবে বাংলাদেশ সরকার কর্তৃক দুর্নীতির বিরুদ্ধে যথার্থ পদক্ষেপ গ্রহণ করা অতি আবশ্যক।
১। দুর্নীতি জাতীয় জীবনের সকল উন্নতির অন্তরায় ।
— সাধারণ উক্তি
২। রাজনীতি করলে দুর্নীতি ছাড়েন, দুর্নীতি করলে রাজনীতি ছাড়েন ।
— সৈয়দ আশরাফুল ইসলাম
৩। কোনো অফিস-আদালতে দুর্নীতি হলে এবং আপনাদের নিকট কেউ ঘুষ চাইলে সঙ্গে সঙ্গে তিন পয়সার একটি পোস্ট-কার্ডে লিখে আমাকে জানাবেন । আমি দুর্নীতিবাজদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করব, যাতে দুর্নীতি চিরদিনের জন্য বন্ধ হয়ে যায় ।
— বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
৪। জনগণের উদাসীনতা হলো দুর্নীতি বাড়ার সবচেয়ে বড় কারণ ।
— ডেলিয়া ফেরেরিরা ( ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের চেয়ারম্যান )
৫। দুর্নীতি একটি মারাত্মক রোগ যা শুধু উন্নয়নশীল দেশগুলিকেই নয়, উন্নত বিশ্বকেও প্রভাবিত করে ।
— আবদুল আজিজ
৬। দুর্নীতি হলো গরীবদের সম্পদ মেরে খাওয়া ।
— পোপ ফ্রান্সিস
৭। তরুণদের কর্তব্য হলো- দুর্নীতির মোকাবেলা করা ।
— কার্ট কোবাইন
৮। জনগণ সচেতন হওয়া উচিত যেন তারা দুর্নীতির অবস্থা পরিবর্তন করতে পারে ।
— পিটার আইগেন ( ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের প্রতিষ্ঠাতা )
৯। এখনও আমাদের মধ্যে অনেকেই দুর্নীতি কাটিয়ে উঠতে কাজ করে এবং এটি সম্ভব বলে বিশ্বাস করে ।
— পদ্মো অমিডালা
১০। দুর্নীতি হলো একটি ক্যান্সার, যা গণতন্ত্রের প্রতি নাগরিকের বিশ্বাসকে নষ্ট করে আর উদ্ভাবন এবং সৃজনশীলতার প্রবৃত্তিকে হ্রাস করে ।
— জো বাইডেন
১১। আপনি যখন দুর্নীতির বিরুদ্ধে অবস্থান না নেন, তখন আপনি একে সমর্থন করেন ।
— কামাল হাসান
১২। ব্যক্তিগত প্রশংসার দুর্নীতি থেকে বাঁচার একমাত্র উপায় হলো কাজ করা ।
— আলবার্ট আইনস্টাইন
১৩। দুর্নীতি উন্নয়ন এবং সুশাসনের শত্রু । এটি থেকে মুক্তি পেতে হবে। এই ধরনের উদ্দেশ্য অর্জন করতে সরকার এবং জনগণ উভয়কেই একসাথে কাজ করতে হবে ।
— কার্ল ক্রাউস
১৪। সরকারের দুর্নীতির বিরোধিতা করা দেশপ্রেমের সর্বোচ্চ বহিঃপ্রকাশ ।
— এডওয়ার্ড গ্রিফিন
১৫। অর্থ ও দুর্নীতি জমিন নষ্ট করছে, কুটিল রাজনীতিবিদরা শ্রমজীবী মানুষের সাথে বিশ্বাসঘাতকতা করছে, লাভের পকেট তৈরি করছে। আমাদেরকে ভেড়ার মতো ব্যবহার করছে এবং আমরা যে প্রতিশ্রুতি শুনেছি তা শুনে শুনে আমরা ক্লান্ত হয়ে পড়েছি, যা তারা কখনও রাখবে না ।
— রে ডেভিস
১৬। বিলম্বও দুর্নীতির একটি সূক্ষ্ম কাজ – এটি মূল্যবান সময়কে দূষিত করে ।
— ডঃ অমিত আব্রাহাম
১৭। কোন জাতিকে ধ্বংস করতে আপনার বোমার প্রয়োজন নেই । রাজনীতিবিদরা যারা নাগরিকের জীবনের চেয়ে তাদের পকেটকে মূল্য দেন, তারা এটা সর্বদাই করে ।
— ইস্রায়েলমোর আইভোর
১৮। কোনও বিজ্ঞানই- রাজনীতির সংক্রমণ এবং ক্ষমতার দুর্নীতির প্রতিরোধ করতে পারে না ।
— জ্যাকব ব্রোনভস্কি
এইরকম ভাবে দুর্নীতির বিরুদ্ধে বিভিন্ন উক্তি লিখে যদি আপনি ইন্টারনেটে শেয়ার করেন। তাহলে খুব সহজে দুর্নীতি নামক মারাত্মক ব্যাধিকে আমরা দেশ থেকে খুব সহজেই বিলুপ্ত করতে সক্ষম হব।