শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে উক্তি

শিক্ষা জাতির মেরুদন্ড,শিক্ষা ছাড়া কোন জাতি কখনোই উন্নতি লাভ করতে পারে না। তবে বর্তমান সময়ে শিক্ষার পাশাপাশি আপনাকে অন্যান্য আরো বেশ কিছুদিন যিনি শিখে রাখতে হবে। যেমন আপনি যে কোন হাতের কাজ শিখে রাখতে পারেন পড়াশোনার পাশাপাশি। উন্নত রাষ্ট্রগুলোতে পড়াশোনার পাশাপাশি বিভিন্ন কর্মকান্ডের ছাত্ররা জড়িত থাকে। এর কারণে তারা আমাদের থেকে অনেক বেশি উন্নত দেশ হিসেবে পরিচিত হতে পেরেছে। তাদের দেশের মানুষ তা কখনোই কোন কাজকে ছোট করে দেখেনা।

স্কুল কলেজ থেকে আমরা আমাদের শিক্ষকদের দ্বারা পড়াশোনা শেখার পাশাপাশি মানবিক দিকগুলো শিখে থাকে। তারা আমাদের সঠিক পথে পরিচালিত করার জন্য অনেক কষ্ট করে থাকে। একটি কথা মনে রাখবেন কিছু অর্জন করতে চান তাহলে অবশ্যই আপনাকে জ্ঞানী ও পরিশ্রমী হতে হবে। আপনি জ্ঞানী হতে চান বা জ্ঞান অর্জন করতে চান তাহলে অবশ্যই আপনাকে অনেক পরিশ্রম করার মাধ্যমেই শিক্ষা গ্রহণ ও জ্ঞান অর্জন করতে হবে। আপনি যদি মনে করেন শুধু শিক্ষা প্রতিষ্ঠানে যাবেন বাড়িতে এসে শুয়ে বসে থেকে সময় পার করবেন তাহলে আপনি কখনোই জীবনে উন্নতি লাভ করতে পারবেন না।

উন্নতি লাভ করতে হলে শিক্ষা প্রতিষ্ঠানের পড়াশোনার পাশাপাশি আপনাকে অন্যান্য প্রযুক্তিগত কাজ গুলো এখন শিখে নিতে হবে। মানুষ চাইলে পৃথিবীতে যতদিন বেঁচে থাকবে ততদিন পর্যন্ত তিনি জ্ঞান অর্জন করতে পারেন জ্ঞান অর্জনের কোন সীমাবদ্ধতা নেই। যারা জ্ঞানী মানুষ তাদের কথাবার্তার মাধ্যমে আপনি বুঝতে পারবেন তারা কতটা জ্ঞানী তাই কথাবার্তা আপনাকে সবসময় হিসেবে নির্দেশ করে বলতে হবে।

ধর্মীয় শিক্ষা নিয়ে উক্তি

এই মুহূর্তে আমরা শিক্ষা প্রতিষ্ঠানের পাশাপাশি ধর্মীয় কিছু শিক্ষা নিয়ে আপনাদের সাথে একটু আলোচনা করতে যাচ্ছি। শুধু শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার মাধ্যমে আমরা ভালো মানুষ হতে পারব এমন টা ভাবা পুরোটাই ভুল। শিক্ষা প্রতিষ্ঠানের পাশাপাশি আমাদের অবশ্যই ধর্মীয় শিক্ষাগুলো গ্রহণ করতে হবে আমাদের নবী রাসূলগণ যেভাবে জীবন যাপন করেছে। তারা যেভাবে আল্লাহতালার এবাদত করেছে সেভাবে আমাদের এবাদত করার পাশাপাশি শিক্ষা প্রতিষ্ঠানের বিষয়গুলো মাথায় রাখতে হবে। ধর্মীয় শিক্ষা যদি আমাদের মধ্যে না থাকে তাহলে আমরা পরিবার আত্মীয়-স্বজনদের সাথে কখনো ভালো সম্পর্ক রাখতে পারব না। তাই অবশ্যই আমাদের ধর্মীয় শিক্ষার প্রয়োজন রয়েছে।

শিক্ষামূলক উক্তি

আমাদের সমাজে নানা ধরনের প্রশিক্ষায় ভরে গেছে বর্তমানে, এই কৌশিক্ষা থেকে আমাদের সমাজকে ভালো করতে হলে অবশ্যই আমাদের প্রকৃত শিক্ষায় শিক্ষিত হতে হবে। বিভিন্ন শিক্ষামূলক উক্তি বাণী এগুলো পড়ার মাধ্যমে আমরা বুঝতে পারি আসলে আমাদের কি করা উচিত। আমরা অনেক সময় ঠিক ব্যর্থতার মধ্যে দিয়ে ডিম পার করি সে সময় আমাদের শিক্ষামূলক কিছু উক্তি যদি কেউ আমাদের বলে তখন আমাদের অনেক ভালো লাগে। তাই আপনার আশেপাশের কোন মানুষ যদি সমস্যা করে আপনি তাদের এই শিক্ষামূলক ভক্তি গুলো দিতে পারেন আশা করি তারা এই শিক্ষামূলক উক্তি গুলো পড়ে ভালো কিছু সামনে পড়তে পারবেন ইনশাল্লাহ।

শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে উক্তি

1. আমরা হয়তো আর আসবো না এই পৃথিবীতে!! তাই জীবনটা এমনভাবে কাটাও যেন আর আসার ইচ্ছে না থাকে।

2. এই পৃথিবীতে তার দ্বারা সৃষ্ট সবকিছু অমূল্য!! তাই নিজেকে কারো সাথে তুলনা করবেন না!

3. আপনি যদি মানুষের পরিবর্তে আপনার মনের কথা শোনেন, তবে আপনি আরও সুখী হতে পারবেন।

4. নিজেকে এমন ভাবে প্রস্তুত করো, যাতে সব সময় তুমি সমাধানের অংশীদার হতে পারো।

5. অতিরিক্ত আশা আমাদের জীবনে হতাশা বয়ে আনে। সুতরাং সব কিছুতে আশা অল্প রাখবেন, দিনশেষে ভালো থাকবেন।

6. জীবনে খারাপ কিছু ঘটলে ধৈর্য ধরুন, কারণ কান্নার পর হাসির মজাই আলাদা।

7. মানুষ যখন আপনার সাথে প্রতিযোগিতা করে পেরে উঠতে পারে না, তখন তারা আপনাকে ঘৃণা করতে শুরু করে।

8. যাদের হারানোর সাহস আছে, তারাই একদিন সবকিছু পেয়ে যায়।

9. আপনি জীবনে সব সময় হাসির কারণ পাবেন না! তবে আপনার হাসি অবশ্যই অন্যের হাসির কারণ হয়ে উঠবে।

10. হিংসে করে অন্যের ক্ষতি সহজেই করতে পারবে। কিন্তু কোনদিনই নিজের উন্নতি করতে পারবে না।

11. ক্ষমা কেবল তারাই দিতে পারে যারা ভেতর থেকে শক্তিশালী, ফাঁপা মানুষ শুধু প্রতিশোধের আগুনে পুড়ে।

12. যতো বেশী আশাহীন ভাবে বাঁচতে পারবে, ততো বেশী সুখী হতে পারবে…!! এটাই ভালো থাকার মূলমন্ত্র।

13. অন্যরা তোমার সম্পর্কে কি ভাবলো… সেটা গুরুত্বপূর্ণ নয়! তুমি তোমার সম্পর্কে কি ভাবলে সেটাই গুরুত্বপূর্ণ।

14. নিজেকে কখনই দুর্বল হতে দেবেন না…!! কারণ এই সমাজ দুর্বল মানুষকে বাঁচতে দেয় না।

15. আপনি যা করছেন তাতে যদি ব্যর্থ না হন,, তাহলে বুঝবেন… আপনি যা করছেন তা সবাই করতে পারে।

16. নিজেকে খুশী রাখুন…!! এই দায়িত্ব অন্য কাউকে দেবেন না।

17. ভুল পথে হাঁটলে যেমন বারবার হোঁচট খেতে হয়! তেমনি ভুল মানুষের সাথে চললে বারবার ঠকতে হয়!

18. জীবনের আসল সুখ অন্যকে সুখ দেওয়া, তাদের সুখ কেড়ে নেওয়া নয়।

19. পরিস্থিতি থেকে পালানোর পরিবর্তে, তাদের মুখোমুখি হতে শিখুন, যারা আপনার যোগ্য নয় তাদের উপেক্ষা করতে শিখুন।

20. হারিয়ে ফেলে কাঁদার চেয়ে; সময় থাকতে আগলে রাখা ভালো।

21. যেখানে নিজের কোন মূল্য নেই, সেখান থেকে কষ্ট করে হলেও নিজেকে সরিয়ে নেওয়াটাই উত্তম।

22. তুমি মানুষকে যত বেশি সুযোগ দেবে, মানুষ তোমাকে তত বেশি দুর্বল ভাববে।

23. একজন মানুষ চুপ থাকলে তার মানে এই নয় সে দুর্বল, এটা তার মহত্ত্ব। কারণ যে সহ্য করতে জানে, সে বলতেও জানে।

24. ভয় দূর করতে চাইলে সবার আগে নিজের উপর বিশ্বাস রাখতে শিখুন।

25. আপনার ব্যক্তিত্বকে এমনভাবে গড়ে তুলুন, যাতে সমাজের কেউ… আপনার দিকে আঙুল তুলতে না পারে।

 

 

Leave a Comment