পকেট কি
পকেট হল মানুষের পোশাকের সাথে লাগানো কোন বস্তু রাখার জায়গা। অর্থাৎ পোশাক পড়া যখন থেকে মানুষ শুরু করেছে তারপর থেকেই হয়তো তারা ভেবেছে যে তার সঙ্গে কিছু রাখার জন্য অবশ্যই পোশাকের সাথে যদি পকেট থাকে বা জায়গা থাকে তাহলে অবশ্যই একটি ভালো বিষয় হতে পারে। কারণ সব সময় মানুষ এর কিছু ছোটখাটো পণ্য সামগ্রী যেগুলি সব সময় প্রয়োজন হতে পারে সে ধরনের পণ্য সামগ্রী গুলি মানুষ সাথে নিয়ে চলাচল করে। সাথে নিয়ে চলাচল করতে হলে সব সময় সেটি হাতে রাখা সম্ভব না।
তাই ক্ষুদ্র ক্ষুদ্র সেসব জিনিসগুলো বিশেষ করে অর্থ টাকা পয়সা বা মূল্যবান কিছু কাগজপত্র মানুষ নিজের সাথে রাখতে পারে। আর সেই জিনিসগুলো রাখার জন্য একটি যে জায়গার প্রয়োজনীয়তা বেশি প্রাচীনকাল থেকে মানুষ অনুভব করতে শেখে। আর সেখান থেকেই পোশাকের সাথে এই বিশেষ একটি অংশ অর্থাৎ কোন কিছু রাখার একটা জায়গা পাচ্ছি হলে তৈরি করে নেওয়া হয়। আর এই বিশেষ জায়গা বাদ হলেই হল পকেট বলে পরিচিতি।
পকেটের গুরুত্ব
বর্তমান সময়ে পকেটের গুরুত্ব অপরিসীম। কারণ বর্তমান সময়ে মানুষ বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় বাড়ির বাইরে থাকে আর তখন তাকে অবশ্যই বেশ কিছু জিনিসপত্র এবং টাকা-পয়সার সঙ্গে রাখতে হয়। আর টাকা পয়সা সঙ্গে রাখার জন্য অবশ্যই পোশাকে বিভিন্ন ধরনের ডিজাইনের পকেট। পকেট খোলা থাকার কারণেই মানুষ বর্তমানে বেশি সুযোগ করে থাকে। যাদের পোশাকে পকেট নাই তারা বুঝতে পারে যে পকেটের গুরুত্ব কতটা বেশি। মহিলাদের পোশাকের ডিজাইনের সাধারণত পকেট থাকে না
তখন তাদেরকে বাইরে বের হতে হলে তাদের সঙ্গে অবশ্যই আলাদা একটি ব্যাংক সঙ্গে রাখতে হয় দরকারী জিনিসপত্র রাখার জন্য। কিন্তু বর্তমানে তাদের ভাষাকেও পকেটে ডিজাইন রয়েছে। তাই সব দিক থেকে বিবেচনা করে আমরা দেখতে পাই যে পকেট অবশ্যই একজন ব্যক্তির জন্য গুরুত্বপূর্ণ বিষয়। পকেট না থাকলে অনেকটাই বিপদে পড়তেছে তো। আর পকেট আছে জননী সকল মানুষ নিরাপদ নিরাপত্তার শহীদ নিরাপদে তাদের বিভিন্ন প্রয়োজনীয় জিনিসপত্র গুলি পকেটে সাবধানে রাখতে পারে।
পকেটের অপকারিতা
পকেট আছে জন্যই পকেটমারের সৃষ্টি হয়েছে বলে মনে করা হয়। এই সমাজে একশ্রেণীর ধর্ম বা অসৎ ব্যক্তি রয়েছে যারা অন্যের পকেট কেটে নিজের জীবিকা নির্বাহ করে। তাই মনে করা হয় যে যদি পকেট না থাকতো তাহলে হয়তো তাদের জন্ম হতো না বা এ ধরনের পকেটমার সৃষ্টি হতো না। পকেটে মানুষের প্রয়োজনীয় টাকা পয়সা থাকে এবং যেহেতু মানুষ বাড়ির বাহির হলে বা বিভিন্ন জায়গায় গেলে সাধারণত পকেটে টাকা পয়সা রাখে। আর এই পকেটে টাকা পয়সা রাখার কারণে পকেটমারের দৃষ্টি আকর্ষণ হয় সেই পকেটের দিকে। তার থেকে পকেটমারের সৃষ্টি হয়েছে বলে মনে করি।
খালি পকেট নিয়ে উক্তি
পকেটে টাকা পয়সা থাকবে এটি স্বাভাবিক। কিন্তু পকেটে যখন যদি কোন কিছু না থাকে তাহলে মানুষ কথা বলতে পারে। পকেটে টাকা পয়সা অর্থ করে থাকবে এটি যেহেতু স্বাভাবিক আর সেই কারণেই খালি পকেট বলতে সাধারণত বোঝাই যে পকেটে টাকা পয়সা নেই। বা শূন্য হাতে রয়েছে এ সকল কথা বোঝাতে পকেট খালি বোঝায়। খালি পকেট নিয়ে সমাজে যেসব ধরনের উক্তি প্রচলিত রয়েছে সেই উক্তিগুলি এখন আপনাদের সামনে আমরা তুলে ধরছি।
ক্ষতিগুলো আপনারা মনোযোগ সহকারে দেখবেন বলে আশা করি। আর এ ধরনের যে কোন তথ্য পাওয়ার জন্য আপনারা যদি বারবার আমাদের ওয়েবসাইট ভিজিট করেন তাহলে অবশ্যই সব ধরনের তথ্যই আপনারা পাবেন বলে আশা করি।
“যেকোনো ব্যক্তির ক্ষেত্রে টাকা উপার্জন করা বেশ কঠিন কাজ, অপরদিকে টাকা অবাধ্যভাবে ব্যয় হতে থাকলে কখন যে অভাবের কারণ হয়ে দাঁড়ায় তা বুঝে ওঠা দায়”।
“বর্তমান দুনিয়াতে ভালো থাকার মূল শর্তই হলো অর্থ বা টাকা, কারণ টাকা ছাড়া মানুষের কাছে দুনিয়াটা যেন হঠাৎ অচল হয়ে পড়ে”।
“টাকার অভাব কখনও কোনও বাধা হয় না, বরং চিন্তাশক্তি ও ধারণার অভাব জীবনে অনেক বাধার সৃষ্টি করে”।
“নিজের অর্থের উপর নিজেরই নিয়ন্ত্রণ অর্জন করা উচিত, তা না হলে এর অভাব চিরকাল আপনাকে নিয়ন্ত্রণ করতে থাকবে।”