প্রত্যাশা নিয়ে উক্তি

প্রত্যেকটি মানুষের জীবনে আশা থাকে, প্রত্যাশা থাকে। আর মানুষ আশা নিয়ে বেঁচে থাকে, প্রত্যাশা নিয়ে বেঁচে থাকে। মানুষের জীবন থেকে যদি আশা হারিয়ে যায় বা মানুষ প্রত্যাশা হারিয়ে ফেলে তাহলে তার জীবন মূল্যহীন হয়ে পড়ে। তাই প্রত্যেকটা মানুষই আশা নিয়ে বেঁচে থাকে, সামনে এগিয়ে যাওয়ার স্বপ্ন নিয়ে মানুষ নিজেকে প্রস্তুত করতে থাকে। আর এভাবেই দিন দিন এগিয়ে যেতে থাকে এবং সফলতার মুখ দেখতে পারে। যে মানুষের কোনো বিষয় নিয়ে আশা নাই বা কোনো কিছু নিয়ে প্রত্যাশা নাই, সেই মানুষ কখনো সামনের দিকে এগিয়ে যেতে পারে না। সেই মানুষ অলস মানুষের মতো বাঁচতে থাকে। তাই প্রত্যেকটি মানুষকে স্বপ্ন দেখতে হবে। যে কোনো বিষয় পাওয়ার জন্য বা যে কোনো কাজ করার জন্য প্রত্যাশা করতে হবে। তাহলে সফলতা লাভ করা যাবে এবং সফলতা অর্জন করা সম্ভব হবে।

আমরা যদি সফল ব্যক্তিদের জীবনী দেখি বা সফল ব্যক্তিদের সফলতার পেছনের গল্প শুনি তাহলে তারা কিভাবে পরিশ্রম করেছেন বা কি কি কাজ করেছেন সেই বিষয়গুলো সম্পর্কে ধারণা অর্জন করতে পারবো। তখন দেখা যাবে যে তাদের জীবনে আশা ছিল, তারা বিভিন্ন কাজ করতো এবং সেই কাজের বিনিময়ে ফলাফল প্রত্যাশা করতো বলে তারা সামনের দিকে এগিয়ে যেতে পারতো। তাই সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য, সফলতা লাভ করার জন্য অবশ্যই আমাদের আশা তৈরি করতে হবে। যে কোন কাজ সফলভাবে করতে হবে এবং সেই কাজের ফলাফল লাভের প্রত্যাশা করতে হবে।

একজন মানুষ কখনোই পরিপূর্ণ মানুষ হিসেবে গড়ে উঠতে পারবে না। যদি না তার কোনো বিষয় নিয়ে আশা থাকে, কোনো বিষয় নিয়ে প্রত্যাশা থাকে। কারণ প্রত্যাশা থাকে বলে মানুষ কাজ করার কর্মস্পৃহা পায় বা কাজ করার মানসিকতা তৈরি হয়। যদি কোনো কিছু নিয়ে প্রত্যাশা না থাকতো তাহলে মানুষ এতো কিছু করত না এবং এভাবে সফলতা লাভ করা সম্ভব হতো না। তাই আপনি যদি সফলতা লাভ করতে চান, তাহলে অবশ্যই আপনার মধ্যে আশা থাকতে হবে।

আমাদের মধ্যে অনেকেই আছে যারা অনেক বেশি আশা করে বা যেকোনো কাজে অনেক বেশি প্রত্যাশা করে এবং তারা সে অনুযায়ী পরিশ্রম করার ফলে তাদের আশা গুলো, প্রত্যাশা গুলো পূরণ করতে পারে। তাই আমাদেরও বেশি বেশি কাজ করতে হবে, পরিশ্রম করতে হবে এবং সেই কাজে সফলতা লাভের জন্য প্রত্যাশা করতে হবে। আমাদের মধ্যে অনেকেই দেখা যায় যে প্রত্যাশা সম্পর্কিত বিভিন্ন ধরনের উক্তিগুলো খোঁজ করে বা প্রত্যাশা সম্পর্কিত বিভিন্ন ধরনের উক্তিগুলো পড়তে চায়।

প্রত্যাশা সম্পর্কিত সুন্দর সুন্দর উক্তিগুলো যদি আপনি পড়েন তাহলে আপনার মধ্যে সুন্দর একটি মানসিকতা তৈরি হবে। আর আপনিও যেকোন কাজের প্রত্যাশা করতে পারবেন এবং সেই অনুযায়ী পরিশ্রম করলে সফলতা লাভ করতে পারবেন। তাই প্রতাশা সম্পর্কিত উক্তিগুলো প্রায় প্রত্যেকটি মানুষেরই পড়া উচিত। এজন্য অনেকে দেখা যায় যে প্রত্যাশা সম্পর্কিত উক্তিগুলো খোঁজ করে এবং প্রত্যাশা সম্পর্কিত উক্তিগুলো পড়তে চায়। মূলত তাদের কথা মাথায় রেখে তারা যেন খুব সহজে প্রত্যাশা নিয়ে সুন্দর সুন্দর উক্তি পেয়ে যায় এবং উক্তি গুলো পড়তে পারে, এজন্য আমাদের এই আর্টিকেলটিতে প্রত্যাশা নিয়ে সুন্দর সুন্দর উত্তর গুলো উপস্থাপন করার চেষ্টা করেছি।

১. ভালো থাকার একমাত্র গোপন রহস্য হলো প্রত্যাশা।
— ব্যারি স্কোয়ার্টজ

২. আমার প্রত্যাশা একেবারে কমে গিয়েছিল যখন আমি ২১ বছরে উপনীত হলাম। তারপর থেকে যা কিছু হয় তা ছিল উপরিলাভ।
— স্টিফেন হকিং

৩. এটা একটা ভালো জায়গা যখন শুধু তোমার আশা থাকে এবং প্রত্যাশা থাকে না।
— ড্যানি বয়লে

৪. উচ্চ প্রাপ্তি সব সময়ই এসে থাকে উচ্চ প্রত্যাশা থেকে।
— চার্লস কেটারিং

৫. সেই ব্যক্তিই আশীর্বাদ প্রাপ্ত যে কিনা প্রত্যাশা করেন এবং সে কারণে তার কোনো দুঃখ কষ্টও থাকে না।
— জোনাথন সুইফট

৬. উচ্চ প্রত্যাশাই হল সকল।কিছুর একমাত্র চাবিকাঠি স্বরূপ।
— স্যাম ওয়াল্টন

৭. যখন তুমি প্রত্যাশা করার পরিবর্তে মেনে নিতে শিখবে তখনই কেবল তোমার দু:খ কষ্ট কম হবে।
— কুরিয়ানো

৮. কোনো রকম প্রত্যাশা ছাড়াই কাজ করতে শিখুন।
— লাও যু

৯. প্রত্যাশা আমাদের মনের শান্তিকে নষ্ট করে ফেলে। তারা হলো ভবিষ্যতের জন্য অগ্রীম দুশ্চিন্তা।
— এলিজাবেথ জর্জ

১০. কেউ একজন আমাকে জিজ্ঞেস করেছিল কি তোমাকে সবচেয়ে বেশি কষ্ট দেয়। আমি বলেছিলাম আমার প্রত্যাশা।
— সংগৃহীত

১১. সততা হলো এক মহৎ নিয়ামত। যে কোনো কারোর কাছ থেকে ইহার প্রত্যাশা করো না।
— ওয়ারেন বাফেট

১২. আমি দেখেছি জীবন অনেকটাই সহজ হয়ে যায় যখন আপনি কম প্রত্যাশা করবেন।
— বিল ওয়াটারসন

১৩. কোনো কিছু ঘটার প্রত্যাশা করার চেয়ে ভাল চমৎকৃত হয়ে যাওয়া এতে করে কোনো দুঃখ থাকবে না।
— কুশান উইজডম

১৪. দুঃখ কষ্ট দেয়ার জন্য মানুষকে দোষারোপ করো।না বরং নিজেকে দোষারোপ করো যে তুমি তাদের থেকে বেশি আশা করেছো।
— সংগৃহীত

১৫. অন্যদের তুলনায় নিজের থেকে বেশি প্রত্যাশা করো। কারণ প্রত্যাশা অনেক বেশি কষ্ট দেয় আর নিজের থেকে তা করা অনুপ্রাণিত করে।
— সংগৃহীত

১৬. জীবন তোমাকে কম দুশ্চিন্তা দিবে যদি তুমি তা থেকে কম প্রত্যাশা করতে পারো।
— ব্রাড মেলটজার

১৭. প্রত্যাশা নিয়ে বসবাস করো না। বরং বাইরে যাও কিছু একটা স্মরণীয় করে দেখাও।
— ফাব কোটস

১৮. কারো প্রতি খুব বেশি দুর্বল হয়ো না এতে করে তার থেকে প্রত্যাশা বাড়বে এবং প্রত্যাশা দুঃখের দিকে ধাবিত করবে।
— সংগৃহীত

এই আর্টিকেলটি প্রত্যাশা সম্পর্কে বাছাই করা উক্তিগুলো তুলে ধরার চেষ্টা করেছি। আপনি যদি এই আর্টিকেলটি পড়েন তাহলে প্রত্যাশা সম্পর্কিত সুন্দর সুন্দর উক্তি গুলো আপনি পেয়ে যাবেন। তাছাড়া আপনি এই আর্টিকেলগুলো থেকে প্রত্যাশা সম্পর্কে আপনার পছন্দমতো উক্তিটি সংগ্রহ করে নিয়ে আপনার প্রিয় মানুষদেরও পাঠাতে পারেন। তারাও এই উক্তিগুলো পড়ে অনেক বেশি খুশি হবে বলে আশা করছি। তাই আপনি নিজে প্রত্যাশা সম্পর্কে জানতে এবং আপনারা পরিচিত বা প্রিয়জনদের প্রত্যাশা সম্পর্কিত বিভিন্ন উক্তিগুলো পাঠাতে হলে আপনার পছন্দমতো উক্তিটি এই আর্টিকেলটি থেকে খুঁজে নিতে পারেন।

Leave a Comment