পুরুষ নিয়ে উক্তি

পুরুষ মানুষ বলতে গেলে আমরা সাধারণ দৃষ্টিকোণ থেকে যা বুঝি তার চাইতে পুরুষ মানুষের অন্যান্য বিষয়গুলো কিন্তু অনেকটাই গুরুত্বপূর্ণ। অর্থাৎ জেনেটিক দিক থেকে একজন মানুষ পুরুষ হলেই পুরুষ বলে থাকে স্বীকার করা যাবে না। নারীর যেমন বিভিন্ন গুণের ভিত্তিতে তাকে নারী বলা যায় তেমনি ভাবে পুরুষের গুণের ভিত্তিতেও সে পুরুষ বলে বিবেচিত হবে। তাই এই পোষ্টের মাধ্যমে আপনাদের উদ্দেশ্যে আমরা পুরুষ নিয়ে বিভিন্ন ধরনের উক্তি প্রদান করব যেটার মাধ্যমে আপনারা একজন পুরুষের গুণাবলী সম্পর্কে বুঝতে পারবেন। আর যাদের এ সকল গুণাবলীর স্বল্পতা রয়েছে তারা নিজেদেরকে সঠিকভাবে একজন পুরুষ বলে প্রমাণ করতে পারবেন।

একজন পুরুষ বাস্তব জীবনে যেমন আয় রোজগার করবে এবং সংসারের দায়িত্ব গ্রহণ করবে তেমনি ভাবে তার আচার-আচরণেও কিন্তু মেয়েলি ভাবের চাইতে পুরুষালী ভাব থাকাটা প্রয়োজন। অর্থাৎ একজন পুরুষ আইরাস বের করছে ঠিকই কিন্তু তার স্বভাব মেয়েলি এবং তার সিদ্ধান্ত গ্রহণ করার ক্ষেত্রেও কোন ধরনের দৃঢ় ভূমিকা রাখতে পারেন না তাহলে তাকে অনেক সময় আমরা পুরুষ বলে বিবেচনা করি না। অর্থাৎ পুরুষ হতে হলে তাকে যেমন সিদ্ধান্ত গ্রহণ করতে হবে তেমনিভাবে বিভিন্ন যুক্তিসঙ্গত বিষয়ে মতামত প্রকাশ করতে হবে ও সিদ্ধান্ত গ্রহণ করার পাশাপাশি আদেশ দিতে হবে।

তবে এসকল গুণের অনুপস্থিতির যদি থেকে থাকে তাহলে অবশ্যই আপনাকে পুরুষ বলে ধরা যাবেনা এবং একজন পুরুষ সবসময়ই ভাব গম্ভীর হওয়ার পাশাপাশি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করার বিষয়ে মত প্রকাশ করবে। তবে এ বিষয়ে অনেকের অনেক ধরনের বিতর্কের যুক্তি থেকে থাকলেও আসলে একজন পুরুষ বিভিন্ন দৃষ্টিকোণ থেকে তার আচরণ এবং শক্তি সামর্থের দিক থেকে সকল ভাবেই নিজেকে প্রকাশ করার চেষ্টা করবে। তাই আপনারা যারা পুরুষ সম্পর্কে উক্তি পড়তে পড়তে এসেছেন তারা এই উক্তিগুলো পড়ুন এবং সামাজিক যোগাযোগের মাধ্যমে পোস্ট করে অন্য কেউ একজন পুরুষ হিসেবে গড়ে তোলার জন্য এগুলো শেয়ার করুন।

পুরুষ নিয়ে ইসলামিক উক্তি

পুরুষ মানুষ নিয়ে ইসলাম ধর্মে কি বলা হয়েছে অথবা একজন পুরুষের কি কি দায়িত্ব রয়েছে সে প্রসঙ্গে আপনারা এখান থেকে ইসলামিক উক্তি পড়তে পারেন। একজন পুরুষ যখন স্বাবলম্বী হবে অথবা ইনকাম করার রাস্তা সৃষ্টি করতে পারবে তখন কিন্তু সে তার বয়স অনুযায়ী নিজের দায়িত্ব নিজে গ্রহণ করতে পারবে। অর্থাৎ একজন পুরুষের অভিভাবক সে নিজেই হতে পারবে কিন্তু একজন নারী সে নিজের অভিভাবক হতে পারবে না। তাকে অভিভাবক হতে হলে একজন পুরুষের প্রয়োজন হবে এবং পুরুষের উপরেই নির্ভর করতে হবে।

পুরুষ নিয়ে কবিতা

পুরুষ নিয়ে বিভিন্ন ধরনের কবি যে সকল কবিতা লিখেছেন তাতে করে একজন মানুষের ভেতরের যে আত্মমর্যাদা সম্পন্ন শক্ত সামর্থ্যবান গুণাবলী থাকা প্রয়োজন তা প্রকাশ পেয়েছে। তাছাড়াও আপনারা ব্যক্তিগতভাবে এখানে পুরুষ নিয়ে বিভিন্ন ধরনের কবিতা পড়তে পারেন এবং এই কবিতাগুলো পড়ার মধ্য দিয়ে বুঝতে পারেন একজন পুরুষ আসলে কেমন হতে হবে। আশা করি এই কবিতাগুলো আপনাদের অনেকের ভালো লাগবে এবং এই কবিতা গুলো পড়ার মাধ্যমে অনেকে নিজেকে পরিবর্তন করতে পারবেন।

পুরুষের দায়িত্ব নিয়ে উক্তি

একজন পুরুষের কিন্তু সমাজে অথবা পরিবারের দিক থেকে অনেক দায়িত্ব রয়েছে। যেহেতু তারা বাইরের জগতে চলাফেরা করে এবং বিভিন্ন সত্য সমর্থ্যবান কাজ করতে পারে সেহেতু একজন পুরুষকে অবশ্যই দায়িত্ব নিতে হবে এবং ভরণপোষণের কাজগুলো করতে হবে। তাই একজন পুরুষের দায়িত্ব হিসেবে কি কি দায়িত্ব রয়েছে এবং সেই দায়িত্ব গুলো কিভাবে পালন করতে পারে তা কিন্তু এই উক্তিগুলোর মধ্য দিয়ে সারমর্ম প্রকাশ করা হয়েছে। একজন পুরুষের দায়িত্ব সম্পর্কে অবগত হতে এখানকার উক্তিগুলো পড়ে দেখুন।

চরিত্রহীন পুরুষ নিয়ে উক্তি

১। পুরুষ মানুষ চিতায় উঠেও যদি একবার চোখ মেলার সুযোগ পায় তবুও সেটা মেলবে মেয়েদের দিকে।
— সমরেশ মজুমদার

২। পুরুষের দশ দশা, কখনও হাতি কখনও মশা ।
—- মীর মশারফ হোসেন

৩। বিবাহিত পুরুষ অবিবাহিত পুরুষের চেয়ে বেশি দিন বাঁচে। কিন্তু বিবাহিত পুরুষদের মরার ইচ্ছা বেশি।
—- জনি কারসন

৪। পুরুষের লক্ষ্য রাখা উচিত যত দিন বেশী তারা অবিবাহিত জীবনযাত্রা করতে পারে ।
—- জর্জ বার্নাডস

৫। বিয়ের আগে পর্যন্ত পুরুষরা বুঝতে পারে না সুখ আসলে কি। যখন বুঝতে পারে তখন বড্ড দেরি হয়ে গেছে।
—- ফ্রাঙ্ক সিনাত্রা

৬। পুরুষ মানুষের পকেট ফাঁকা হতে শুরু করলে তখন মেজাজ খিটখিটে হতে শুরু করে ।
—- আখলাকুজ্জামান

৭। মেয়েদের অনুমান পুরুষদের নিশ্চয়তা হতে অনেক বেশী ঠিক।
—- কিপলিং

৮। যখন কোন পুরুষ কোন নারীকে ভালবাসে, তখন সে তার জন্য সব কিছু করতে পারে। কেবল তাকে ভালবেসে যেতে পারেনা।
—- অস্কার ওয়াইল্ড

৯। যে পুরুষ অসংশয়ে অকুন্ঠিতভাবে নিজেকে প্রচার করিতে পারে সেই সমর্থ পুরুষ সহজেই নারীর দৃষ্টি আর্কষণ করিতে পারে।
—- রবীন্দ্রনাথ ঠাকুর

১০। সবচেয়ে নির্বোধ নারীও একজন বুদ্ধিমান পুরুষকে সামলাতে পারে কিন্তু নির্বোধকে সামলাতে প্রয়োজন বুদ্ধিমতী নারী।
—- রুডইয়ার্ড কিপলিং

১১। পুরুষের বুদ্ধি খড়গের মতো, শান বেশি না দিলেও কেবল ভারেই অনেক কাজ করতে পারে। মেয়েদের বুদ্ধি কলম-কাটা ছুরির মতো, যতই ধার দাওনা কেনো, তাতে বৃহৎ কাজ চলে না।
—- রবীন্দ্রনাথ ঠাকুর

১২। সাধারণত স্ত্রীজাতি কাঁচা আম, ঝাল লঙ্কা এবং কড়া স্বামীই ভালোবাসে। যে দুর্ভাগ্য পুরুষ নিজের স্ত্রীর ভালোবাসা হইতে বঞ্চিত সে – যে কুশ্রী অথবা নির্ধন তাহা নহে, সে নিতান্ত নিরীহ।
—- রবীন্দ্রনাথ ঠাকুর

একজন নারীর জীবনে কিন্তু চরিত্রবান পুরুষের গুরুত্ব অনেক বেশি। চরিত্রবান পুরুষের মধ্য দিয়ে সংসারে সুখ শান্তি নির্ভর করে থাকে এবং সেই সংসার খুব সুষ্ঠুভাবে পরিচালিত হয়ে থাকে। ঠিক একইভাবে নারীদের ক্ষেত্রেও এই কথাটি প্রযোজ্য। তাই চরিত্রহীন পুরুষ যদি আপনার সংসারে থেকে থাকে অথবা একজন পুরুষ যদি চরিত্রহীন হয়ে থাকে তাহলে তার উন্নতি যেমন বাধা প্রাপ্ত হবে তেমনিভাবে সে পদে পদে বাধা গ্রস্থ হবে। চরিত্র মানুষের অমূল্য সম্পদ হয়ে থাকার কারণে অবশ্যই একজন পুরুষের চরিত্রবান হতে হবে।

Leave a Comment