ছেলেদের জীবন নিয়ে উক্তি

আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স। আমাদের এই আর্টিকেলটিতে আপনাদের সবার স্বাগতম। আজকে আমরা কথা বলবো ছেলেদের জীবন সম্পর্কে। ছেলেদের জীবন যতটা সহজ মনে ততটা কিন্তু সহজ নয়। আমরা মেয়েরা মনে করি ছেলেদের জীবন অনেক সহজ এবং মেয়েদের জীবন অনেক জটিল। কিন্তু এটা না বাস্তব জীবনে পরিস্থিতির কাছে হার মেনে যায় অনেক ছেলেদের জীবন। মেয়েরা সবার সামনে কান্না করতে পারে ।

কিন্তু ছেলেরা তাদের মনের কথা তাদের অনুভূতি সবার সাথে শেয়ার করতে পারেনা। এদের অনেক না বলা না বলাই থেকে যায়। আজকে আমরা ছেলেদের সেই না বলা কথাগুলো সম্পর্কে আলোচনা করব। আজকে আমাদের জীবনের কিছু গুরুত্বপূর্ণ কথা যেগুলো আমরা শেয়ার করতে পারি না সেগুলো আজ আমরা শেয়ার করার চেষ্টা করব। ছেলেদের জীবন সম্পর্কিত এবার আমরা দেখে নেব।

ছেলেদের জীবন নিয়ে উক্তি:-
১// মধ্যবিত্ত ছেলেদের বেশি বড় স্বপ্ন দেখতে নেই কারণ বড় স্বপ্ন গুলো তাদের জীবনে অভিশাপ হয়ে দাঁড়ায়। সবাই আশা করে বসে থাকে একজন ছেলের ওপর কিন্তু আসলে তার মানসিক অবস্থার কথা কেউ খেয়াল রাখে। ছেলেদের জীবন সুখের বটে কিন্তু তাদের সাফল্য তার পথে পড়ে থাকে বাস্তবতার অনেক কাটা।

২// সব সময় যেটা দেখতে পাওয়া যায় সেটা সত্যি হয় না। হাসির আড়ালে কষ্টগুলোকে চেপে রাখতে পারে শুধু ছেলেরাই। নিজের কষ্টগুলো তুচ্ছ হয়ে যায় দায়িত্বের আগে। পরিবারের সকলের দায়িত্ব নিতে নিজেদের স্বপ্নগুলোকে তুচ্ছ মনে হয়।

৩// পৃথিবীতে উদারতার সর্বোচ্চ প্রমাণ দিয়েছে ছেলেরাই। ছেলেদের মানসিকতা সব সময় মেয়েদের থেকে উদার বলে ই সৃষ্টিকর্তা ছেলেদের হাতে পরিবারের দায়িত্ব দিয়েছি। নিজে না খেয়ে থেকে পরিবারের পেট ভরাতে পারে একমাত্র ছেলেরাই।

৪// নিজের শত কষ্ট হলেও দিনরাত পরিশ্রম করতে প্রস্ত ুত শুধুমাত্র পরিবারের আপনজন গুলোর হাসি মুখ দেখার জন্য। এটাই ছেলেদের জীবনের আসল বাস্তবতা।

৫// নিজেদের প্রতিষ্ঠিত না করতে পারলে সেই ছেলের কোন দাম থাকে না। যেই ছেলের ক্যারিয়ার যত বেশি ভালো তার মূল্যায়ন তত বেশি। পকেটে টাকা না থাকলে দিনশেষে নিজের স্ত্রীও পাত্তা দেয় না। তাই ছেলেদের মন থাকতে নেই, ছেলেদের কষ্ট পেলে চলে না, আর ছেলেরা কান্না করতেও পারে না। ছেলেরা যদি তাদের কর্তব্য এবং দায়িত্ব ঠিক করে পালন করে তাকেই সমাজের চোখে আদর্শ ভুলে ধরা হয়।

৬// আমাদের জীবন সচল হয় না। মধ্যবিত্ত ছেলেদের নিজের কথা ভাবতে নেই। কারণ নিজের স্বপ্নের কথা ভাবলে পরিবার ভেসে যায় আর পরিবারের কথা ভাবলে নিজের স্বপ্নগুলো ভেঙে চুরমার হয়ে যায়। কিন্তু তারপরেও পরিশ্রম করে রোজগার করে পরিবারের দায়িত্ব কাঁধে নিয়ে হাসিমুখে থাকা মানুষটির নাম হলো বাবা। বাবা হল পৃথিবীর সবচাইতে শ্রেষ্ঠ পুরুষ।

৭// জীবনে কেউ সম্পূর্ণ সুখী হতে পারেনা। কিন্তু শত দুঃখ সহ্য করেও সব সময় হাসি মুখে থাকাকে বলা হয় পুরুষ মানুষ। ছেলে হিসেবে জন্মগ্রহণ করলে দায়িত্ব নিতে শিখতে হবে। কারণ ছেলেদের অনেক দায়িত্ব থাকে ছেলেদের ওপর একজন পরিবারের অনেক আশা ভরসা থাকে।

৮// ছেলেদের জীবনে যতই দুঃখ কষ্ট আসুক না কেন ছেলে হিসেবে জন্মগ্রহণ করলে অবশ্যই নিজের ক্যারিয়ারকে মজবুত বানাতে হবে। কারণ তুমি একজন ছেলে তাই অবশ্যই তোমাকে সেটা মাথায় রাখতে হবে।

৯// নিজেদের কথা সবসময় যদি ভাবো তাহলে তুমি কেমন ছেলে মানুষ?ছেলেরা নিজের কথা ভাবার আগে পরিবারের কথা ভাববে এটাই তো স্বাভাবিক। হ্যাঁ এটাই ছেলেদের জীবন!ছেলে হয়ে জন্মগ্রহণ করা সহজ কিন্তু দায়িত্ব কর্তব্যের ভার যদি না বহন করতে পারো তাহলে তুমি একজন আসল পুরুষ মানুষ নয়। একটি পরিবারের বটগাছ হলো একজন পুরুষ মানুষ।

ছেলেদের জীবন বাইরে থেকে যতটা সহজ মনে হয় আসলে ততটা সহজ হয় না। ১৮ বছর বয়সের পর থেকেই তাদের কাঁধে দায়িত্বের ভার পড়ে। এরকম অনেক ছেলেরা রয়েছে যারা অল্প বয়সেই পরিবারের দায়ভার নেই এবং নিজের ক্যারিয়ার ধ্বংস করে। কিন্তু নিজের ক্যারিয়ার ধ্বংস করে পরিবারের পাশে দাঁড়ানোই একমাত্র পুরুষত্ব। আশা করছি ছেলেদের জীবন সম্পর্কিত এই পোস্টটি আপনাদের পছন্দ হবে।

Leave a Comment