নির্মলেন্দু গুণ এর উক্তি

কবি নির্মলেন্দু গুণ অনেকগুলো কবিতা লিখেছেন। সে সকল কবিতার মধ্যে থেকে বেশ কিছু কবিতা রয়েছে যে সকল কবিতার মধ্যে থেকে উক্তি সংগ্রহ করা যায়। আমরা আমাদের আজকে প্রবন্ধের মাধ্যমে আপনাদের সামনে নির্মলেন্দু গুণের অনেকগুলো উক্তি উপস্থাপন করতে চাচ্ছি। আপনারা যদি এই সকল উক্তিগুলো পড়েন তাহলে আপনাদের জীবনে অনেক পরিবর্তন আসতে পারে। সেই জন্য আপনাদের প্রত্যেকের উচিত এই সকল উক্তিগুলো পড়া। আপনারা যারা আমাদের নিয়মিত করেন তারা জানেন যে আমরা প্রতিনিয়ত অনেকগুলো উক্তি আপনাদের সামনে উপস্থাপন করে থাকি। আর আজকেও তারই ধারাবাহিকতায় আমরা নির্মলেন্দু গুণের অনেকগুলো উক্তি আপনাদের সামনে উপস্থাপন করব।

আপনারা যারা আমাদের আজকের প্রবন্ধ পড়বেন তাহারা দেখবেন যে নিচে প্রায় বিশটির মতো উক্তি উল্লেখ করা হয়েছে। এ সকল উক্তগুলো আপনাদের জীবন পরিবর্তন করতে বাধ্য। কেননা যখন উক্তি গুলো অনেকেই অনেক জায়গায় খুলে থাকেন কিন্তু কোথাও এসবের উক্তিগুলো খুঁজে পান না। আবারও অনেক সময় দেখা যায় যে ফেসবুক বা বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে উক্তিগুলো দেখা যায় কিন্তু সেখানে আপনি এই উক্তিগুলো একসাথে সবগুলো পাবেন না। শুধুমাত্র আমাদের ওয়েবসাইটের মাধ্যমে এই সকল উক্তিগুলো আপনি একসাথে এক জায়গায় পাচ্ছেন। অন্য কোন মাধ্যমে আপনি এসব যুক্তিগুলো কখনো এক জায়গায় পাবেন না। সেজন্য আপনাকে উক্তিগুলো সংগ্রহ করতে হলে আমাদের প্রবন্ধের মাধ্যমে সংগ্রহ করতে হবে। অন্য কোন মাধ্যমে আপনি সংগ্রহ করতে পারবেন না।

নির্মলেন্দু গুন এর বিখ্যাত উক্তি

১. ভালোবাসা হারাবার জিনিস নয়। ভালোবাসা হচ্ছে পাত্র থেকে উড়ে যাওয়া কর্পুরের মতো, সে মিশে যায় হাওয়ার মধ্যে, শূন্যে, নীলকাশে।

২. যুদ্ধ মানেই শত্রু শত্রু খেলা
,যুদ্ধ মানেই আমার প্রতি
তোমার অবহেলা

৩. হাত বাড়িয়ে ছুঁইনা তোকে, মন বাড়িয়ে ছুঁই, দুইকে আমি এক করিনা, এক কে করি দুই!

৪. ব্যর্থ প্রেমিকের মতো মুগ্ধমূর্খচোখে
কেবল তাকিয়ে থাকি আকাশের দিকে ।

৫. রাত্রিভর স্বপ্ন দেখে
ভোরসকালে ক্লান্ত।
যাকে নিয়ে স্বপ্ন দেখা,
সে যদি তা জানতো।

৬. ডাকিব না প্রিয়, কেবলি দেখিব
দু’চোখে পরান ভরে;
পূজারী যেমন প্রতিমার মুখে
প্রদীপ তুলিয়া ধরে ।

৭. হয়তো সহজ কাছে আসা, তাই কাছে আসি,
হয়তো সহজ ভালোবাসা, তাই ভালোবাসি।

৮. প্রাণে জ্বলে ওঠে গগনচুম্বী
বাসনা ঢেউ,
তোমাকে পাবে না পরান ভরিয়া
আমি ছাড়া কেউ ।

৯. ভুলে যাব সব সময়-নিপাতে
স্মরণে জাগিয়ে প্রেম,
আঁধারে তখন জ্বলিবে তোমার
চন্দনে মাখা হেম।

১০. ও আষাঢ়ের বেলি ও,
ও শ্রাবণের বেলি ও।
বাদলাদিনের মাদল গানে,
উতলরাতে হাওয়ার টানে-
ভালোবেসে আমার পানে
পাপড়ি তোমার মেলিও।

১১. আমি জন্মের প্রয়োজনে
ছোট হয়েছিলাম,
এখন মৃত্যুর প্রয়োজনে বড়
হচ্ছি!

১২. রাত্রিভর স্বপ্ন দেখে
ভোরসকালে ক্লান্ত।
যাকে নিয়ে স্বপ্ন দেখা,
সে যদি তা জানতো!

১৩. শুধু তোমাকে একবার ছোঁব,
ঐ আনন্দে কেটে যাবে
সহস্র জীবন

১৪. তুমি লহ নাই ভালোবাসিবার দায়,
দু’হাতে শুধুই কুড়িয়েছো ঝরা
ফুল। কৃষ্ণচূড়ার তলে,আমি বসে একা
বুনিয়াছি প্রেম ঘৃণা বুনিবার ছলে।

১৫. শুধু তোমাকে একবার
ছোঁব, শুধু একবার পেতে চাই অমৃত
আস্বাদ।

১৬. আমরা দুজনে রচনা করেছি
একে অপরের ক্ষতি,
প্রবাসী প্রেমের পাথরে গড়েছি
অন্ধ অমরাবতী।

১৭. আমি স্বাধীনতা পেয়ে গেলে পরাধীন হতে ভালোবাসি। প্রেম এসে যাযাবর কণ্ঠে চুমু খেলে মনে হয় বিরহের স্মৃতিচারণের মতো সুখ কিছু নেই।

১৮. তুমি চলে গেলে ভাবি, এলোমেলো হয়ে যাই ।
সাজিয়ে কবির মতো বোঝাতে পারি না,
চলে গেলে কথা আসে, প্রেম আসে, বুদ্ধি আসে, হায়রে নিয়তি!

১৯. আমি চলে যাব পার হয়ে নদী
থামব না মোটে,
দেখবে তোমার আকাশে তখন
কত তারা ফোটে।

২০. তুমি আমার সবচেয়ে বড় সুখের স্মৃতি,
তুমি আমার সবচেয়ে বড় কষ্ট পাওয়া।

উপরে যে সকল উক্তিগুলো আপনারা দেখছেন এ সকল উক্তিগুলো আপনাদের ভালো লাগবে বলে আমরা আশা করি। কেননা এই সকল উক্তিগুলো শুধুমাত্র আমাদের ওয়েবসাইটেই পাওয়া যাচ্ছে। অন্য কোন ওয়েবসাইটে আপনি এরকম ভাবে একসাথে সাজানো গোছানো উক্তিগুলো খুঁজে পাবেন না। আপনি হয়তো অনেক জায়গায় খোঁজাখুঁজি করেছেন কিন্তু কোথাও আপনার পছন্দমত উক্তিগুলো খুঁজে পাননি। শুধুমাত্র আমাদের ওয়েবসাইটে সকল আপনি পাবেন।

আপনি যদি চান তাহলে এসবের উক্তিগুলো আপনি কপি করে আপনার সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করতে পারেন। আপনি যদি কপি করে এগুলো আপনার সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেন তাহলে অনেকেই এসবের উক্তিগুলো পড়বে এবং তারা আপনার উপলব্ধি সম্পর্কে উদ্বুদ্ধ হবে। আর তাই আপনি অবশ্যই আমাদের এই সকল প্রবন্ধগুলো পড়ুন। আর এই সকল প্রবন্ধ থেকে আপনার পছন্দমত উক্তি গুলো সংগ্রহ করুন।

Leave a Comment