বাংলাদেশে অনেকে আছে যারা শখের বসে কবিতা পালন করে থাকে, আবার অনেকে আছে যারা ব্যবসায়িক উদ্দেশ্যে কবিতা পালন করে থাকে। আমাদের আজকের আর্টিকেলটি হল রেখার কবুতরের দাম সম্পর্কে। আপনারা পুরো আর্টিকেলটি পড়ার মাধ্যমে রেসার কবুতরের দাম ও পালন পদ্ধতি, ও রেসার কবুতর সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন। এমন অনেকে আছেন যারা একটি কবুতরের পিছনে লক্ষ টাকা খরচ করে থাকে।
রেসার কবুতর সম্পর্কে বলতে গেলে আমরা বলতে পারি এই কবুতর দেখতে অনেক সুন্দর হয়ে থাকে। এই কবুতর আপনি যত উঁচুতেই হোক, যত দূরেই হোক রেখে আসেন না কেন এই কবুতর আপন ঠিকানায় আবার চলে আসবে। এর কারণে এই কবুতর অনেক মানুষ লক্ষ্য টাকা খরচ করে কিনে থাকে ও লালন-পালন করে থাকে। যে কবিতর গুলো দিয়ে রেস প্রতিযোগিতা করা হয় সেই কবুতর গুলোকে রেসার কবুতর বলে।
রেসার কবুতর চেনার উপায়
রেসার কবুতর আপনি বিভিন্ন উপায়ে চিনতে পারবেন। একটি রেসার কবুতর দেখতে অনেক সুন্দর হয়ে থাকে। একটি রেসার কবুতর কমপক্ষে ৫০ কিলোমিটার দূর থেকে ছেড়ে দেয়ার পর সে যদি নিজ ঠিকানায় পৌঁছাতে পারে তাহলে সেই কবুতর টিকে রেসার কবুতর বলে ধরে নেয়া যেতে পারে। রেসে অংশগ্রহণ করে এমন অনেক জাতের কবুতর রয়েছে। যে কবুতরগুলো আপনারা পালন করতে পারেন রেস খেলার জন্য। হোমার জাতের এই কবুতর আপনারা কিভাবে চিনবেন এই কবুতরের চারপাশে ঘের না থাকা, এ কবুতরের পায়ের নখ বড় এবং বাঁকা হয়ে থাকে, এই কবুতরের ঠোঁট বাঁকা হয়ে থাকে, ঠোঁটের বাঁকানো অংশ থেকে মাথা পর্যন্ত সমতল হয়ে থাকে এই কবুতরের।
বাংলাদেশে অনেক জাতের কবুতর পাওয়া যায়। বাংলাদেশের কৃষি তথ্য মন্ত্রণালয়ের মতে পৃথিবীতে মোট ১২০ প্রজাতির কবুতর রয়েছে। বাংলাদেশে আমরা ২০ থেকে ২৫ প্রজাতির কবুতর দেখতে পাই। বাংলাদেশের মানুষ কবুতর পালন করে থাকে শখের বসে, কেউবা আবার ব্যবসায়িক উদ্দেশ্যে, কেউবা আবার চিত্র বিনোদনের জন্য কবুতর পালন করে থাকে।
আমরা বলতে পারি মাংস খাওয়ার জন্য বাসা বাড়িতে অনেক মানুষ কবিতায় পালন করে থাকে। বাংলাদেশে এখন অনেক খামার গড়ে উঠেছে যেগুলো কবুতর লালন পালন করে বিক্রি করা হচ্ছে ব্যবসায়িক উদ্দেশ্যে।বিশেষ করে ঢাকাতে অনেক মানুষ আছে যারা চিত্র বিনোদনের জন্য কবুতর লালন পালন করে থাকে। বিভিন্ন প্রতিযোগিতা তে অংশগ্রহণ করার জন্য এই কবুতর গুলো লালন পালন করা হয়ে থাকে।
বাংলাদেশী কয়েকটি দামি কবুতরের নাম
বাংলাদেশে বেশ কিছু দান করতে পাওয়া যায় যে রকম কিং কবুতর। এই কবুতর আপনারা একজোড়া ৪ হাজার থেকে 5000 টাকার মধ্যে পেয়ে যাবেন। এই কবুতর বিভিন্ন জায়গায় বিভিন্ন দামে বিক্রি হয়ে থাকে ৭ হাজার টাকা থেকে শুরু করে ৯০০০ টাকা পর্যন্ত এই কবুতর বিক্রি করতে দেখা যায় বিভিন্ন জায়গায়। বাংলাদেশের আরেকটি জনপ্রিয় কবুতর হল সিরাজী কবুতর সিরাজী কবুতরের দাম ১৫০০ টাকা থেকে শুরু করে ৩ হাজার টাকা হয়ে থাকে। একজোড়া সিরাজি কবুতরের বাচ্চার দাম ৬ থেকে ৭০০ টাকাতে কিনতে পাওয়া যায়।
বেশ কিছুদিন আগে বেলজিয়ামে একটি কবুতর 12 লক্ষ 52 হাজার ইউরোতে বিক্রি হয়েছে যার বাংলাদেশী মূল্য দাঁড়াই ১২ কোটি টাকা। এই কবুতরটি কিনে নিয়েছে চীনের একজন নাগরিক, তিনি যেই কবিতাটি বাংলাদেশি টাকা ১২ কোটি টাকা দিয়ে কিনেছে সেই কবুতরটি হলো বিশ্বের সবচেয়ে দূরপাল্লার রেসার কবুতর।
বর্তমান সময়ে বাংলাদেশ অনেক মানুষ এই রেসার কবুতর লালন-পালন করে থাকে করছে কারণ যতদিন যাচ্ছে ততই এর জনপ্রিয়তা বেড়ে যাচ্ছে। এ কারণে বাংলাদেশের অনেক সৌখিন মানুষ আছে যারা এই কবুতর লক্ষ্য টাকা খরচ করে হলেও কেনা বেচা করছে।