এক ম্যাচে সর্বোচ্চ গোলের রেকর্ড

আন্তর্জাতিক ফুটবলে এখন প্রায় সব দল গুলোই বেশ শক্তিশালী হয়ে উঠেছে। ফুটবলের প্রতিটি ম্যাচে এখন বেশ জমজমাট হয়ে ওঠে। বিশ্বকাপে যে দলগুলো প্রতিদ্বন্দ্বিতা করে তারা প্রায় সম শক্তির হওয়ায় প্রতিটি ম্যাচ উত্তেজনায় ভরপুর হয়ে ওঠে। বিশ্বকাপ শুরু হবার আগে কেউই কল্পনা করতে পারে না কোন দল শেষ পর্যন্ত চ্যাম্পিয়ন হতে পারে। বিশ্বকাপ জেতার জন্য প্রতিটি দলগুলোকে ভালো খেলার পাশাপাশি ভাগ্যের দিকেও তাকিয়ে থাকতে হয়। কখনো কখনো ভাগ্য সহায় না হওয়ায়

টুর্নামেন্ট থেকে বিদায় নিতে হয়। যে দলগুলো বিশ্বকাপ খেলে এই দলগুলোর বাইরেও পৃথিবীতে অনেক শক্তিশালী দল রয়েছে যারা বড় বড় ফুটবল পরাশক্তিগুলো কেও হারিয়ে দিতে পারে নিজেদের দিনে। একটি ফুটবল ম্যাচ শুরু হবার আগে কেউই এর ভবিষ্যৎবাণী লিখে দিতে পারেনা। ফিফা র‍্যাংকিংয়ের একদম শেষের দিকের দলগুলো অনেক সময় প্রথম দিকের দলগুলোকে হারিয়ে দেয়। কখনো কখনো আবার এক ম্যাচে অনাকাঙ্ক্ষিতভাবে প্রচুর গোল হয়ে যায়।

২০১৪ সালের বিশ্বকাপের কথা ধরা যাক, এই বিশ্বকাপের সেমিফাইনালে উঠেছিল স্বাগতিক ব্রাজিল। সেমিফাইনাল ম্যাচ শুরু হবার আগে কেউই কল্পনা করতে পারেনি এই ম্যাচে জার্মানি ব্রাজিলকে ৭-১ গোলে হারাবে। সেমিফাইনাল এর মত বড় ম্যাচে এতগুলো গোল খাওয়া সত্যিই অস্বাভাবিক ছিল। ব্রাজিলের মত শক্তিশালী একটি দল নিজেদের মাঠে এভাবে হেরে যাবে এমনটা হয়তোবা কেউ ধারণা করতে পারেনি। যদিও এমনটা ঘটেছে।

অনেক সময় র্যাঙ্কিং এর প্রথম সারির দলগুলোর সাথে শেষের সারির দলগুলোর ম্যাচ অনুষ্ঠিত হলে একের পর এক গোল হতে থাকে। হর হামেশাই আমরা দশ থেকে বিশ গোলের ব্যবধানে অনেক দলকে হারতে দেখি। এত গোলের ব্যবধানের কথা শুনে অনেকে হয়তো অবাক হয়ে যেতে পারেন কিন্তু বাস্তবে এমনটাই ঘটে। আন্তর্জাতিক ম্যাচগুলোতে এতগুলো গোল হলে এমন একপাশে খেলা দেখে দর্শকরা খুব বেশি আনন্দ পান না।

অনেকের মনেই এমন প্রশ্ন জাগে যে আন্তর্জাতিক ফুটবলে সবচেয়ে বেশি গোল হয়েছিল কোন ম্যাচে। এ প্রশ্নের উত্তর খুঁজতে গেলে আন্তর্জাতিক ফুটবলের পুরো পরিসংখ্যান নিয়ে বসতে হবে। স্বীকৃত ম্যাচগুলোর মধ্যে কোনটিতে সবচেয়ে বেশি গোল হয়েছিল তা খোঁজা সত্যিই বেশ কঠিন কাজ। এই প্রযুক্তির যুগে এসে এই ধরনের তথ্যগুলো সংরক্ষণ করা সহজ হলেও অনেক আগে এইসব তথ্য সংরক্ষণ করা সহজ ছিল না। এই ধরনের অনেক প্রশ্নের উত্তর আমরা ফিফার অফিসিয়াল ওয়েবসাইটে গেলে পেয়ে যাব। শুধু ফিফার অফিসিয়াল ওয়েবসাইটেই নয়, ফুটবল নিয়ে এমন অনেক ওয়েবসাইট আছে যারা এসব পরিসংখ্যান নিয়ে কাজ করে।

আন্তর্জাতিক ফুটবলে বড় বড় দলগুলোর সাথে ছোট ছোট দলগুলো খেলার সুযোগ খুব বেশি পায় না। যখন খেলার সুযোগ পায় তখন আবার অনেক বেশি গোলের ব্যবধানে হেরে যায়। এই ম্যাচগুলো আবার সবচেয়ে বেশি গোলের রেকর্ড গড়ে। উদাহরণ স্বরূপ আমরা বলতে পারি আর্জেন্টিনা জার্মানি কিংবা ব্রাজিলের মতো দলগুলোর সাথে বাংলাদেশ খেলার সুযোগ পায় না। খেলার সুযোগ না পাওয়ার পেছনে বড় কারণ হলো এই দলগুলোর সাথে বাংলাদেশের অনেক বড় ব্যবধান।

এইসব দলের সাথে বাংলাদেশ খেলতে গেলে হয়তো বা অনেক বেশি গোলের ব্যবধানে হেরে যাবে তাই এই ম্যাচগুলোর খুব বেশি গুরুত্ব থাকবে না। যে দলগুলোর সাথে বাংলাদেশের মতো দল ন্যূনতম প্রতিদ্বন্দ্বিতা ঘটতে পারবে তাদের সাথে নিয়মিত খেলে থাকে। তবে এমন একটি সময় আসবে যখন হয়তো বাংলাদেশের ফুটবল আরো ভালো পর্যায়ে যাবে।

আন্তর্জাতিক ফুটবলের সবচেয়ে বেশি 31 টি গোল হয়েছিল এক ম্যাচে। এ বিষয়ে আপনারা বিস্তারিত তথ্য পেয়ে যাবেন ফিফার ওয়েবসাইটে। সর্বোচ্চ গোলের এই রেকর্ডটি ভাঙ্গা খুব সহজ কাজ নয়। যেহেতু আন্তর্জাতিক ফুটবলের প্রায় প্রতিটি দলই এখন শক্তিশালী হয়ে উঠছে তাই এত গোলের ব্যবধানে কখনোই কোন দলকে হারানো সম্ভব হবে কিনা তা বলা যাচ্ছে না।

Leave a Comment