প্রিয় বন্ধুগণ আজকে আমরা আপনাদের ব্যাংকিং সেবা সম্পর্কে কিছু তথ্য জানাতে চাই এবং আপনাদের কিছু সহজ প্রশ্নের উত্তর দিয়ে আপনাদের সাহায্য করতে চাই। আপনারা যারা নতুন ব্যাংকে একাউন্ট খুলেছেন তারা হয়তো ব্যাংকিং সম্পর্কে অনেক তথ্য জানেন না। এতে লজ্জা বোধ করার কিছুই নেই এটা একদম স্বাভাবিক। অ্যাকাউন্ট খোলার পর আপনি সেই একাউন্ট কে বিভিন্নভাবে ব্যবহার করতে পারেন। যেমন আপনি যদি ধনী ব্যক্তি হয়ে থাকেন তাহলে একটু অ্যাকাউন্ট খুলে আপনি সেই একাউন্টে ব্যাংক ব্যালেন্স রাখতে পারেন এটা সম্পূর্ণ নিরাপদ এবং আপনার নির্ধারিত ব্যাংক ব্যালেন্স অনুযায়ী আপনি প্রতি মাসে কিছু পরিমাণ লাভও পাবেন।
তারপরে আপনি যদি একটি একাউন্ট খুলে টাকা জমা করতে চান তাহলে অল্প অল্প করে মাসিক কিস্তিতে আপনি আপনার একাউন্টে একটি বড় অংকের টাকা জমিয়ে ফেলতে পারবেন। অনেকের প্রশ্ন থাকে যে একাউন্টে কিভাবে টাকা জমা দেওয়া হয়?টাকা জমা করার জন্য প্রথমে অবশ্যই আপনার একটা বৈধ অ্যাকাউন্ট হতে হবে। সেই অ্যাকাউন্টে একটা নমিনি হতে হবে। এবং প্রয়োজনীয় আপনার সকল তথ্য সেই অ্যাকাউন্টে ইনপুট করতে হবে। এভাবে একটি সফল অ্যাকাউন্ট তৈরি করে আপনিও আপনার একাউন্টে অল্প অল্প করে টাকা জমা করতে পারবেন।
ইসলামী ব্যাংকে থাকা আপনার একাউন্টে যদি আপনি টাকা জমা করতে চান বা কোথাও থেকে টাকা পাঠাতে চান, তবে কি করতে হবে তা নিয়ে এই পোস্টে আলোচনা করা হয়েছে। আশা করি আপনার উপকারে আসবে।
ইসলামী ব্যাংকে টাকা জমা দেওয়ার নিয়ম একাধিক রয়েছে। আপনি বিভিন্ন উপায়ে আপনার ইসলামী ব্যাংক একাউন্টে টাকা জমা করতে পারবেন, এমনকি ঘরে বসেও এটা করা সম্ভব। কিভাবে সহজে ইসলামী ব্যাংকে টাকা জমা দেওয়া যায় তা নিয়ে থাকছে আমাদের আজকের এই পোস্ট। চলুন তাহলে শুরু করা যাক।
ইসলামী ব্যাংকে টাকা জমা দেওয়ার নিয়ম কি কি?জমা বই দিয়ে ইসলামী ব্যাংকে টাকা জমা দেওয়ার নিয়ম।বিকাশ থেকে টাকা জমা দেয়ার নিয়ম।নগদ থেকে ইসলামী ব্যাংকে টাকা ট্রান্সফার।এই সকল পদ্ধতিতে টাকা জমা দেওয়ার সকল তথ্য আপনারা জানতে পারবেন।আপনার যদি ইসলামী ব্যাংকে একটি একাউন্ট থাকে তাহলে নিশ্চই একাউন্ট করার পর ব্যাংক আপনাকে একটি জমা বই দিয়েছে। এই জমা বই ব্যবহার করে আপনি আপনার একাউন্টে টাকা জমা করতে পারবেন। আবার বিকাশ বা নগদ থেকেও আপনার একাউন্টে আপনি টাকা জমা করতে পারবেন।
অনেকে অনলাইনে ইসলামী ব্যাংকের সেলফিন এপ ব্যবহার করে একাউন্ট করে থাকেন। যার কারণে তাদের কাছে জমা বই নাও থাকতে পারে। তারাও তাদের ইসলামী ব্যাংক একাউন্টে টাকা জমা করতে পারবেন। আসুন এক নজরে দেখে নেই ইসলামী ব্যাংকের টাকা জমা দেয়ার নিয়ম গুলো কি কি।
শাখার জায়গায় আপনার ব্যাংক শাখার নাম লিখুন। যেমনটি আমি লিখেছি, Rangunia শাখা।
মুদারাবা সঞ্চয়ি হিসাব নং- এই জায়গায় আপনার ব্যাংক একাউন্ট নাম্বার দিন।
নামের জায়গায় আপনার নাম (হিসাবধারীর নাম) লিখুন।
বিবরণে আপনার টাকার বিবরণ দিতেও পারেন অথবা টাকার পরিমাণ একবারে লিখে দিলেও চলবে।
মোট টাকার পরিমাণ- এর পাশে টাকার পরিমাণ অংকে লিখুন।
টাকা (কথায়) এর পাশে টাকার পরিমাণ কথায় বানান করে লিখুন।
ক্যাশিয়ার এবং অফিসার এর জায়গায় আপনার কিছু করার দরকার নেই, এটি ব্যাংকের পূরনীয় জায়গা।
জামানতকারীর স্বাক্ষর- এর জায়গায় আপনার স্বাক্ষর এবং নিচে আপনার মোবাইল নাম্বার দিন।তারপর এই জমা বই সহ ব্যাংকে আপনার টাকা জমা দিন ক্যাশ কাউন্টারে। জমা দিলে তারা টাকা গ্রহণ করে বইতে একটি সিল এবং স্বাক্ষর করে দিয়ে দিবে। সাথে বইয়ের দুই অংশের একটি অংশ কেটে নিয়ে নিবে। বাকি অংশ আপনার বইয়ের সাথে যুক্ত থাকবে টাকা জমা দেয়ার প্রমাণ হিসেবে।এভাবে জমা বইটি পূরণ করে আপনি মাসিক ভাবে আপনার একাউন্টে টাকা জমা করতে পারবেন। মাসিক ভাবেও না আপনি চাইলে বড় অংকের টাকাও এভাবে বই এরকম পূরণ করে টাকা জমা করে ফেলতে পারবেন আপনার অ্যাকাউন্টে। অনলাইনের মাধ্যমে ও এই টাকা জমা করা একদম নিরাপদ।