সাইয়েদুল ইস্তেগফার দোয়া ছবি ডাউনলোড

আরবী শব্দ ‘ইস্তিগফার’ ( Istighfar ) ( الإستغفار ) এই শব্দের অর্থ ক্ষমা চাওয়া। আল্লাহতালার থেকে আমরা যেকোনো সময় ক্ষমা চাইলে তিনি যদি চান তাহলে আমাদের একটি ভালো কাজের জন্য ক্ষমা করে দিতে পারেন। ইসলামী শরীয়ত মোতাবেক আমরা দোয়া বা তওবা করার মাধ্যমে আমাদের আল্লাহতালার কাছ থেকে যে কোন পাপ কাজের ক্ষমা পেতে পারি। মহান আল্লাহতালা হল গাভীর অর্থাৎ ক্ষমাকারী, তিনি চাইলে আমাদের সকল পাপের বোঝা মাফ করে দিতে পারেন।

আল্লাহতালার নিকট দোয়া কল্যাণ এবং পরকালের সফলতা লাভের জন্য আমরা আল্লাহ তলার কাছে যেকোনো সময় দোয়া প্রার্থনা করতে পারি। ক্ষমা চাওয়ার বিভিন্ন উপায় রয়েছে, তবে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাই সাল্লাম সাইদুল ইস্তেগফার আমাদের প্রত্যেক মুসলিমকে পড়তে বলেছেন যে কোন পাপ কাজ থেকে মুক্তি পেতে চলুন দেখে নেয়া যাক মহানবী সাল্লাল্লাহু সাল্লাম আমাদের পাপ কাজ থেকে মুক্তি হতে কোন দোয়াটি পড়তে বলেছিলেন।

রাসূলুল্লাহ (ছাঃ) বলেন, ‘যে ব্যক্তি দৃঢ় বিশ্বাসের সাথে এই দো‘আ পাঠ করবে, দিনে পাঠ করে রাতে মারা গেলে কিংবা রাতে পাঠ করে দিনে মারা গেলে, সে জান্নাতী হবে’। ( সহিহ বোখারি: ৬৩০৬ )
اَللَّهُمَّ أَنْتَ رَبِّىْ لآ إِلهَ إلاَّ أَنْتَ خَلَقْتَنِىْ وَأَنَا عَبْدُكَ وَأَنَا عَلى عَهْدِكَ وَوَعْدِكَ مَا اسْتَطَعْتُ، أَعُوْذُبِكَ مِنْ شَرِّمَا صَنَعْتُ، أبُوْءُ لَكَ بِنِعْمَتِكَ عَلَىَّ وَأَبُوْءُ بِذَنْبِىْ فَاغْفِرْلِىْ، فَإِنَّهُ لاَيَغْفِرُ الذُّنُوْبَ إِلاَّ أَنْتَ-

উচ্চারণ : আল্লা-হুম্মা আনতা রববী লা ইলা-হা ইল্লা আনতা খালাক্বতানী, ওয়া আনা ‘আবদুকা ওয়া আনা ‘আলা ‘আহদিকা ওয়া ওয়া‘দিকা মাসতাত্বা‘তু, আ‘ঊযুবিকা মিন শার্রি মা ছানা‘তু। আবূউ লাকা বিনি‘মাতিকা ‘আলাইয়া ওয়া আবূউ বিযাম্বী ফাগফিরলী ফাইন্নাহূ লা ইয়াগফিরুয্ যুনূবা ইল্লা আনতা।

অর্থ : ‘হে আল্লাহ! তুমি আমার পালনকর্তা। তুমি ব্যতীত কোন উপাস্য নেই। তুমি আমাকে সৃষ্টি করেছ। আমি তোমার দাস। আমি আমার সাধ্যমত তোমার নিকটে দেওয়া অঙ্গীকারে ও প্রতিশ্রুতিতে দৃঢ় আছি। আমি আমার কৃতকর্মের অনিষ্ট হ’তে তোমার নিকটে আশ্রয় প্রার্থনা করছি। আমি আমার উপরে তোমার দেওয়া অনুগ্রহকে স্বীকার করছি এবং আমি আমার গোনাহের স্বীকৃতি দিচ্ছি। অতএব তুমি আমাকে ক্ষমা কর। কেননা তুমি ব্যতীত পাপসমূহ ক্ষমা করার কেউ নেই’।

ক্ষমা প্রার্থনার নিয়ম ও দোয়া

ইবাদতের যে, হক আদায় করা আমাদের কর্তব্য তা পালনেও আমাদের গাফলতি অপরিসীম। তাছাড়া দৈনন্দিন জীবনে আমরা যেভাবে ইচ্ছায়-অনিচ্ছায় কথা, কাজ ও ইবাদত-বন্দেগিতে ভুল-ত্রুটি করি, সে জন্য আল্লাহ তাআলার নিকট ক্ষমা প্রার্থনা ছাড়া কোনো উপায় নেই।

– أَستَغْفِرُ اللهَ

উচ্চারণ: ‘আস্তাগফিরুল্লাহ।’

অর্থ: আমি আল্লাহর ক্ষমা প্রার্থনা করছি।

নিয়ম: প্রতি ওয়াক্ত ফরজ নামাজের সালাম ফেরানোর পর রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এ ইসতেগফারটি ৩ বার পড়তেন।’ ( মিশকাত )

– أَسْتَغْفِرُ اللهَ وَأَتُوْبُ إِلَيْهِ

উচ্চারণ: ‘আস্তাগফিরুল্লাহা ওয়া আতুবু ইলাইহি।‘

অর্থ: আমি আল্লাহর ক্ষমা প্রার্থনা করছি এবং তাঁর দিকেই ফিরে আসছি।

নিয়ম: এ ইসতেগফারটি প্রতিদিন ৭০/১০০ বার পড়া। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম প্রতিদিন ৭০ বারের অধিক তাওবাহ ও ইসতেগফার করতেন।’ ( বুখারি )

– رَبِّ اغْفِرْ لِيْ وَتُبْ عَلَيَّ إِنَّكَ (أنْتَ) التَّوَّابُ الرَّحِيْمُ

উচ্চারণ: ‘রাব্বিগ্ ফিরলি ওয়া তুব আলাইয়্যা ইন্নাকা ( আংতাত) তাওয়্যাবুর রাহিম।’

অর্থ: ‘হে আমার প্রভু! আপনি আমাকে ক্ষমা করুন এবং আমার তাওবাহ কবুল করুন। নিশ্চয় আপনি মহান তাওবা কবুলকারী করুণাময়।’

নিয়ম: রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মসজিদে বসে এক বৈঠকেই এই দোয়া ১০০ বার পড়েছেন।’ ( আবু দাউদ, ইবনে মাজাহ, তিরমিজি, মিশকাত )

সাইয়েদুল ইস্তেগফার দোয়া ছবি ডাউনলোড

সবশেষে বলতে চাই আল্লাহ তাআলার কাছে সবসময় আমাদের দোয়া প্রার্থনা করতে হবে আমরা যদি কোন পাপ কাজ করে থাকি সে পাপ কাজ থেকে ক্ষমা একমাত্র আল্লাহ তা’আলা আমাদের করতে পারেন তাই আমাদের যে কোন কাজ করার আগে আল্লাহ তায়ালাকে স্মরণ করে কাজ করতে হবে তাহলে আমরা পাপ কাজ থেকে মুক্ত থাকতে পারবো ইনশাআল্লাহ।

Leave a Comment