মুসলমানদের নিকট অত্যন্ত পবিত্র জায়গা হচ্ছে মসজিদ। আল্লাহ তায়ালার সন্তুষ্টি অর্জনের জন্য মুসলমান ব্যক্তিরা মসজিদে গিয়ে নামাজ আদায় করে। কোরআন তিলাওয়াত করে এছাড়া আল্লাহ তায়ালার সন্তুষ্টি অর্জনের জন্য মসজিদকে অত্যন্ত পবিত্র একটি জায়গায় হিসেবে মুসলমানেরা অনেক বেশি সম্মান করে। মসজিদ নিয়ে বিভিন্ন ব্যক্তি বিভিন্ন ধরনের উক্তি করে গেছেন। যে উক্তিগুলো অত্যন্ত সুন্দর। তাছাড়া কুরআন হাদিসেও মসজিদ সম্পর্কে বিভিন্ন ধরনের কথা বা বর্ণনা করা হয়েছে। অনেকেই দেখা যায় যে মসজিদ নিয়ে সুন্দর সুন্দর উক্তি গুলো সংগ্রহ করার চেষ্টা করে।
মসজিদ নিয়ে বিভিন্ন ধরনের উক্তি পড়তে খুব পছন্দ করে। আপনিও কি মসজিদ নিয়ে বিভিন্ন ধরনের উক্তি সংগ্রহ করতে চাচ্ছেন? মসজিদ নিয়ে সুন্দর সুন্দর উক্তি গুলো পড়তে চাচ্ছেন? মসজিদ নিয়ে সুন্দর সুন্দর উক্তিগুলো আপনি নিজের সঙ্গে রাখতে চাচ্ছেন? তাহলে আপনি এই আর্টিকেলটি থেকে আপনার পছন্দমতো উক্তিটি সংগ্রহ করে নিতে পারেন। কারণ আমাদের আজকের আর্টিকেলটির মূল বিষয় হচ্ছে মসজিদ নিয়ে সুন্দর সুন্দর উক্তি গুলো উপস্থাপন করা।
মসজিদকে বলা হয় আল্লাহর ঘর। মসজিদ অত্যন্ত পবিত্র একটি জায়গা। মসজিদে গিয়ে মুসলমান ব্যাক্তি আল্লাহ তায়ালার ইবাদতের জন্য মশগুল থাকে। নামাজ আদায় করে কোরআন তেলাওয়াত করে। তাছাড়া আল্লাহ তায়ালার নামে জিকিরও করে মসজিদে। এজন্য মুসলমানদের নিকট মসজিদ অত্যন্ত পবিত্র একটি জায়গা। বর্তমান সময়ে খুবই সুন্দর সুন্দর ডিজাইনে মসজিদ তৈরি করা হচ্ছে। বর্তমান সময়ে দেখা যায় যে বিভিন্ন মসজিদ অনেক সুন্দর ডিজাইন তৈরি করা হয়েছে। মসজিদগুলো দেখলে আমাদের চোখ জুড়িয়ে যায়।
অনেক সুন্দর লাগে। এরকম বিভিন্ন সুন্দর সুন্দর মসজিদের ছবি আমাদের ওয়েবসাইটে বিভিন্ন আর্টিকেলের মাধ্যমে উপস্থাপন করা হয়েছে। আপনি যদি মসজিদ খুবই পছন্দ করেন এবং ছবি দেখলে আপনার যদি মন ভালো হয়ে যায় তাহলে আপনি সুন্দর সুন্দর মসজিদের ছবিগুলো সংগ্রহ করে আপনার কাছে রাখতে পারেন বা আপনার ফোনে সেভ করে রাখতে পারেন।
তাছাড়া এই মসজিদের ছবিগুলো আপনি দেখলে আপনার মন ভালো হয়ে যাবে। তাই আপনি এই ছবিগুলো নিজের ফোনের গ্যালারিতে সেভ করে রাখতে পারেন। এই ধরণের বিভিন্ন ছবি নিয়ে আমাদের ওয়েবসাইটে বিভিন্ন আর্টিকেল উপস্থাপন করা হয়েছে। সেই আর্টিকেলগুলো থেকে আপনি অত্যন্ত চমৎকার সব মসজিদের ছবিও পেয়ে যাবেন। মসজিদ সম্পর্কে বিভিন্ন মনীষীরা বিভিন্ন ধরনের উক্তি করে গেছেন। এ সকল উক্তিগুলো অনেক সুন্দর। আর আপনি যদি পড়েন তাহলে আপনার অনেক ভালো লাগবে। তাছাড়া কোরআন হাদিসে মসজিদ সম্পর্কে বিভিন্ন বর্ণনা দেওয়া হয়েছে। মসজিদের পবিত্রতা রক্ষার জন্য প্রত্যেকটা মুসলমান কাজ করে। আসলে মসজিদের পবিত্রতা রক্ষা করা আমাদের নৈতিক দায়িত্ব। অপবিত্র অবস্থায় প্রবেশ করা উচিত না।
তাছাড়া মসজিদ হচ্ছে আল্লাহর ঘর। এই আল্লাহর ঘরের পবিত্রতা এবং সৌন্দর্য আমাদের রক্ষা করতে হবে। কোনো ব্যক্তি অপবিত্র অবস্থায় মসজিদের প্রবেশ না করাই ভালো। আর মসজিদ হচ্ছে ইবাদতের জায়গা। তাই মসজিদে ইবাদত ছাড়া বিভিন্ন কাজ না করায় উত্তম। যেমন মসজিদে গিয়ে উচ্চ আওয়াজ করে হাসাহাসি করা, মসজিদে গিয়ে ঘুমানো, মসজিদে গালি গালাজ করা ইত্যাদি এই কাজগুলো করা যাবে না। কারণ এই কাজগুলো করার জায়গা মসজিদ নয়। মসজিদের পবিত্র রক্ষা করতে হবে। সবাইকে মসজিদের সম্মান করতে হবে।
আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় জায়গা হলো মসজিদ, আর সবচেয়ে নিকৃষ্ট (খারাফ) জায়গা হলো বাজার।
— সহিহ মুসলিম, হাদিস : ১৪১৪
যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য মসজিদ নির্মাণ করবে, আল্লাহ জান্নাতেও তার জন্য অনুরূপ ঘর নির্মাণ করবেন।
— সহিহ বুখারি, হাদিস : ৪৫০
কেয়ামত সংঘটিত হবে না, যতক্ষণ না মানুষ মসজিদ নিয়ে অহংকারে লিপ্ত হবে ।
— আবু দাউদ, হাদিস : ৪৪৯
নিশ্চই মসজিদ গুলো আল্লাহর জন্য । সুতরাং আল্লাহর সঙ্গে কাউকে ডেকো না।
— সুরা : জিন, আয়াত : ১৮
নিশ্চয়ই মসজিদ আবাদ করবে যারা আল্লাহ ও পরকালের প্রতি বিশ্বাস স্থাপন করে।
— সুরা : তওবা, আয়াত : ১৮
যে আল্লাহর মসজিদে তাঁর নাম স্মরণ করতে বাধা দেয় এবং তা বিরান করতে প্রয়াসী হয়, তার চেয়ে বড় জালিম আর কে ?
— সুরা : বাকারা, আয়াত : ১১৪
সাত ধরনের আমলের প্রতিদান মৃত্যুর পর কবরেও জারি থাকে।
১. যে ব্যক্তি কাউকে দ্বিনি ইলম শিক্ষা দেবে।
২. যে নদী প্রবাহিত করতে সহযোগিতা করবে।
৩. অথবা কূপ খনন করবে।
৪. অথবা গাছ রোপণ করবে।
৫. অথবা মসজিদ নির্মাণ করবে।
৬. অথবা কোরআন বিতরণ করবে।
৭. অথবা সুসন্তান রেখে যাবে যে তার মৃত্যুর পর তার জন্য দোয়া করবে।
— আল বাহরুজ জাখখার : ১৩/৪৮৪
মসজিদেরই পাশে আমার কবর দিও ভাই, যেন গোরে থেকেও মুয়াজ্জিনের আজান শুনতে পাই ।
— কাজী নজরুল ইসলাম
আল্লাহর নিকট সবচেয়ে প্রিয়তম স্থান হলো মসজিদ এবং সবচেয়ে নিকৃষ্টতর স্থান হলো বাজার।
– হযরত মুহম্মদ (স)
কিয়ামতের দিন আল্লাহর আরশের ছায়াতলে স্থান পাবে সেই ৭ শ্রেণির লোক, যাদের মধ্যে এক শ্রেণীর লোক এর মন মসজিদের সাথে আটকানো থাকে অর্থাৎ যখনই বের হয়ে যায়, আবার তৎক্ষণাৎ ফিরে আসে।
– হযরত মুহম্মদ (স)
যে ব্যক্তি একটি মসজিদ নির্মাণ করবেন, আল্লাহ তার জন্য জান্নাতে একটি ঘর তৈরী করে দিবেন; তবে সে মসজিদ যেন ঈমানদারদের মধ্যে বিভেদ সৃষ্টির উদ্দেশ্যে না হয়।
– হযরত মুহম্মদ (স)
মসজিদ বা মন্দির বা গীর্জার ভেতরে যে আছে সে ভিখারি নয়। সে ভক্তি ছাড়া আর কিছুই চায় না। বরং ভিক্ষা ঐ সমস্ত ব্যক্তিকে দাও, যারা মসজিদের বা উপাসনালয়ের বাইরে থালা নিয়ে বসে থাকে।
– সংগৃহীত
মসজিদের লাশের কাঠটা যেখানে আমার অপেক্ষায়; সেখানে আমি ব্যস্ত দুনিয়ার রঙ্গ তামাশায়।
– সংগৃহীত
মসজিদ- সুউচ্চ মিনারে সত্যের প্রতিবিম্বন, মসজিদ- পরকালীন মুক্তির সুনিশ্চিত সাধন।
– কাফাশ মুনহামাননা
মসজিদ একসাথে উচুঁ-নিচু, সাদা-কালো
মসজিদ একসাথে প্রশান্তির পূর্ণ আলো।
– কাফাশ মুনহামাননা
মসজিদ হলো মুমিন-মুসলিমদের প্রাণ
– সংগৃহীত
যে পুরুষ ব্যক্তি মসজিদে গিয়ে ৫ ওয়াক্ত সালাত আদায় করে না, আমি নিজ হাতে তার বাড়ি পুড়িয়ে দিতাম; যদি না সেখানে মহিলা ও বাচ্চারা থাকতো।
– হযরত মুহম্মদ (স)
হায়! একসময় মসজিদগুলো যাদুঘরে রুপান্তরিত হবে। মানবজীবনের বর্তমান বুদ্ধিবৃত্তিক পরিবর্তনের গতি ধারা এই ধ্বংসাত্মক পরিবর্তনটি বয়ে আনবে।
সবাই মসজিদে একটা উদ্দেশ্য নিয়েই যায়- তা হলো সালাত আদায়।
– সুজয় চৌধুরী
আমাদের সেই সমস্ত লোককে গভীরভাবে ভালোবাসা উচিত যারা মসজিদে যায়। আমরা যে এক ও অভিন্ন ধর্মের সত্ত্বাধিকারী।
– Khalil Gibran
আমি ধর্মভীরু লোক ছিলাম না। কিন্তু একদিন মসজিদে আহ্বানের ধ্বনি তথা আজান আমার কানে আসলো। এটা আমার হৃদয়কে গভীরভাবে নাড়া দিয়েছিলো এবং চোখে পানি এনে দিয়েছিলো।
– Shahin Najafi
আমি মসজিদ, মন্দির বা গীর্জা বা তথারূপ উপাসনালয়- সবটা ই পছন্দ করি।
কারণ সেখানে আর কিছুই নয়; একই সৃষ্টিকর্তাকে ভিন্ন ভিন্ন নামে ডাকা হয় মাত্র।
– Hafej
আমরা আল্লাহকে যেকোনো জায়গায়, যেকোনো সময়েই ডাকতে পারি। কেননা, আল্লাহ শুধু মসজিদের মধ্যে ই সীমাবদ্ধ নন।
– Shams Tabrizi
আর মসজিদ সম্পর্কে সুন্দর সুন্দর উক্তিগুলো পড়ার মাধ্যমে মসজিদের প্রতি আরো ভালো লাগা তৈরি হবে। তাছাড়া মুসলমান ব্যক্তির কাছে মসজিদ অত্যন্ত একটি পবিত্র স্থান। এ জায়গাটির পবিত্রতা রক্ষার জন্য প্রত্যেকটি মুসলমান চেষ্টা করে। মসজিদ নিয়ে যদি কোন ব্যক্তি খারাপ কথা বলে বা কটুক্তি করে তাহলে ধর্মপ্রাণ মুসলমান কখনোই তা সহ্য করবে না। প্রয়োজনে নিজের জীবন দিবে তবুও মসজিদের সম্মান রক্ষা করবে। মুসলমানদের নিকট মসজিদ একটি ভালোবাসার জায়গা, অনেক বেশি পবিত্র জায়গা এবং প্রচন্ড আবেগের জায়গা।