যারা কথা দিয়ে কথা রাখতে পারে তারা অত্যন্ত মূল্যবান ব্যক্তি। কিন্তু আমাদের সমাজে এমন অনেক মানুষ রয়েছে যারা কথা দিয়ে কথা রাখে না অথবা সময় আসলে সেই কথাটি ভুলে যাই। তাই কথা দিয়ে কথা রাখার বিষয়ে যে সকল উক্তি রয়েছে তা যদি একটা মানুষকে শোনাতে পারেন অথবা এ বিষয়ে যে বিশেষ হাদিস অথবা গুরুত্বপূর্ণ কথা রয়েছে তা যদি জানতে পারেন তাহলে হয়তো অনেকেই এ বিষয়ে সাবধান হয়ে যাবেন। হয়তো পরিস্থিতির শিকারি অথবা লোকলজ্জার ভয়ে যখন আপনারা কাউকে কথা দিয়ে পরবর্তীতে সেটা রাখতে পারেন না তখন সেটা আরও বেশি লজ্জাজনক হয়ে ওঠে।
তাই আপনি যেমন এবং আপনার সামর্থ্য যেমন ঠিক সেভাবেই অন্যের কাছে যদি কথা দিতে পারেন তাহলে সেটা রক্ষা করা খুব সহজ হবে। দৈনন্দিন জীবনে আমরা যখন মানুষের সঙ্গে চলাফেরা করি তখন আমাদের কাছে হয়তো অনেকেই সাহায্যের জন্য আসে অথবা অনেকে যখন কিছু আবদার করে তখন হয়তো আপনারা লোকের লজ্জার ভয়ে হ্যাঁ বলে দেন। কিন্তু পরবর্তীতে পরিচিতি জনক ঘটনার কারণে যদি সেটা পূরণ করতে না পারেন তখন দেখা যায় যে নিজের কাছে যেমন লজ্জা লাগে আবার অনেকে এটা উড়িয়ে দেন।
কিন্তু আপনি যখন কথা দিয়ে কথা রাখবেন না তখন মানুষের বিশ্বাস নষ্ট করবেন এবং এর ক্ষেত্রে আপনি একজন মিথ্যাবাদী হয়ে যাবেন। মানুষের বিশ্বাস অর্জন করাটা অথবা মানুষের ভালোবাসা অর্জন করাটা যতটা কঠিন তার চাইতে বিশ্বাস ভাঙ্গা টা ততটাই সহজ। আর একটা মানুষকে যদি আপনি গাছে তুলে দিয়ে মই টান দেন তাহলে দেখা যাবে যে তার চাইতে কষ্টকর ওই ব্যক্তির কাছে আর কিছুই থাকবে না। মানুষের মনে আশা ভরসার জায়গা সৃষ্টি করার পরে আপনি যদি কথা রাখতে না পারেন তাহলে সেটা খুবই খারাপ দেখাবে।
তাই যখন কাউকে কোন কথা দিবেন অথবা লোকের ভয়ে যদি কথা দিয়ে থাকেন তাহলে সেটা অবশ্যই পূরণ করার চেষ্টা করতে হবে। যদি সেটা পূরণ করতে অসমর্থ হয়ে থাকেন এবং আপনি যদি লজ্জার কারণ এটা বলতে না পারেন তাহলে বলব যে অবশ্যই আপনাকে না বলতে হবে এবং এ বিষয়ে স্পষ্টভাষী হতে হবে। তাই দুনিয়ার জীবনে আমাদেরকে স্পষ্টভাষী হতে হবে এবং যাকে আমরা কথা দিব সেই কথা অবশ্যই নিজের জীবনের সর্বোচ্চ চেষ্টা করার মাধ্যমে পালন করতে হবে।
কারণ আপনি যে ব্যক্তিকে কথা দিয়েছেন অথবা যেখানে যোগদান করার কথা বলেছেন তারা অবশ্যই আশা করে থাকবে আপনার উপস্থিত হওয়ার জন্য। তাই সকল পরিস্থিতি বিবেচনা করে আপনারা সঠিক সময় সঠিক সিদ্ধান্ত গ্রহণ করবেন। কথা দিয়ে কথা না রাখতে পারার কারণে অনেক সময় চিটার অথবা বেইমান এর মত কথা শুনতে হতে পারে। এই সকল পরিস্থিতি বিবেচনা করে এবং বাস্তবতার নিরিখে আপনারা যদি কাউকে কথা দিয়ে থাকেন তাহলে সেটা অবশ্যই রক্ষা করতে হবে।
আর কথা দিয়ে কথা না রাখার শাস্তি যে কতটা ভয়াবহতা আপনারা এখানে প্রদান করা বিভিন্ন ধরনের উক্তির মাধ্যমে পড়তে পারেন। কথা দিয়ে কথা রাখতে হলে অবশ্যই আমাদেরকে সঠিকতা অবলম্বন করতে হবে এবং সর্বোচ্চ চেষ্টা করতে হবে। বাস্তবিক জীবনে আপনি যদি মানুষের সঙ্গে চলাফেরার ক্ষেত্রে কথা দিয়ে কথা রাখতে পারেন তাহলে আপনি একজন মূল্যবান মানুষ অথবা ভাল মানুষ হিসেবে পরিচিত হবেন।
১. তোমরা আল্লাহ এবং পরস্পরের সাথে করা ওয়াদা পূর্ণ করো। আর আল্লাহকে সাক্ষী রেখে কৃত ওয়াদা ভঙ্গ করো না ।
— সূরা নাহল : আয়াত ৯১
২. প্রকৃত ইমানদার যখন ওয়াদা করে, তখন তা রক্ষা করে ।
— সূরা বাকারা : আয়াত ১৭৭
৩. কেউ যদি ওয়াদা রক্ষা করে এবং আল্লাহকে ভয় করে, তবে সে জেনে রাখুক, আল্লাহ এমন খোদাভিরুদের ভালোবাসেন।
— সূরা আল ইমরান : আয়াত ৭৬
৪. মুনাফিকের চিহ্ন তিনটি। যখন কথা বলে মিথ্যা বলে, ওয়াদা করলে তা ভঙ্গ করে এবং আমানত রাখলে তার খিয়ানত করে।
— বুখারি : হাদিস ৩৩
৫. তোমরা ওয়াদা রক্ষা করো। ওয়াদা রক্ষার ব্যাপারে তোমাদের প্রশ্ন করা হবে।
— সূরা বনি ইসরাইল : আয়াত ৩৩
৬. ধ্বংস তার জন্য, ধ্বংস তার জন্য, ধ্বংস তার জন্য, যে ওয়াদা করলো অতঃপর তা রক্ষা করলো না।
— মু’জামুল আওসাত : ৩৬৪৮, তারিখে দিমাশক : ৫৬১১৯
৭. মুমিনদের জন্য ওয়াদা হলো ঋণস্বরূপ ।
— আল হাদিস
৮. যে ব্যাক্তির ওয়াদার ঠিক নেই, তার ধার্মিকতার ঠিক নেই ।
— সহিহ ইবনু হিব্বান : ১৯৪
৯. অতএব, আপনি সবর করুন। আল্লাহর ওয়াদা সত্য। যারা বিশ্বাসী নয়, তারা যেন আপনাকে বিচলিত করতে না পারে।
— সূরা আর রুম, আয়াত: ৬০
১০. পরাজিতরা এমন প্রতিশ্রুতি দেয় যা তারা প্রায়ই ভঙ্গ করে। বিজয়ীরা এমন প্রতিশ্রুতি দেয় যা তারা সবসময় রাখে ।
— ডেনিস ওয়েটলি
১১. কিছু জিনিস আছে যা আপনাকে প্রতিশ্রুতি দিতে হবে না। তাই শুরু করতে বাধা নেই ।
— রিক ইয়ানসি
১২. একটি সুন্দর প্রত্যাখ্যান একটি দীর্ঘ প্রতিজ্ঞার চেয়ে ভালো ।
— আলী ইবনে আবি তালিব
১৩. প্রতিজ্ঞা হলো সেই ব্যক্তির মতোই শক্তিশালী যে তা করে ।
— স্টিফেন রিচার্ডস
১৪. কারো উচিত নয় যে আপনাকে একটি প্রতিজ্ঞা করতে বলার বিশেষ করে যদি সে সমস্ত ঘটনা বিবেচনা না করে ।
— ব্রি ডেসপেইন
১৫. এমন শপথ করো না যা তুমি রাখতে পারবে না ।
— এলিজাবেথ হোয়াইট
১৬. জীবন অনেক সময় এত জটিল হয়ে যায় যে তখন পরিশ্রুতি ঠিক রাখা সম্ভব হয় না ।
— লি মনরো
১৭. প্রতিশ্রুতি দেয়া ছিলো অতীতের প্রয়োজনীয়তা আর ভাঙ্গা হলো বর্তমানের প্রয়োজনীয়তা।
— নিকোলো ম্যাকিয়াভেলি
১৮.খারাফ কোন প্রতিশ্রুতি রাখার চেয়ে ভেঙ্গে ফেলাই ভালো ।
— টমাস ফুলার
১৯. কারো কথা রাখার সর্বোত্তম উপায় হলো কথা না দেয়া ।
— নেপোলিয়ন বোনাপার্ট
২০. আপনি যতটা দিতে পারবেন তার চেয়ে বেশি প্রতিশ্রুতি দেবেন না, তবে সর্বদা আপনার প্রতিশ্রুতির চেয়ে বেশি দিন।
— লু হল্টজ
তাই কথা দিয়ে কথা রাখার ক্ষেত্রে অবশ্যই আমরা সঠিকতা অবলম্বন করব এবং এক্ষেত্রে আমাদের কথা যেন দুই রকম না হয় সে বিষয়ে অবশ্যই সচেতন থাকবো। মানুষের বিশ্বাস ও ভালোবাসা অর্জন করতে পারলে দেখবেন সেটা কতটা সম্মানের হয়ে থাকে এবং এর মাধ্যমে আপনি প্রকৃত শান্তি ও সফলতা খুঁজে পাবেন। আর এক্ষেত্রে যারা কথা দিয়ে কথা রাখেন না তারা আমাদের ওয়েবসাইট থেকে কথা দিয়ে কথা না রাখার উক্তি গুলো পড়ে দেখতে পারেন এবং এগুলো তাদের উদ্দেশ্যে শেয়ার করতে পারেন যারা কথা দিয়ে কথা রাখতে পারে না।