শেখ সাদীর উক্তি

আজকে আমরা এমন একটি ব্যক্তিত্ব বাক্তির লেখনী নিয়ে কথা বলব যিনি আমাদের কাছে অত্যন্ত পরিচিত এবং অত্যন্ত ভালো মানের একজন লেখক। তিনি অনেক জ্ঞানী মানের একজন মানুষ তাই এরকম জ্ঞানী মানের মানুষের লেখালেখি যদি পড়তে হয় তাহলে অবশ্যই আমাদের মধ্যে সেই জ্ঞানটুকু থাকতে হবে। শেখ সাদীর বিভিন্ন ধরনের লেখা পড়েছেন এবং তার লেখা তাদের ভালো লেগে থাকে তার গল্প যাদের ভালো লেগে থাকে তারা অবশ্যই আজকের প্রতিবেদন পড়বেন।

পুরো প্রতিবেদন জুড়ে শেখ সাদীর বিভিন্ন ধরনের গুরুত্বপূর্ণ কথা আমরা আলোচনা করব এবং বিভিন্ন ধরনের গুরুত্বপূর্ণ উক্তি নিয়ে আপনাদের সঙ্গে কথা বলব। আপনারা যদি আমাদের সঙ্গে থাকেন তাহলে অবশ্যই এ তথ্যগুলো আপনারা শুনতে পারবেন অথবা পড়তে পারবেন যা আপনাদের কাছে পছন্দের হতে পারে।

১. তিন জনের নিকট কখনো গোপন কথা বলিও না- (ক) স্ত্রী লোক. (খ) জ্ঞানহীন মূর্খ. (গ) শত্রু।
২. অকৃতজ্ঞ মানুষের চেয়ে কৃতজ্ঞ কুকুর শ্রেয়।
৩. আমি আল্লাহকে সবচেয়ে বেশী ভয় পাই, তার পরেই ভয় পাই সেই মানুষকে যে আল্লাহকে মোটেই ভয় পায় না।
৪. এমনভাবে জীবনযাপন করে যেন কখনো মরতে হবে না, আবার এমনভাবে মরে যায় যেন কখনো বেচেই ছিল না।
৫. হিংস্র বাঘের উপর দয়া করা নীরিহ হরিনের উপর জুলুম করার নামান্তর।
৬. যে সৎ, নিন্দা তার কোন অনিষ্ট করতে পারে না।
৭. প্রতাপশালী লোককে সবাই ভয় পায় কিন্তু শ্রদ্ধা করে না।
৮. দেয়ালের সম্মুখে দাঁড়িয়ে কথা বলার সময় সতর্ক হয়ে কথা বলো, কারন তুমি জান না দেয়ালের পেছনে কে কান পেতে দাঁড়িয়ে আছে।
৯. মুখের কথা হচ্ছে থুথুর মত, যা একবার মুখ থেকে ফেলে দিলে আর ভিতরে নেওয়া সম্ভব নয়। তাই কথা বলার সময় খুব চিন্তা করে বলা উচিত।
১০. মন্দ লোকের সঙ্গে যার উঠা বসা, সে কখনো কল্যানের মুখ দেখবে না।
১১. দুই শত্রুর মধ্যে এমন ভাবে কথাবার্তা বল, তারা পরস্পরে মিলে গেলেও যেন তোমাকে লজ্জিত হতে না হয়।
১২. বাঘ না খেয়ে মরলেও কুকুরের মতো উচ্ছিষ্ট মুখে তুলে না।
১৩. ইহ- পরকালে যাহা আবশ্যক তাহা যৌবনে সংগ্রহ করিও|
১৪. কোন কাজেই প্রমাণ ছাড়া বিশ্বাস করিও না|

শেখ সাদীর শিক্ষনীয় গল্প

সে সাদির বিভিন্ন ধরনের শিক্ষনীয় গল্প যারা পড়তে চাচ্ছেন তারা আমাদের এখান থেকে শেখ সাদীর লেখা বিভিন্ন ধরনের গল্প পড়তে পারেন। প্রত্যেকটা গল্প থেকে আপনি বিভিন্ন ধরনের শিক্ষনীয় জিনিস শিখতে পারবেন যা আপনার জীবনকে পরিবর্তন করতে পারে যা আপনার জীবনের অনেক অভিজ্ঞতাকে পরিবর্তন করতে পারে।

” আত্মা টা জীবন যার, তার ধ্বংস কিন্তু নেই, তার শরীরের মৃত্যু হতে পারে, কিন্তু অক্ষয় ও অমর নিজে সে”

” কখনো করো যদি আলোচনা, ও দেখাতে নিন্দা আর করো না “

” যে ব্যক্তি নিজের হাতে অর্জন করে, তাকে ছোট করতে পারে না হাতেম তাজের এর দান “

“যাহা না পারো বলিতে চোখের উপরে, তাহা অগোছরে বলিও না”

” কৃপণের টাকা উদঘাটিত হয় মাটির নিচে থেকে, আর কৃপণ ব্যাক্তি নিজে গিয়ে মাটির নিচে ঢুকে “

শেখ সাদীর জীবনী pdf

শেখ সাদীর জীবনে যারা pdf ডাউনলোড করতে চাচ্ছেন তারা ঝটপট আমাদের এখান থেকে পিডিএফ ডাউনলোড করুন। আমাদের এখান থেকে পিডিএফ টা সহজেই আপনারা ডাউনলোড করতে পারবেন এবং এই পিডিএফ নিজের যে কোন প্রয়োজনে ব্যবহার করতে পারবেন। আমাদের এখানে দাওয়া পিডিএফ গুলো অবশ্যই আপনারা ডাউনলোড করুন আমাদের লিংক ব্যবহার করে।

শেখ সাদীর প্রেমের কবিতা

সেখানে অনেক বড় মাপের একজন লেখক তাই তার লেখাগুলো হুবহু আমরা এখানে তুলে ধরার চেষ্টা করেছি। আমরা চেষ্টা করেছি পিডিএফ ফাইলের মাধ্যমে লেখাগুলোকে উপস্থিত করতে যাতে করে লেখাগুলোতে কোন ধরনের ভুল না হয় এবং আপনারা আমাদের এখান থেকে সুন্দরভাবে লেখাগুলো পড়তে পারেন চাইলে নিজের প্রয়োজনে সেগুলো ডাউনলোড করে রাখতে পারেন।

Leave a Comment