ঘামাচির ঔষধ

আপনার শরীরে কি ঘামাচি রয়েছে? ঘামাচির জন্য আপনি সঠিকভাবে জীবন যাপন করতে পারছেন না? যেকোনো সময় যে কোন জায়গায় গিয়ে আপনার শরীরের যে কোন জায়গায় চুলকানির জন্ম নিচ্ছে? আপনি যদি এ সকল সমস্যায় ভুগে থাকেন তাহলে আপনার শরীরের ঘামাচি হয়েছে এটা হয়তো আপনি বুঝতে পারছেন। আপনি এই ঘামাচি জন্য কি ওষুধ খাবেন সেটাও বুঝতে পারছেন না তাহলে আপনাকে বলতে চাই যে আপনি আমাদের আজকের এই প্রবন্ধটি মনোযোগ

সহকারে পড়ুন। আপনি যদি আমাদের এই প্রবন্ধটি মনোযোগ সহকারে পড়েন তাহলে এখানে আপনারা বেশ কিছু সহজ সমাধান খুঁজে পাবেন যে সকল সমাধান গুলো হয়তো আপনারা অন্য কোন ওয়েবসাইটেও খুঁজে পাবেন না। আমাদের এই প্রবন্ধ তে ঘামাচি দূর করার কিছু ঘরোয়া উপায় আপনাদেরকে জানানো হবে। আপনারা এই সকল উপায় গুলো সহজে উপলব্ধি করতে পারবেন এবং ঘরে বসে আপনি আপনার শরীরের ঘামাচি দূর করতে পারবেন। ঘামাচি ছোট-বড় বৃদ্ধ যে কারো হতে পারে। ঘামাচি একটি প্রাকৃতিক সমস্যা।

যেখানে ঘামাচি আক্রমণ করে আপনার শরীরে হয়তো কোন সময় আমাকে আক্রমণ করেছে। কিন্তু আপনি এই আক্রমণ থেকে নিজেকে দূরে রাখতে পারছেন না বা আপনার বাড়িতে হয়তো ছোট বাচ্চা রয়েছে তার শরীরের ঘামাচি আক্রমণ করেছে কিন্তু আপনি তার শরীর থেকে ঘামাচি সরাতে পারছেন না। তখন আপনাকে আমাদের আজকের এই প্রবন্ধটি পড়ার অনেক বেশি প্রয়োজনীয়তা হবে। কেননা আমাদের আজকের এই প্রবন্ধেই আমরা ঘরোয়া কিছু উপায়ে ঘামাচি থেকে নিজেদেরকে দূরে রাখার জন্য করনীয় কর্মকাণ্ডগুলো আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করছি। আপনারা মনোযোগ সহকারে এই প্রবন্ধটি শুরু থেকে শেষ পর্যন্ত পড়বেন।

ঘামাচি থেকে বাঁচার ঔষধ

ঘামাচি থেকে বাঁচার জন্য ঔষধ হিসেবে আপনারা আইসকুল পাউডার ব্যবহার করতে পারেন। আইসকুল পাউডার ব্যবহারের ফলে আপনারা অনেক সময় ঘামাচি থেকে অনেকটা আরাম পাবেন। তবে আপনাকে খেয়াল রাখতে হবে যে এই পাউডারটি অবশ্যই ভালো কোন কোম্পানি হতে হবে। আপনি যখন এই পাউডার ব্যবহার করবেন তখন আপনি অনেকটাই আরাম পাবেন। তবে আপনারা আরো একটি কাজ করতে পারেন সেটা হল দুইবেলা করে ক্যালামিন লোশন ব্যবহার করতে পারেন। এই লোশন ব্যবহারের সময় অবশ্যই খেয়াল রাখতে হবে যে এটা যেন কোনোভাবে আপনাদের মুখে না লেগে যায়।

ঘামাচি থেকে বাঁচার কিছু ঘরোয়া উপায় আপনাদের সামনে উপস্থাপন করছি মনোযোগ সহকারে এ সকল উপায় গুলো পড়ুন।

● আইস ব্যাক বা ঠান্ডা পানি নিয়ে ঘামাচির আক্রান্ত স্থানগুলোতে আপনি সেক দিতে পারেন আপনি যে স্থানে সেক দিবেন সেই স্থানে অন্তত পাঁচ থেকে দশ মিনিট সময় ধরে সেক দিবেন।

● ঘামাচির উপর ঘৃতকুমারী বা অ্যালোভেরা নির্যাস অথবা হলুদের সঙ্গে এলোভেরা নির্যাস মিশিয়ে লাগিয়ে রাখুন তারপর কিছুক্ষণ পরে সেটা ধুয়ে ফেলুন এতে বেশ ভালো উপকার পাওয়া যায়।

● ঘামাছি তাড়াতে নিমপাতা একটি দারুন নিরাময়ক হিসেবে কাজ করে গোলাপজল মিশ্রিত নিম পাতার রস ঘামাচির উপরে লাগালে ঘামাচি সহজেই মরে যায়।

● তক ও চুলের যত্নে মুলতানি মাটি ব্যবহার হয়ে আসছে অনেক দূর থেকেই তবে এটি চর্ম রোগের প্রাকৃতিক ঔষধ হিসেবে অনেক কার্যকরী ভূমিকা পালন করে এই মাটি গোলাপ জল দিয়ে পেস্ট করে ঘামাচির উপরে লাগিয়ে রাখলে আপনি সহজে ঘামাচি থেকে নিস্তার পাবেন।

● ঘামাচি দূর করতে বেকিং সোডা অনেক বেশি উপকারী ঠান্ডা পানিতে বেকিং সোডা মেশিয়ে নিলে সেখান থেকে আপনি ভালো কিছু উপকার পাবেন বেকিং সোডা মিশিয়ে তাতে পরিষ্কার কাপড়ের ভিজিয়ে যে স্থানে ঘামাচি বের হয়েছে সেখানে লাগিয়ে রাখুন এরপর ধীরে ধীরে সেটা মুছে ফেলুন।

● বৃষ্টির পানি দাঁড়াও ঘামাচি থেকে মুক্তি পাওয়া যায় বৃষ্টির পানিও ঘামাচি দূর করতে বিশেষ ভূমিকা পালন করে বৃষ্টি হলে আপনি বৃষ্টিতে ভিজতে পারেন বৃষ্টিতে ভিজলে আপনি ঘামাচি থেকে সহজেই নিজেকে দূরে রাখতে পারবেন।

সম্মানিত পাঠক মন্ডলীর, উপরে যে সকল উপায় গুলো দেখছেন এগুলো ঘরোয়া উপায় আপনার এগুলো ব্যবহার করে ঘামাচি থেকে নিজেকে দূরে রাখতে পারবেন।

Leave a Comment