রুপার চুরির ডিজাইন

অনেক আগে থেকেই রুপার চুরির প্রচলন রয়েছে বাংলাদেশে, বিশেষ করে একটি শিশুর জন্ম গ্রহণের পর আমাদের গ্রামে দেখা যেত তাদের রুপার চুরি বানিয়ে দেওয়া হয়। রুপার চুরি গুলো সাধারণ ডিজাইন হলেও সেগুলো দেখতে কিন্তু অসাধারণ লাগত। আগের মানুষ নিজের সন্তানদের অশুভ বিভিন্ন সমস্যা থেকে বাঁচাতে এ ধরনের অলংকার গুলো ছেলেদের হাতে ব্যবহার করত। বাজারে এখন বেশ কিছু রুপার বালা ডিজাইন এসেছে এই রুপার চুড়ি গুলো মেয়েরাও পড়ে থাকে। আপনি যদি আপনার হাতে থাকা মোবাইল ফোনটির মাধ্যমে রুপার ডিজাইন সম্পর্কে অনলাইনে থাকলে থাকেন তাহলে আপনি বিভিন্ন ধরনের ডিজাইন পেয়ে যাবেন।

রুপার চুড়ির ডিজাইন ছবি ডাউনলোড

একটা সময় ছিল যখন রুপার চুরি সহ নানা ধরনের অলংকার গুলো বেশ জনপ্রিয় ছিল। তারপর সোনা যখন সহজলভ্য হল তখন মেয়েরা সোনার গহনা বেশি পড়া শুরু করল। বর্তমান সময়ে সোনার অলংকারের দাম বেশি হওয়ার কারণে মেয়েরা আবার ঝকেছে রুপার অলংকারের পেছনে। সময়ের পরিক্রমায় বাংলাদেশে এখন রুপার অলংকারের চাহিদা বেড়েছে। নারীদের পছন্দের তালিকায় এখন সবচেয়ে বেশি জনপ্রিয় হচ্ছে রুপার চুরি। এ মুহূর্তে আমরা বেশ কিছু রুপা চুরির ডিজাইনগুলো আপনাদের সামনে তুলে ধরবো যেই ডিজাইনগুলো আশা করি আপনাদের অনেক পছন্দ হবে।

বাচ্চাদের রুপার চুড়ির ডিজাইন

আপনি যদি আপনার নিকটস্থ বিষয়ে প্রতিষ্ঠানগুলোতে যান তাহলে দেখতে পারবেন সেখানে অসংখ্য রুপার ডিজাইনের চুরিসহ নানা অলংকার পাওয়া যায়। সেই ডিজাইনগুলো অনেক জনপ্রিয় ও মন খারাপ হয়ে থাকে আপনি যদি রুপার কোন কিছু কিনতে চান আপনার অবশ্যই সেই জিনিস পছন্দ হয়ে যাবে। বিয়ে বাড়ির সহ বাচ্চাদের নানা অনুষ্ঠানে রূপার চুরির অনেক জায়গা রয়েছে। এই মুহূর্তে আমরা বাচ্চাদের রুপার চুরি ডিজাইনগুলো প্রকাশ করব। একটি শিশু জন্মগ্রহণ করার পরে তার হাতে চুড়ি পড়ে দেয়া হয়। সেই ডিজাইনগুলো আপনারা এই মুহূর্তে আমাদের এই আর্টিকেলের মাধ্যমে দেখতে পাবেন।

রুপার চুড়ির ডিজাইনও দাম

বাংলাদেশের স্বর্ণের উচ্চমূল্য হওয়ার কারণে রুপার ডিজাইনের প্রতি মানুষের এখন অনেক চাহিদা বেড়েছে। বর্তমান সময়ে আপনি যদি জুয়েলার্স দোকানে যান তাহলে আপনি রুপার সকল ধরনের গহনা পেয়ে যাবেন। গলার নেকলেস, হাতের বালা, হাতের চুড়ি, আন্টি সহ, ছেলেদের রুপার ব্রেসলেট, গলার চেন সহ নানা ধরনের পণ্য এখন রুপার তৈরি হয়ে থাকে। অনেক মেয়ে আছে যারা বিভিন্ন অনুষ্ঠানের ম্যাচিং করে পোশাক পড়তে বেশি স্বাচ্ছন্দ্যবোধ করে। তারাই তাদের পোশাকের সাথে ম্যাচিং করে রুপার ডিজাইনগুলো বানিয়ে নেই বর্তমান সময়ে। রুপার অলংকার গুলো প্রতিটা মানুষের সাধ্যের মধ্যে থাকার কারণে এখনকার তরুন , তরুণীরা রুপার অলংকার গুলো ব্যবহার করে থাকে।

বর্তমান সময়ে যে কোন অনুষ্ঠান, সেটা হতে পারে বিয়ে বাড়ি, জন্মদিন, ছেলেদের মুখে ভাত সহ নানা অনুষ্ঠানে মেয়েরা রুপার অলংকার গুলো পরিধান করে থাকে। রুপার জিনিসগুলো সবার সাধ্যের মতো পাওয়া যায় তবে আপনি কোন জিনিসটা কিনছেন সেটা ভেবে প্রপার পণ্যের দাম হয়ে থাকে। আপনি যদি রুপার একটি নাকফুল কিনতে চান তাহলে আপনি ২৫০ টাকা থেকে ৪০০ টাকার মধ্যে একটি রুপার নাকফুল পেয়ে যাবেন। আপনি যদি একটি বালা কিনতে চান তাহলে 2000 টাকা থেকে শুরু করে 5000 টাকার মধ্যে আপনি একটি হাতের বালা পেয়ে যাবেন।

অনেক মেয়ে আছে যারা মাথায় টিকলি পড়তে পছন্দ করে, টিকলি গুলো সচরাচর ৩০০০ টাকার মধ্যে আপনি পেয়ে যাবেন। অনেক মেয়ে আছে যারা হাতে রুপার ব্রেসলাইট ও ছেলেরাও গ্যাসলাইট পড়ে থাকে সেই ব্যাচ লাইট গুলো এক হাজার টাকা থেকে শুরু করে ৩০০০ টাকার মধ্যে আপনি বিভিন্ন মডেলের পেয়ে যাবেন। বিভিন্ন মডেলের উপর নির্ভর করে রুপার জিনিসের দাম হয়ে থাকে। আপনার সামর্থ্য অনুযায়ী আপনি চেষ্টা করবেন আপনার পছন্দের অলংকারটি নেওয়ার।

আপনি রুপার যেকোন জিনিস কেনার আগে আপনার বিশ্বস্ত জুয়েলার্স দোকান থেকে কিনবেন কারণ রুপার অলংকারের ভেতর এখন অনেক ভেজাল দেয়া হচ্ছে। আপনি শখ করে একটি জিনিস কিনেছেন সে জিনিসটি যদি কিছুদিন পরে কালো হয়ে যায় তাহলে আপনার মন খারাপ হয়ে যাবে। তাই আপনি চেষ্টা করবেন আপনার নিকটস্থ পরিচিত দোকান থেকে এই পণ্যগুলো ক্রয় করার।

Leave a Comment