আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুগণ। আশা করছি ভালো আছেন আপনারা সবাই। আপনারা যাতে সবাই ভাল থাকেন আল্লাহর কাছে এটাই প্রার্থনা করি।আজকে আমরা আবেগের কিছু ,কথা ভালোবাসার কিছু কথা সম্পর্কে আলোচনা করব। আমরা আমাদের পরিবারের কিছু কিছু সদস্যকে খুব বেশি ভালোবাসি। যেরকম আমাদের মা-বাবা। মা বাবা না থাকলে মনে হয় পৃথিবী থেমে যায়। বেঁচে থাকুক পৃথিবীর সকল মা-বাবা।
কিন্তু আমাদের ছোটবেলা থেকে স্নেহ ভালোবাসা দিয়ে যারা বড় করে আমাদের ছোট ছোট আবদার গুলোকে পূরণ করে। আমাদের সব ভুল মাফ করে দেয়। আমাদের করা সব ভুল তারা কখনোই মনে রাখে না। ভালোবাসার আরেক নাম দাদা দাদি। দাদা দাদী আমাদের এতই ভালোবাসে যে তাদের কাছে থাকতেই ভালো লাগে। যাদের দাদা-দাদী আছে তারাই বোঝে যে দাদা দাদী থাকলে পাশে কতটা সাপোর্ট ফিল হয়। যাদের দাদা-দাদী নেই তারাই বুঝতে পারে দাদা দাদির অপূর্ণতা কতখানি।
আমরা আমাদের বন্ধু-বান্ধব এবং আশেপাশের অনেক মানুষকে দেখে থাকি যারা অনেক বড় হওয়ার পরেও দাদা দাদির আদর পায়। বিয়ে-শাদী করার পরেও যাদের দাদা-দাদী বেঁচে থাকে তারাই তো আসল ভাগ্যবান। আর কোন কোন বাচ্চারা দাদা-দাদির আদর কি সেটা বুঝতে পারে না। কোন কোন বাচ্চারা জন্মের আগেই তাদের দাদা দাদি হারিয়ে ফেলে। আমার কোন কোন বাচ্চারা ছোটবেলায় তাদের দাদা-দাদী হারায়। যাদের দাদা-দাদি নেই তারা হয়তো কোনদিন বুঝতেও পারে না তারা জীবনে কি মধুর ভালবাসা মিস করে গেছে। বাচ্চারা কোন ভুল করলে সেই ভুল ক্ষমা করে দিতে দাদা দাদির তুলনা হয় না। মায়েরা যখন বাচ্চাদের বকে তখন দাদা-দাদি বাচ্চাদের একমাত্র আশ্রয় স্থল।
আজকে এই আর্টিকেলটিতে আমরা দুঃখ ভারাক্রান্ত সুর নিয়ে দাদার মৃত্যুর স্ট্যাটাস গুলো শেয়ার করব। আমরা আমাদের জীবন থেকে যখন দাদাকে হারিয়ে ফেলি তখন মনে পড়ে যায় সেই পুরনো দিনের ভালবাসার মুহূর্তগুলো। মনে পড়ে যায় প্রতি দিনকার সেই কথা। মনে পড়ে যায় দাদার প্রতি ঘটে যাওয়া অবহেলার কথাগুলো। তাই যারা তাদের দাদাকে হারিয়েছ দাদার স্মৃতিস্বরণের কিছু স্ট্যাটাস আমরা সোশ্যাল মিডিয়াতে শেয়ার করতে পারি। চলো তাহলে দাদার মৃত্যু নিয়ে আবেগময় কিছু স্ট্যাটাসের উদাহরণ দেখে নেওয়া যাক।
১// দাদা তুমি আমার দেখা শ্রেষ্ঠ মানুষ ছিলে। তোমার মত দয়ালু এবং আদর্শ মানুষ আর হয় না। দাদা তুমি কোথায় চলে গেলে? তোমার সঙ্গে দুপুর বেলার সেই মুহূর্তগুলো খুব মনে পড়ে। যেখানেই থাকো ভালো থাকো।
২// দাদা যখন আপনি ছিলেন তখন আপনার কদর করিনি। রাগের মাথায় কতই কথা বলেছি। তারপরেও আপনি আমার প্রতি কখনো রাগ করেননি। কিন্তু আজকে এক বুক ভরা কষ্ট নিয়ে কিছু লিখছি আপনার জন্য। নিজেকে অপরাধী মনে হয়। আপনি এখন আর নেই যদি আপনি থাকতেন তাহলে আপনার গলা ধরে বলতাম যে আমি আপনাকে কতটা ভালোবাসি।
৩// দাদা তুমি কোথায় চলে গেলে। আর কোনদিনও তোমাকে দেখতে পাবো না। এইতো বাড়ির এই কোণের ঘরটাতে সারাদিন শুয়ে থাকতে। আছে মানুষটা আর নেই। কোথায় হারিয়ে গেলে দাদা তুমি।
৪// দাদা তোমাকে অনেক ভালোবাসি। তোমাকে ছেড়ে প্রতিটা মুহূর্ত আমার খুব কষ্টে যাচ্ছে। সব সময় মনে পড়ে যে আমার দাদাটা আর এই পৃথিবীতে নেই। জীবনে যখনই একটু হাসির মুহূর্ত আসে তখনই তোমার মুখটা চোখের সামনে ভেসে বেড়ায়। তোমাকে অনেক মিস করি দাদা। পরপারে ভালো থেকো।
দাদা থাকতে আমরা বুঝতে পারি না কিন্তু একবার যখন পৃথিবী ছেড়ে চলে যায় তখন বোঝা যায় যে মানুষটা কত ভালো ছিল। সে মন থেকে আমাদের ভালোবাসতো।
পারিবারিক মানুষ বলতে কী বোঝায় তার একটি নিখুঁত উদাহরণ ছিল আমার দাদা। তাকে মিস করা হবে, কিন্তু তার উত্তরাধিকার তার পরিবারে বেঁচে থাকবে। আপনি এই পৃথিবী থেকে চলে গেছেন, দাদা, কিন্তু আপনি সবসময় আমার হৃদয়ে উপস্থিত থাকবেন। আমার দাদার আত্মা শান্তিতে থাকুক। দাদা আপনি যেখানেই থাকেন সবসময় ভালো থাকবেন এটাই আল্লাহর কাছে দোয়া করি।