নিজেকে নিয়ে কষ্টের স্ট্যাটাস

আপনার মনের মধ্যে হয়তো অনেকগুলো কষ্ট জমে আছে। আপনি সকল কষ্টগুলো প্রকাশ করতে পারছেন না? আপনি আপনার মনের কষ্টগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে উল্লেখ করতে যাচ্ছেন কিন্তু আপনি আপনার মনের কথা প্রকাশ করতে পারছেন না। আর তাই আপনাদেরকে বলছি আপনারা আমাদের এই প্রবন্ধটি মনোযোগ সহকারে পড়ুন। তাহলে এখানে অনেকগুলো স্ট্যাটাস আপনারা খুঁজে পাবেন এই সকল স্ট্যাটাস গুলো আপনি আপনার সামাজিক যোগাযোগ মাধ্যমে উল্লেখ করতে পারেন।

অনেকেই আমাদের কাছ থেকে এসব স্ট্যাটাস গুলো চেয়েছে কিন্তু তাদের কাছে এসব স্ট্যাটাস গুলো কখনো পৌঁছাবে না। কেননা তারা আমাদের পাঠক নাই তারা আমাদের প্রবন্ধ পড়ে না। তারা যদি আমাদের প্রবন্ধ পড়তো তাহলে তারা আমাদের কাছ থেকে এসব স্ট্যাটাস গুলো কখনো এই সকল স্ট্যাটাস গুলো খুঁজতো না। তারা সরাসরি আমাদের ওয়েবসাইটে এসে ওয়েবসাইট থেকেই এসব স্ট্যাটাস গুলো সংগ্রহ করতে পারত। ওয়েবসাইট থেকে যেহেতু এইসব স্ট্যাটাস গুলো সংগ্রহ করতে পারছে না তাই আমাদের কাছ থেকে এসব স্ট্যাটাস গুলো সংগ্রহ করতে হচ্ছে।

আপনিও আমাদের কাছ থেকে এসে সকল স্ট্যাটাস গুলো সংগ্রহ করুন যাতে করে এগুলো আপনাদের অনেক বেশি কাজে আসে। আপনি যদি মনে করেন এসব স্ট্যাটাস গুলো আপনারা সংগ্রহ করে রেখে দিবেন তাহলে পরবর্তীতে এসব স্ট্যাটাস গুলো সংগ্রহ করে রেখে দিতে পারেন। যেকোনো সময় এইসব স্ট্যাটাস গুলো আপনার কাজে আসবে যেকোনো সময় স্ট্যাটাস গুলো আপনি ব্যবহার করতে পারবেন। যেকোনো জায়গায় আপনি এই সকল চ্যানেলগুলো উল্লেখ করে আপনার মনের অভিব্যক্তি প্রকাশ করতে পারবেন।

সম্মানিত পাঠক মণ্ডলী নিচে আপনি বেশ কিছু স্ট্যাটাস দেখছেন। এ সকল স্ট্যাটাস গুলো আপনি সংগ্রহ করুন সংগ্রহ করে আপনার নিজের কাছে রেখে দিন।

১. নিজের মানুষ কে হারাতে যতটা না কষ্ট হয়, তার থেকে বেশি কষ্ট হয় নিজের মানুষকে অন্য কারো হয়ে যেতে দেখে।

২. পৃথিবী অনেক সুন্দর হয়, যদি সুন্দর চোখে দেখা যায়। জীবন অনেক সহজ হবে যদি তা তুমি সহজে গ্রহণ কর।

৩. পথচলা আমার থাক, তোমার থাকুক শুধু পথ।

৪. না পাওয়ার কষ্ট যার সহ্য হয়ে গেছে, সে আর পাওয়ার জন্য উতলা হয়ে ওঠে না।

৫. আমি নিজে কেমন জানি হয়ে গেছি। কিছুই ভালো লাগে না।

৬. কিছু কিছু কথা আছে বলতে পারিনা। এমন কিছু কষ্ট আছে সইতে পারি না। এমন কিছু ফুল আছে তুলতে পারি না। আর এমন একটা মনের মানুষ আছে ভুলতে পারি না।

৭. এক বিন্দু জল যদি চোখ দিয়ে পড়ে, সেই জলের ফোটা সুধু তোমার কথা বলে.. মনের কথা বুঝনা তুমি মুখে বলি তাই!! শত আঘাতের পরেও তোমায় ভালবেসে যাই..!!

৮. আমার যদি একটা পৃথিবী থাকত তাহলে সেখানে যেয়ে চিৎকার করে কাঁদতাম, কেন যানো? তুমার দেওয়া স্মৃতি এত যন্রনা দেয় আমাকে যা সহিবার মত শক্তিআমার মাঝে নেই।

৯. আগে কেমন ছিলাম, এখন কেমন হয়ে গেছি। নিজেকে দেখে আমি নিজেই অবাক হই।

১০. সপ্ন ভরা জীবনে দুঃখ যখন আসে,সবাই তখন পর হয়ে যায় থাকেনা আর পাশে। কষ্ট যখন মনের মাঝে দিয়ে যায় ব্যথা, সবাই তখন ভুলে যায় সম্পর্কের কথা।

১১. মানুষ জীবনে ৬ বার হেরে যায়। (১) টাকার কাছে। (২) ভালবাসার কাছে। (৩) সময়ের কাছে। (৪) বিবেকের কাছে। (৫) বন্ধুত্বের কাছে। (৬)অবশেষে মরণের কাছে।

১২. আসবি তুই কবে? পাগলি তুই ফিরে। যদি কখনো আসিস ফিরে, রাখব তোকে অনেক সুখে। তুই সুখে থাকবি, আর আমায় ভালোবাসবি। পাগলি তুই ফিরে আয়।

১৩. কিছু কথা ভাবতে ভাবতে চোখে এল জল, জলকে বলিলাম তুই হঠাৎ কেন বাইরে এলি বল? জল বললো চোখটি তোমার সুখের নীড়, কি করে সইবো বলো এত দুঃখের ভীড়।

১৪. আগে খেলাধুলা ছাড়া কিছুই ভালো লাগতো না। পুরোটা দিন মাঠে পড়েই থাকতাম। এখন কেন জানি খেলাধুলাটাই ভালো লাগে না।

১৫. জীবনে যা পেয়েছো তা নিয়ে গর্ব কোরো না; বরং যা পাও নি তা নিয়ে চিন্তা কর, চেষ্টা কর। একসময় না পাওয়াটাও প্রাপ্তিতে পরিণত হবে।

১৬. আমার হৃদয় গহীনে তোমায় পেয়েছি কি সাধনে তুমি আমার কত যে আপন, বুঝাবো তা কেমনে। এই জীবনে হারাবার নেইতো কিছু আর, হারালো এই মন তোমাতে সুখের ঠিকানা নেই অজানা তুমি রয়েছো এ সাথে তুমি এলে রাঙালে মন দুচোখে জ্বেলে দিলে রঙিন স্বপন আড়ালে… হারালো যত বিস্বাদের ক্ষণ।

১৭. আমি আছি শেষের পথে আর তুমি সূচনায়, শেষের পথে দাঁড়িয়ে ভালোবাসি আমি শুধুই তোমায়।ভালো তোমায় বেসে একদিন যাব আধারে মিলিয়ে, আসব না আর আলোর পৃথিবীতে। তুমি থেকো অনেক সুখে। তুমি সুখে থাকলে আধারে মিলবে আলোর সন্ধান, এটাই হবে তোমার ভালাবাসার প্রতিদান।

১৮. অন্যকে সাহায্য করা এক মহৎ কাজ তবে কখনোই তা নিজেকে বঞ্চিত করে নয়!
১৯. কালের খেয়ায় স্বপ্ন দিচ্ছে পারি দুঃখের নীল অস্তরাগে। তোমায় ভালোবেসে কন্ঠস্বর বেদনার ঝড় হয়ে আসে। অবিশ্বাসের মেঘে মোর কান্নাভেজা মুখ খানি ভাসে। মোর জীবন যেন বিদায় নেয় তোমার মৃত্যুর আগে।

২০. ফুলকুমারী তোমার পদ্ম আখির মায়ায় পরেছি। চন্দ্রকিরন রাতে মোর চিেওর গহীনে তোমার প্রতিকৃতি দেখে তোমায় ভালোবেসেছি। অবিনাশী কাল নিঃশঙ্ক চিেও তোমায় পাবার আশায় প্রহর গুনছি। ও নীলকন্ঠী তুমি ভালোবাসলে মোরে ঝরবে না নেএনীর।অন্তর্জ্বালা যাবে মুছে হিমান্তের নিশিতে।অতঃপর মোর জীবন নতুন ময়ূখ দেখবে। কলকন্ঠ পাখিরা নিশিদিন আমাদের খোঁজে যাবে।

২১. আমি আগ্নেয় গিরির মতো জ্বলে উঠতে পারি, গলেও যেতে পারি মমের মতো।নির্বিঘ্নে আমি হাসতে পারি, থাকে যদি বুকে হাজারও ক্ষত।আমি হতেও পারি কারো মনের মানুষ, হতেও পারি কারো প্রিয়জন।আমি পারি যতটা নির্মম হতে, হতে পারি ঠিক ততটাই দরদী।আমি সারাটা জীবন তোমাকে, আগলে রাখতে পারি এ বুকে, নির্মম হয়ে তেমনি করে, ভুলেও যেতে পারি তোমাকে।

২২. কে আমি??? কতটুকু জানো আমায়??? কতটুকু জানলে বলা যায়,তুমি সবটুকু জেনেছ আমায়।মুখোশ পরে এক আমি আবার মুখোশের আড়ালে অন্য আমি। তোমার অজানা হাজারও আমির ভিতরে আজ লুকিয়ে আছি আমি, শুধুই আমি। তোমার কল্পমায়ায় এক আমি আর আমার বাস্তবতায় আরেক আমি। তাই বলছি আজ হাজারও আমির গভীরে হারিয়ে গেছি আমি। আর কখনো খুঁজে পাবে না তুমি।

২৩. মাঝেমাঝে মনে হয় যদি তোমাকে দেখাতে পারতাম কতটা ভালোবাসি তোমকে। যেদিকে তাকাই শুধু তোমার স্মৃতি,মনে পরে যায় ভালোবেসে ছিলাম কতটা শুধু তোমাকে। আধাঁরে ঘেরা আমার এই পৃথিবী আলো দিয়ে ভরিয়ে দিলে তুমি। আমার এক নতুন জীবনের সূচনা করলে। তখন মনে হতো সময়ের কাটা যদি থামিয়ে দিতে পারতাম তবে হয়ত সারা জীবন এমনই সুখ থাকতে পারতাম!!!

২৪. প্রতিটা দিন প্রতিটা রাত কষ্টের জলে ভাসি আমি, তবুও এ হৃদয় প্রতিটা মূহুর্তে জানতে চায় কেমন আছো তুমি।হয়ত ভালো আছো, আর হয়ত বলছি কেন ভালোই তো আছো তুমি। মোরে ভুলে সুখ সমুদ্রে ডুবে আছো তুমি। মোরে যদি থাকবেই ভুলে তবে ভালো কেন বেসেছিলে, আর ভালোই যদি বেসে থাকো তবে মোরে ভুলে গেলে কেমন করে। আমি তো ভুলতে পারিনি তোমাকে, তোমার স্মৃতি গুলোকে।

২৫. একদিন আমি আমার পথে হাঁটছিলাম, হঠাৎ তুমি এলে, আর হাঁত ধরে, অচেনা পথে নিয়ে গেলে, তোমায় বিশ্বাস করে ছিলাম। কিন্তু, জানতাম না, মাঝ পথে একা ফেলে চলে যাবে। #Don’t_tRy_plAy_wiTh_mE

২৬. জানিনা এই অবুজ হৃদয় কার অপেক্ষাই আছে…….. জানিনা এই সরল মনে কার জায়গা হবে……… শুধু জানি হৃদয়ের ঘরে যাকে রাখব……… সারা জীবন তাকেই ভালবাসবো!!!!

২৭. আমি সত্যিই ব্যার্থ!!! কারণ, আমি কখনোই তোমাকে বুঝাতে পারি নাই “আমি তোমাকে কতটা ভালবাসি”।

২৮. ঐ বিশাল আকাশের কষ্ট কি মানুষের চেয়েও বেশি? ইচ্ছে হলেই তো আকাশ তার জমে থাকা কষ্টগুলো বৃষ্টি হয়ে ঝরিয়ে দিতে পারে। কিন্তু মানুষ? কিছু মানুষ আছে যারা জমে থাকা কষ্টগুলো অশ্রু হয়ে ঝরিয়ে দিতে পারে না। বুকের ভেতর কষ্টগুলো জমাট বেঁধে থাকে। আর সেই কষ্টগুলো ধারন করার ক্ষমতা ওই বিশাল আকাশেরও।

২৯. অবুঝ বালিকা, ফেইজবুকে তোমার সাথে প্রথম পরিচয় থেকে কেমন যেন একটা ভাল লাগা কাজ করে। এর পর একে একে কেমন করে যেন তোমার উপর একটা নির্ভরশীল হয়ে পরলাম। সকাল থেকে রাত পর্যন্ত ফেইজবুকে কথা বলা কখন কোথায় কী হল সবই যেন তোমাকে জানাতে হবে। তুমি কী বুঝ আমার জীবনে তুমি কতটা গুরুত্বপূর্ণ। তোমার নামটাও কখনো জানা হয়নি।জানতে চাইও না আমি শুধু তোমাকে চাই।

৩০. বৃষ্টিকে যদি ভালোবাসতাম হয়তো এতো জল উপহার পেতাম না, যত জল পেয়েছি তোমাকে ভালোবেসে। বুঝতে পারিনি, এত বেশি মেঘ ছিল তোমার আকাশে। সত্যিই বড় বোকা ছিলাম, আর আজও বোকাই রয়ে গেছি।

নিজের সম্পর্কে কষ্টের ফেসবুক স্ট্যাটাস

আপনি নিজের সম্পর্কে অনেকগুলো কষ্টের ফেসবুক স্ট্যাটাস ইতোমধ্যে দেখে ফেলেছেন। এখানে যে সকল ফেসবুক স্ট্যাটাস গুলো রয়েছে এগুলো আপনি চাইলে সংগ্রহ করতে পারেন। এগুলো কপি করে আপনি আপনার কাছে রেখে দিতে পারেন। কেননা যে কোন সময় যখন আপনার এটি প্রয়োজন হবে তখন আপনি এটি কখনো পাবেন না। এটি পেতে হলে আপনাকে দীর্ঘ সময় অতিবাহিত করতে হবে। আর দীর্ঘ সময় অতিবাহিত করার হয়তো কোন সময় আপনার কাছে নেই।

সেই জন্য আপনাদেরকে বলছি আপনারা সরাসরি আমাদের ওয়েবসাইটে এসে এ সকল প্রবন্ধগুলো পড়বেন। সকল প্রবন্ধগুলো যারা মনোযোগ সহকারে পড়বে শুধুমাত্র তারাই এই প্রবন্ধটি উপলব্ধি করতে পারবে। তারাই এখান থেকে কষ্টের স্ট্যাটাস গুলো সংগ্রহ করতে পারবে। যারা আমাদের প্রবন্ধ নিয়মিত পড়ে না তারা কখনোই জানবে না যে আমরা কোন ধরনের তথ্য আমাদের ওয়েবসাইটে উল্লেখ করে থাকি। আমাদের এখানে যে সকল স্ট্যাটাসগুলো রয়েছে এইসব স্ট্যাটাস গুলো যে কেউ যেকোনো সময় পাবে না। কেননা শুধুমাত্র আমাদের নিয়মিত পাঠকরায় এই সকল স্ট্যাটাস গুলো পাবে।

Leave a Comment