ঝড়ের ছবি ডাউনলোড

শহরে বাস করুক অথবা গ্রামে বাস করুক প্রত্যেকটা মানুষের জীবনে কিন্তু ঝড় দেখার অভিজ্ঞতা কমবেশি থেকে থাকে। তাই ঝড় দেখার বাস্তব অভিজ্ঞতার পাশাপাশি আপনারা যদি এটার ছবি দেখতে চান তাহলে আমাদের ওয়েবসাইটে বিভিন্ন ধরনের ছবি প্রদান করা হলো। বিভিন্ন জায়গায় ডকুমেন্টারি প্রদর্শন করার ক্ষেত্রে আমরা ঝড়ের ছবি দেখতে চাই অথবা ঝড়ের ছবিগুলো সেখানে সংযুক্ত করতে চাই। তাই আপনার যে কোন প্রয়োজনে বিভিন্ন ধরনের ঝড়ের ছবি এখান থেকে দেখে নেওয়ার পাশাপাশি ডাউনলোড করার সুযোগ পাচ্ছেন।

ঝড় শুরু হলে কিন্তু আমাদের প্রাকৃতিকভাবে অনেক ক্ষতি হয়ে থাকে। অর্থাৎ ঝড়ের সাথে সাথে বিভিন্ন ধরনের গাছপালা ভেঙে যাওয়ার পাশাপাশি যে সকল গরীব মানুষদের দুর্বল রয়েছে সেগুলো অনেক সময় ভেঙে যায়। তাই ঝড় আমাদের জন্য সব সময় ক্ষতিকর প্রভাব সৃষ্টি করে বলে আমরা চাইনা ঝড় হোক। কিন্তু প্রাকৃতিক প্রভাবে অনেক সময় ঝড়ের সৃষ্টি হয়ে থাকে এবং ঝড়ের সঙ্গে খুব জোরে বৃষ্টিপাত হয়ে থাকে। তাছাড়া যারা ঝড়ের পরিস্থিতির সঙ্গে একেবারেই পরিচিত নয় তারা কিন্তু এই সময় খুবই আতঙ্কে থাকে যে কিনা কি হয়ে যায়।

তাই ঝড় আমাদের জন্য ব্যাপক ক্ষতি করে বলে আমরা আর কেউ চাইনা যে ঝড় হয়ে থাকুক এবং সব সময় চাই ঝড়ের পরিবর্তে যত খুশি বৃষ্টি হোক। কারণ বৃষ্টিপাত হলে একটা সময় তো শুকিয়ে যাবে অথবা নদী-নালাতে চলে যাবে। তাই আপনারা যখন বিভিন্ন ঝড়ের ছবি দেখতে চাইবেন অথবা এর আগে যে সকল ঝড়ের মাধ্যমে আমাদের দেশে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে সে সকল বিষয়গুলো আমরা এখানে আপনাদের উদ্দেশ্যে একটি ছবির মাধ্যমে প্রদান করছি।

আপনারা অনেক সময় বিভিন্ন প্রেজেন্টেশন অথবা ডকুমেন্টারি তৈরি করার ক্ষেত্রে এই ধরনের ঝড়ের ছবি সংগ্রহ করতে চান। আবার বাচ্চারা যখন পাঠ্য বয়ে এই ধরনের শব্দের সঙ্গে পরিচিত হয়ে থাকে তখন তারা আসলে বুঝতে চাই যে ঝড় কি এবং সেই অনুযায়ী তারা ঝড়ের ছবি টাকার মধ্য দিয়ে বুঝতে চেষ্টা করে ঝড়ের আসলে কেমন ধরনের প্রভাব থাকে। প্রকৃতপক্ষে ছবির মাধ্যমে এগুলো বুঝতে না পারলেও আপনি দেখবেন যে প্রত্যেকটি গাছ প্রচণ্ড বাতাসে একেবারে এলোমেলো অবস্থা হয়ে থাকে এবং অনেক গাছ উপড়ে যায়।

ঝড় বৃষ্টির ছবি

ঝড়ের সঙ্গে অনেক বৃষ্টিপাত হচ্ছে এমন ধরনের ছবি যদি আপনাদের সংগ্রহ করার প্রয়োজন হয়ে থাকে তাহলে আপনারা এখান থেকে তা দেখতে পাচ্ছেন এবং সংগ্রহ করতে পারছেন। স্বাভাবিকভাবে যখন ঝড় হয় তখন সেই সাথে অনেক বৃষ্টিপাত দেখা যায় এবং এই পরিবেশ আপনারা হয়তো অনেকেই অনেক সময় অভিজ্ঞতার স্বীকার হয়েছেন। তাই ঝড় বৃষ্টির ছবি প্রদান করলাম এবং এর মাধ্যমে আপনারা বিভিন্ন ব্যক্তিকে এ ধরনের ছবিগুলো দেখানোর পাশাপাশি নিজেদের ডকুমেন্টারি থেকে শুরু করে বিভিন্ন কাজে ছবি গুলো ডাউনলোড করে নিতে পারেন।

কালবৈশাখী ঝড়ের ছবি

বৈশাখ মাস আসলেই আমাদের মনে আতঙ্ক জাগে যে কাল বৈশাখী ঝড় শুরু হবে এবং ব্যাপক ক্ষয়ক্ষতির সৃষ্টি হবে। তাই কালবৈশাখী ঝড়ের ছবি এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন এবং কালবৈশাখী ঝড় আসলে কেমন ধরনের হয়ে থাকে সেটা ছবির মাধ্যমে বুঝতে না পারলেও মোটামুটি ভাবে ধারণা পাচ্ছেন। কালবৈশাখী ঝড়ের ছবি দেখলেই বুঝতে পারবেন আসলে ঝড় কতটা প্রকাণ্ড তাণ্ডবের সৃষ্টি করে এবং ঝড়ের মধ্য দিয়ে আমাদের পরিবেশ কতটা বিপদের আকার ধারণ করে।

ঝড়ের ছবি আঁকা

{“prompt”: {“software”: “imaginAIry”, “model”: “openjourney-v4”, “prompts”: [[1, “The lightning almost snatches away their sight. Every time it lights [the way] for them, they walk therein; but when darkness comes over them, they stand [still]. And if Allah had willed, He could have taken away their hearing and their sight. Indeed, Allah is over all things competent.. digital art | concept art”]], “prompt_strength”: 7.5, “negative_prompt”: [[1, “”]], “init_image”: “None”, “init_image_strength”: 0.2, “steps”: 15, “height”: 512, “width”: 768, “upscale”: true, “fix_faces”: false, “sampler_type”: “k_dpmpp_2m”}}

বিভিন্ন প্রতিযোগিতায় আপনাদেরকে যদি ঝড়ের ছবি আঁকতে বলা হয় তাহলে আপনারা হয়তো এটা কেমন ভাবে রাখতে হয় অথবা কোন দৃশ্যগুলো ফুটিয়ে তুললে একটা ঝড়ের আমেজ সৃষ্টি হবে তা বুঝতে পারেন না। তাই আমাদের ওয়েবসাইটের প্রদান করা ছবি অথবা আঁকা ছবিগুলো আপনাদের ঝড়ের ছবি কিভাবে আঁকতে হয় সে প্রসঙ্গে ধারণা প্রদান করবে। দৈনন্দিন জীবনে বিভিন্ন বিষয়ে ধারণা অর্জন করার জন্য আপনারা আমাদের ওয়েবসাইটের সাথে থেকে বিভিন্ন ছবি দেখতে পারেন এবং যেগুলো আপনাদের ডাউনলোড করা প্রয়োজন সেগুলো ডাউনলোড করে নিতে পারেন।

Leave a Comment