আমাদের জীবনে কখনো কখনো এমন কঠিন মুহূর্ত আছে যখন আমরা কিভাবে পরিস্থিতির সামাল দেবো তা বুঝে উঠতে পারি না। প্রায় প্রতিটি মানুষকে জীবনে একবার হলেও এমন একটি মুহূর্তের সম্মুখীন হতে হয়। একজন মানুষ যে কত অসহায় হতে পারে তা জানতে গেলে আমাদের হাসপাতালে যেতে হবে। বড় বড় হাসপাতাল গুলোতে একের পর এক রোগীরা শুয়ে থাকে এবং তাদের স্বজনরা ছোটাছুটি করতে থাকে এদিক ওদিক।
স্বজনদের ছোটাছুটি মূলত ডাক্তারকে ডাকাডাকি নিয়ে, প্রয়োজনীয় ঔষধপত্র কেনার জন্য এবং এছাড়াও রোগীর অবস্থা ক্রিটিকাল হলে রক্ত সংগ্রহের জন্য। রক্ত সংগ্রহের জন্য রোগীর আত্মীয়-স্বজনরা বাইরে বেশি ছোটাছুটি করে। যেভাবেই হোক প্রয়োজনীয় রক্ত সংগ্রহ করতেই হবে। সবাই নিজের বন্ধু-বান্ধবের মধ্যে খোঁজ খবর লাগাতে শুরু করে। যে যেখানে পারে প্রচার করার চেষ্টা করে। এভাবেই হয়তো অনেক খোঁজাখুঁজির পর রক্ত সংগ্রহ করা যায়। অনেকের রক্ত দিতে ইচ্ছুক হলে তাদের সাথে আবার গ্রুপ ম্যাচ করে না।
এক ব্যাগ রক্ত কতটা দামি হয়ে যায় তা শুধুমাত্র তারাই বুঝতে পারবে যাদের সামনে এমন পরিস্থিতি এসেছে।। কখনো কখনো এক ব্যাগ রক্ত সংগ্রহ করার জন্য ছুটতে ছুটতে স্যান্ডেলের তলা ক্ষয় হয়ে যায়। যদি রক্তের গ্রুপ খুব তাড়াতাড়ি ম্যাচ করে তাহলে খুবই ভালো আর যদি কারো সাথে ম্যাচ না করে তাহলে অপেক্ষার প্রহর শেষ হয় না। অনেকে আবার রক্ত দেওয়ার মত সামর্থ্য থাকা সত্ত্বেও রক্ত দিতে চায় না। তারা হয়তো বিভিন্ন অজুহাত দেখিয়ে পিছুটান নেয়। একবার ভেবে দেখুন তো আপনি যদি জীবনে কখনো এমন পরিস্থিতিতে পড়েন যখন আপনাকে রক্ত সংগ্রহ করতেই হবে তখন আপনি
কি করবেন? আপনি নিশ্চয়ই যে কোন কিছুর বিনিময়ে একব্যাগ রক্ত সংগ্রহ করতে চাইবেন। এক ব্যাগ রক্ত সংগ্রহ করার জন্য আপনার যদি নির্দিষ্ট মূল্যের অতিরিক্ত টাকা খরচ হয় সেটিও দিতে আপনি প্রস্তুত থাকবেন। যাইহোক, এই ধরনের পরিস্থিতি গুলো কিভাবে সামাল দেওয়া যায় সে বিষয়ে ধারণা থাকা উচিত। কিছু না হলেও অন্তত রক্ত কিভাবে সংগ্রহ করা যায় এবং রক্তের দাম কেমন হতে পারে সে বিষয়ে ধারণা রাখলেও অনেকটা এগিয়ে থাকতে পারবেন। আবার হঠাৎ করে যদি রক্তের প্রয়োজন হয় সে ক্ষেত্রেও আপনি সর্বপ্রথম একটি প্রশ্ন করবেন যে রক্তের দাম কেমন হতে পারে।
কখনো কখনো এমন পরিস্থিতি আসে যে নিজের কাছের মানুষদের মধ্যে রক্ত দেওয়ার মত কাউকে খুঁজে পাওয়া যায় না। এমন পরিস্থিতি আসলে সবাই ব্লাড ব্যাংক থেকে রক্ত কেনার সিদ্ধান্ত নেয়। ব্লাড ব্যাংক থেকে টাকার বিনিময়ে রক্ত কিনতে হয়। অনেক মানুষ স্বেচ্ছায় রক্ত দান করেন আবার কেউ কেউ টাকার বিনিময়ে রক্ত দান করে থাকেন। এই রক্তগুলো টাকার বিনিময়ে ব্লাড ব্যাংক থেকে কিনতে হয়। ব্লাড ব্যাঙ্কে প্রায় সব ধরনের ও সব গ্রুপের রক্ত পাওয়া যায়। প্রতি ব্যাগ রক্তের মূল্য প্রায় ৭০০ থেকে ৮০০ টাকা। ব্লাড ব্যাংক থেকে রক্ত নেওয়ার জন্য বেশ কিছু ফর্মালিটিজ মেইন্টেন করতে হয়।।
আপনি যদি কখনো রক্ত দিয়ে থাকেন তাহলে রক্ত দেওয়ার সব ফরমালিটিজ খুব ভালোভাবে জেনে থাকবেন। আর যদি কখনো ব্লাড ব্যাংক থেকে রক্ত নিয়ে থাকেন তাহলে রক্তের দাম সম্বন্ধেও আপনার ধারণা থাকবে। কখনো যদি রক্ত দেওয়া নেওয়া না করেন তাহলে হয়তো এ বিষয়ে আপনার কোনই ধারনা নেই। আশা করি এখন থেকে রক্ত দেওয়ার কাজটি
আপনার জন্য আরও সহজ হয়ে যাবে। আবার কারো জন্য যদি রক্ত কিনতে চান তাহলে সরাসরি ব্লাড ব্যাংকে গিয়ে যোগাযোগ করতে পারবেন এবং রক্তের চাহিদা পত্র দেখিয়ে রক্ত কিনতে পারবেন। আশা করি আমরা সবসময় রক্তদানে উৎসাহী হব এবং অন্য কেউ উৎসাহ দেব। রক্তদান সম্পর্কিত আরো আর্টিকেল পেতে আমাদের সাথে যুক্ত থাকুন এবং ভালো লাগলে কমেন্ট করুন।