গরু দিয়ে আকিকার নিয়ম সম্পর্কে জানতে চান তাদের জন্য আমরা এখানে আজকের নিয়ম সম্পর্কে আলোচনা করছি। সাধারণ নিয়ম অনুযায়ী সন্তান জন্মগ্রহণের সপ্তম দিনের মাথায় আমাদেরকে এই আকিকা করতে হয়। খুব সুন্দর একটি ইসলামিক নাম অর্থপূর্ণ ভাবে রাখার পাশাপাশি এই আকিকা দেওয়াটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা কাজ। তবে গরু দিয়ে আকিকা দেওয়ার নিয়ম সম্পর্কে যারা জানতে চেয়েছেন তাদেরকে বলব যে গরু দিয়ে আকিকা দিতে হলে অবশ্যই আপনাদেরকে বেশ কিছু নিয়ম অনুসরণ করতে হবে অথবা বেশ কিছু বিষয় বাদ দিয়ে চলতে হবে।
কারণ অনেক পরিবারেই দেখা যায় যে একটি গরুকে সাত ভাগ করে সেটা ছেলে সন্তানের জন্য দুই ভাগ এবং মেয়ে সন্তানের জন্য এক ভাগ করে আকিকার বিষয়গুলো আলাদা আলাদা করা হয়। খুব সহজ একটা বিষয় এখানে উল্লেখ করব এবং হাদিসের বিষয়ে না গিয়ে আমরা যে জিনিসটা উপস্থাপন করতে চাইছি যে, ছেলে সন্তান হলে আপনাকে দুইটি ছাগল অথবা দুম্বা আকিকা হিসেবে দিতে হবে এবং মেয়ে সন্তান হলে একটি দুম্ব অথবা ছাগল দিতে হবে। প্রত্যেকটি ছাগল অথবা দুম্বার ভেতরে প্রাণ রয়েছে।
আপনি যখন গরু দিয়ে একাধিক জনের আকিকা সম্পন্ন করলেন তখন একটা প্রশ্নই করা হবে যে মাংস আপনারা এখানে হাজার ভাগ করলেও সেই প্রাণীর আত্মা বা রূহ কি আপনারা সাত ভাগ অথবা পাঁচ ভাগ করতে পারবেন? হাদিস থেকে যে সকল আলোচনা আমরা পেয়েছি অথবা হাদিস থেকে যে সকল বিষয়ে উদ্ধৃত হয়েছে তাতে করে আমরা জানতে পেরেছি যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁর নাতিদের ছাগল দিয়েই আকিকা দিয়েছেন। তাই আকিকার ক্ষেত্রে সব সময় ছাগল দিয়ে আকিকা দেওয়া উচিত।
অর্থাৎ আপনারা একটা গরুকে সাত ভাগে আকিকা দিবেন অথবা একটা গরুকে পাঁচ ভাগে আটকা দিবেন এটা কখনোই আকিকা হবে না। এ সকল বিষয়ে যে সকল আলেম ফতোয়া বের করছেন সে সকল আলেমদের ফতোয়া সোনার চাইতে নিজের বিবেককে প্রশ্ন করুন যে একটা গরুর আত্মাকে সাত ভাগ অথবা পাঁচ ভাগ করা যাবে কিনা। তাই থাকল দিয়ে আকিকা দেওয়ার চেষ্টা করুন এবং যদি গরু দিয়ে আকিকা দেওয়ার চেষ্টা করে থাকেন তাহলে সেই ক্ষেত্রে সেই প্রাণীর আত্মা অনুযায়ী একজনের ক্ষেত্রেই তা দিতে হবে।
গরু দিয়ে আকিকা করা যাবে কিনা
হাদিসে ঊট দিয়ে আকিকা করার ও কথা উল্লেখ আসল গরু দিয়ে আকিকার করার কথা আসেনি। তবে অনেকেই এখন বিভিন্ন ধরনের ফতোয়া বের করে থাকেন এবং গরু দিয়ে আকিকা করার বিষয়ে জানতে চান। ভাই গরু দিয়ে আকিকার দিলে সেটা একটা প্রাণী হিসেবে বিবেচিত হবে এবং একজনের ক্ষেত্রে ছেলে হিসেবে দুইটা গরু আকিকা দিতে হবে এবং মেয়ে হিসেবে একটা গরু আকিকা দিতে হবে। অর্থাৎ এখানে কোন ভাগ করা যাবে না। তবে উচিত অথবা উত্তম কাজ বলে আমরা সব সময় ছাগল দিয়ে আকিকা দেওয়ার চেষ্টা করব।
আকিকার গরু জবাই করার নিয়ম
আকিকার কোন জবাই করার নিয়ম প্রসঙ্গে যারা জানতে এসেছেন তাদেরকে বলব যে এটা স্বাভাবিকভাবে আকিকার নিহতে জবাই করতে হবে। এক্ষেত্রে যখন আপনারা আকিকা দিবেন তখন অবশ্যই এলাকার যদি মাওলানা থাকে তাহলে তাদেরকে দিয়ে আকিকা দেওয়াটা উচিত। মাওলানা যদি সংগ্রহ করতে না পারেন পাঁচ ওয়াক্ত নামাজে ব্যক্তি জবাই করতে পারেন এবং সেই মাংস যে নিয়মে বন্টন করা উচিত ঠিক সেই নিয়মেই বন্টন করতে হবে।
তবে আকিকা দেওয়ার সময় যে সকল দোয়া পড়তে হয় সেই বিষয়গুলো আগে থেকেই জেনে নিতে হবে এবং সেই দোয়া পড়ার মাধ্যমে আকিকার সম্পন্ন করতে হবে। অর্থাৎ সকল ক্ষেত্রে একই নিয়ম থেকে থাকলেও আমরা যে নিয়মগুলো অনুসরণ করে সেগুলো যেন হাদিসের আলোকে হয়ে থাকে অথবা ইসলাম বহির্ভূত না হয় সে বিষয়গুলো মাথায় রেখে কাজ করতে হবে। আকিকার মাংস সঠিকভাবে বন্টন করার পাশাপাশি সন্তানের একটি ইসলামিক অর্থপূর্ণ নাম রাখতে হবে। এই প্রসঙ্গে যদি আরো কোন প্রশ্ন থেকে থাকে তাহলে আমাদেরকে জানাতে পারেন।