ফোন মেমোরি থেকে এসডি কার্ডে ট্রান্সফার

বর্তমান সময়ে যে সকল এন্ড্রয়েড ফোনগুলোতে অনেক বেশি পরিমাণে রোম সিস্টেম চালু করা হয়েছে তাতে করে বিভিন্ন কারণে কিন্তু সেই সকল জায়গা খুব দ্রুত শেষ হয়ে যায়। অর্থাৎ আপনার জন্য যে ফোন মেমোরি কর্তৃপক্ষ প্রদান করেছে সেই ফোন মেমোরি কিন্তু খুব বেশি তা কিন্তু আপনি বলতে পারবেন না। স্বাভাবিকভাবে ৬৪ অথবা ১২৮ জিবি রম হয়ে থাকলেও অনেক সময় ছবির সাইজ থেকে শুরু করে আমাদের বিভিন্ন ধরনের ফাইল রাখার কারণে খুব দ্রুত সেটা পূর্ণ হয়ে যায়।

আর এভাবে যদি আপনাদের ফোন মেমোরি লোড হয়ে যায় এবং ফোন মেমোরি লোড হওয়ার পথে আসে তাহলে কিন্তু ফোন স্লো কাজ করবে। তাই আপনার যদি মনে হয় আপনার যাবতীয় ফাইল ডিলিট না করে এসডি কার্ডে ট্রান্সফার করবেন তাহলে কোন পদ্ধতিতে এটা করবেন তা এই পোষ্টের মাধ্যমে জেনে নিতে পারেন। অর্থাৎ ফোনে থাকা বিভিন্ন ধরনের কালেকশন অথবা বিভিন্ন ধরনের স্মৃতি অথবা বিভিন্ন ধরনের ফাইল আমরা চাইলেও অনেক সময় ডিলিট করতে পারি না।

কিন্তু পর্যাপ্ত পরিমাণ জায়গা না থাকার কারণে ফোন দিনে দিনে যখন স্লো হয়ে যায় তখন সেটা ব্যবহার করতেও আমাদের কাছে খুব খারাপ লাগে। তাই ফোন মেমোরির উপরে যাতে চাপ না পড়ে অথবা বিভিন্ন ধরনের অপ্রয়োজনীয় ফাইল ডিলিট করে দেওয়ার পাশাপাশি যেগুলো একেবারে প্রয়োজনীয় সেগুলো চাইলে এসডি কার্ডে বারবার করে নিতে পারেন। অথবা ডাউনলোড সিস্টেম থেকে শুরু করে বিভিন্ন ধরনের অ্যাপস ইনস্টল করার ক্ষেত্রে আমরা যদি ফোন মেমোরির পরিবর্তে এসডি কার্ডে তা ট্রান্সফার করার ব্যবস্থা চালু করে নিতে পারি তাহলে আমাদের ফোন মেমোরির উপরে চাপ কিন্তু অনেক কম পড়বে।

যেহেতু এটা অত্যন্ত সহজ একটা প্রক্রিয়া যেহেতু যে কেউ একবার অনুসরণ করলেই তা পারবেন। অর্থাৎ আপনার ফোনে থাকা এই সিস্টেম খুব সহজে অনুসরণ করার ব্যবস্থা রয়েছে। বর্তমান সময়ে ফোনের দামের উপরে নির্ভর করে ৬৪ অথবা ১২৮ জিবি মেমোরি প্রদান করা হচ্ছে। বিভিন্ন ধরনের ফাইল অথবা কিছু কিছু অ্যাপস রয়েছে যেগুলো অনেক বেশি পরিমাণে জায়গা ধারণ করে থাকে বলে ফোন মেমোরি খুব দ্রুত শেষ হয়ে যায়। তাই আপনার ফোনে যে পরিমাণ মেমোরি সাপোর্ট করবে আপনারা তত মেমোরি দিয়ে চালু করলে আশা করি আপনাদের জন্য সেটা ভালো হবে।

ফোন মেমোরি থেকে এসডি কার্ডে ফটো ট্রান্সফার করার নিয়ম

আপনি যখন ফোন মেমোরি থেকে এসডি কার্ডে ফটো ট্রান্সফার করবেন অথবা কোন ফাইল ট্রান্সফার করবেন তখন আপনার মেমোরি কার্ড এ প্রবেশ করতে হবে। তবে আগে থেকে আপনার ফোনে এসডি কার্ড ইনপুট করে নিতে হবে। এরপরে আপনি ফাইল ম্যানেজার এ প্রবেশ করলে সেখানে আপনাদের জন্য ফোন মেমোরি অথবা এসডি কার্ড নামক যে অপশন আসবে সেই অপশন এর ভেতরে ফোন মেমোরি অপশন নির্বাচন করবেন।

আপনার কোন ফোল্ডারে কোন কোন ছবি আছে অথবা কোন ফোল্ডারে কোন ফাইল রয়েছে সেগুলো যদি ট্রান্সফার করতে চান তাহলে একটা একটা করে যেমন সিলেক্ট করতে পারবেন তেমনি ভাবে মার্ক অল অপশনটি নির্বাচন করতে পারবেন। অর্থাৎ এই সিস্টেম অনুসরণ করার পর আপনারা নিজের দিকে যে মেনু অপশন রয়েছে অথবা নিচের দিকে যে অতিরিক্ত অপশন রয়েছে সেখানে গেলে মুভ অপশনটি পেয়ে যাবেন। আপনারা মুড অপশনটিতে গেলে এটা ফোন মেমোরিতে নাকি এসডি কার্ডে ট্রান্সফার করবেন তা অনুমতি চাওয়া হবে।

ফোন মেমোরি থেকে মেমোরি কার্ডে ট্রান্সফার করার উপায়

আর ফোন মেমোরি থেকে মেমোরি কার্ডের ট্রান্সফার করার জন্য আপনারা অবশ্যই এসডি কার্ড নির্বাচন করবেন। আর এখানে আপনারা নতুনভাবে যেমন ফোল্ডার তৈরি করতে পারবেন তেমনি ভাবে তৈরি কৃত যে কোন ফোল্ডারে এগুলো মুভ করে দিলে খুব দ্রুত ট্রান্সফার হয়ে যাবে। উপরের উল্লেখিত আলোচনার ভিত্তিতে আপনারা ফোন মেমোরি থেকে মেমোরি কার্ডে কিভাবে ট্রান্সফার করতে হয় তা বুঝতে পেরেছেন। কোথাও যদি কোন ধরনের সমস্যা বোধ করেন তাহলে আমাদেরকে প্রশ্ন করলেই আশা করি সে অনুযায়ী আপনাদের সঠিক উত্তর প্রদান করতে পারব।

Leave a Comment