এখন সবচাইতে গ্রহণযোগ্য এবং সবচাইতে প্রচলিত দুই রুমের বাড়ি। এখন যেহেতু ছোট ফ্যামিলির সংখ্যা বেড়ে গেছে তাই যেকোনো পরিবারে দুই রুমের চেয়ে বেশি রুম প্রয়োজন হয় না। শুধু গ্রামাঞ্চলে দেখা যায় যে অনেক বাড়িতে চার-পাঁচটা রুম রয়েছে। কারণ গ্রামে মানুষের বসবাসের চেয়ে অধিক ভূমি থাকায় গ্রামের মানুষজন বড় বড় বাড়ি তৈরি করে চার পাঁচ রুম বিশিষ্ট। কিন্তু এখনকার আধুনিক সমাজে যতগুলো বাড়ি দেখতে পাওয়া যায় সবই দুই রুমের। দুই রুমের বাড়ি সুন্দর ভাবে ডিজাইন করলে খুবই গ্রহণযোগ্য এবং সুন্দর হয়। আজকে আমরা দুই রুমের বিভিন্ন বাড়ির পজিশন এবং ডিজাইন সম্পর্কে আপনাদের সাথে আলোচনা করব। সাথে থাকবে দুই রুমের বাড়ির নকশা পিকচারসহ বিস্তারিত আলোচনা। তাহলে চলুন আজকের মন্তব্য এবং আলোচনার পর্ব শুরু করা যাক।
এখনকার পরিবারে সদস্য সংখ্যার মধ্যে রয়েছে স্বামী স্ত্রী এবং তাদের দুইটা অথবা একটা সন্তান। এই তিন থেকে চারজন স্বদেশ্বের পরিবার গুলো বেশি। এখন আর যৌথ পরিবার দেখা যায় না। তার জন্য দুই রুমের অধিক রুমের কোন প্রয়োজন হয় না।ছোট ফ্যামিলির জন্য দুই রুমের বাড়ির নকশা করা হয়। যারা আসলে ঘর ভাড়া দিতে চান। তারাই বেশি করে দুই রুমের বাড়ির নকশা তৈরি করেন। এখন চলুন দুই রুমের বাড়ির ডিজাইন এবং পজিশন সহ নকশা পিকচার গুলো আপনাদের দেখানো যাক,
উপরে প্রদর্শিত পিকচার গুলোর মাধ্যমে আপনি বুঝতে পারবেন যে কোন জায়গাতে কোন পজিশনের বাড়ি তৈরি করা সম্ভব। এই নকশা পিকচার গুলো দেখলেই অনেক ধারণা পাওয়া যায়। যারা বাড়ি তৈরি করতে চান এবং বাড়ির মিস্ত্রির জন্য এই নকশা পিকচার গুলো খুবই কার্যকরী। এই নকশাগুলো ইঞ্জিনিয়ার দ্বারা তৈরি করা হয়েছে তাই এই নকশা গুলো দ্বারা যদি আপনি ভালো তৈরি করেন তাহলে ভালো হবে।
আপনি যদি বাড়ি তৈরি করে ভাড়া দেওয়ার মাধ্যমে আয় করতে চান তাহলে দুই রুমের বাড়ি কে বেছে নিতে হবে। সঠিক পরিমাণের দুইটা রুম থাকবে তার সাথে থাকবে একটা ড্রয়িং রুম এবং থাকবে একটি কিচেন এবং একটি বাথরুম। এভাবে তৈরি করতে পারেন কিন্তু যদি জায়গা বেশি থাকে তাহলে দুইটা বাথরুম করলে আরো ভালো হয়। জায়গা অনুযায়ী রুমের মাপগুলো হবে। স্কয়ার ফিটভাবে রুম করলে সেটা সৌন্দর্য বৃদ্ধি করে।
আপনার জায়গা যদি বেশি হয় তাহলে রুমগুলো বড় বড় হবে এবং জায়গার পরিমাণ যদি কম হয় সে ক্ষেত্রে রুম একটু ছোট হতে পারে।পর্যাপ্ত আলো বাতাসের ব্যবস্থা রাখতে হবে। অনেক সময় দেখা যায় যে, ড্রইংরুমের সাথে রান্নাঘর ও কমন বাথরুম দিয়ে আলো বাতাস আসার পথ বন্ধ করে দেওয়া হয়। এই কাজটি করবেন না। প্রাকৃতিক আলো বাতাস এক অমূল্য সম্পদ।
দুই রুমের বাড়ির কিছু সুবিধার জন্য ব্যাখ্যা:
ঘর ভাড়া দিয়ে আইয়ের একটা মাধ্যম করার জন্য দুই রুমের বাড়ি অনেকে পছন্দ করেন। সাধারণত দুই রুমের ঘর ভাড়া র জন্য ফাঁকা পাওয়া যায় না। কারণ সব সময় তার একটা চাহিদা থাকে। ছোট ফ্যামিলি এবং মধ্যম ফ্যামিলি দুই রুমের ফ্ল্যাট খুব বেশি পছন্দ করে। আর সাথে যদি ড্রয়িং-ডাইনিং ঘুমটা একটু বড় হয়। আর যদি আলো-বাতাসের ভালো ব্যবস্থা হয়। তাহলে তো অনেকের পছন্দের কেন্দ্রবিন্দু থাকে। যারা গ্রাম ছেড়ে শহরে বসবাস করে এবং চাকরির জন্য নিজের স্ত্রী এবং সন্তানকে নিয়ে নিজের কর্মস্থলের পাশে ভাড়া থাকতে চায়, তারা কিন্তু সব সময় দুই রুম বিশিষ্ট বাড়িগুলোকেই খোঁজে।
কারন তিন রুমের প্রয়োজন হয় না আবার এক রুম থাকলে সমস্যা হয়। এজন্য যারা বাড়ি তৈরি করে তারা সব সময় দুই রুমের ইউনিটগুলোই তৈরি করার চিন্তাভাবনা করে। যদি জায়গা কম থাকে সে ক্ষেত্রে এক রুম এর বাড়িগুলো বানানো হয়।এই ছিল আমাদের আজকের আলোচনা। পিকচার সহ দুই রুমের বাড়ির সুবিধাজনক ব্যাখ্যা আমরা আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি। আশা করছি যে আমাদের এই সংক্ষিপ্ত ব্যাখ্যার দ্বারা আপনি উপকৃত হয়েছেন।