সত্যায়িত করার নিয়ম

প্রিয় পাঠকগণ আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই অনেক ভাল আছেন। আজকের আর্টিকেলে আমরা আপনাদের জানাতে চলেছি ছবি সত্যায়িত করার নিয়ম এবং কিভাবে করবেন কোথায় করবেন সে সম্পর্কে। আমাদের চাকরির ক্ষেত্রে বিভিন্ন জায়গায় ছবি সত্যায়িত করা প্রয়োজন হয়। প্রায় চাকরিতে ছবি সত্যায়িত দিতে হয় কারণ এটা বাংলাদেশের নিয়ম হয়ে দাঁড়িয়েছে। ছবি সত্যায়িত করতে হলে আপনাকে একটি সরকারি কর্মকর্তার কাছে যেতে হবে সরকারি কর্মকর্তার কাছে গিয়ে আপনার মূল সার্টিফিকেট সনদ গুলো দেখালে তারা যদি মনে করে আপনি সঠিক মানুষ এবং আপনার সার্টিফিকেটটি সঠিক রয়েছে তখন তারা আপনার ছবির উপরে শ্রদ্ধায়িত করে দিবে মানে সই এবং সিল দিয়ে দেবে।

একটি নাগরিকের ভোটার আইডি কার্ড তার পড়াশোনার মূল সনদ থাকলে তার ছবি সত্যায়িত কেন করতে হয় এটা আসলে আমার জানা নেই। যদি একদিন নাগরিকের ভোটাধিকার থাকে বা তার পড়াশোনার মূল সনদ সার্টিফিকেট থাকে তাহলে তার ছবি সত্যায়িত কতটুকু যুক্তিযুক্ত তা আপনারাই ভেবে দেখবেন।

সবটাই তো করার কিছু কারণও রয়েছে কেননা আজকাল জাল সার্টিফিকেট তৈরি করে মানুষ অপরাধে জড়াচ্ছে অনেক কোম্পানিতে চাকরি নিচ্ছে জাল সার্টিফিকেট তৈরি করে তার জন্যই এই সিস্টেমটি চালু করা হয়েছে বলে আমরা মনে করি।
আপনি আপনার ছবি সত্যায়িত করতে চাইলে আপনাকে পাসপোর্ট সাইজের ছবি নিতে হবে। সেই ছবি নিয়ে আপনাকে আপনার এলাকার কৃষি অফিসার বা হসপিটালের বড় কোন অফিসারের কাছে যেতে হবে ছবি সত্যায়িত করার জন্য।

সত্যায়িত শব্দের অর্থ কি?

‘সত্যায়ন’ শব্দটির অর্থ হচ্ছে সত্যতা নিশ্চিতকরণ। ইংরেজি পরিভাষায় একে বলা হয় attestation. এই Attested’ শব্দটির বাংলা শব্দ হিসেবে সত্যায়ন বা সত্যায়িত ব্যবহার করা হয়।

সত্যায়িত মানে কি ?/ সত্যায়িত কেন করতে হয়।

চাকরি বা আবেদনের ক্ষেত্রে সত্যায়িত ছবি দিতে হয়। আপনি যে আবেদনটি করতেছেন সেই আবেদনের মালিক আপনি কিনা বা আপনার কোন সার্টিফিকেট যার আছে কিনা তা চেক করার জন্য ছবি সত্যায়িত করে সিগনেচার এবং সিল নেয়া হয়। সত্যায়িত করতে হলে একটি বিশেষ যোগ্য মানুষের থেকে করতে হয় যেমন কৃষি অফিসার উপজেলা কর্মকর্তা হসপিটালের বড় কোন অফিসার এমন ধরনের মানুষের থেকে ছবি সত্যায়িত করতে হবে।

সত্যায়িত কারা করতে পারে

সত্যায়িত করতে পারে সরকারি প্রথম গ্রেড এর কর্মকর্তারা তারা চাইলেই সত্যায়িত করতে পারবে। এছাড়াও স্কুল-কলেজের প্রথম গেটের শিক্ষকগণ সত্যায়িত সই করতে পারবে। একটি কথা না বললেই নয় নিয়ম অনুযায়ী ছবি সত্যায়িত করা হয় কিন্তু এই ছবি সত্যায়িত চাকরি ক্ষেত্রে বা আবেদনের ক্ষেত্রে দেখায় হয় না। তাই আবেদনকারীরা এখন আর বড় অফিসারের থেকে সুতায়িত করে নেয় না নিজে নিজেই সত্যায়িত করে ফেলে বা বিভিন্ন দোকান বা ফটেস্টরের দোকানে সিল পাওয়া যায় সেখান থেকে করে নেই।

পরিচিত কেউ না থাকলে কিভাবে সত্যায়িত করবেন

যারা বিভিন্ন ভর্তি পরীক্ষায় বিশ্ববিদ্যালয়গুলোতে পরীক্ষার আবেদন করেন তাদের ছবি সত্যায়িত করতে হবে এমন কোন ধরা বাধা নিয়ম নেই। ছবি সত্যায়িত করা হয়নি তার কারণে পরীক্ষা দিতে পারেনি এমন কোন নজির আমরা এখন পর্যন্ত দেখতে পাইনি।তবে চাকরি গুলোর ক্ষেত্রে ছবি সত্যায়িত অবশ্যই আপনাকে করতে হবে একটি ভালো বুদ্ধি রয়েছে সে বুদ্ধিটি আপনি কাজে লাগিয়ে ছবি অনেকগুলো একসাথে সত্যায়িত করে ফেলতে পারেন। সেই কাজটি হলো আপনি যখন ছবির সুরতায়িত করবেন তখন বেশ কিছু ছবি একবারে সত্যায়িত করে নেবেন তাহলে আপনাকে এ ঝামেলায় বারবার পড়তে হবে না।

কারণ চাকরি ক্ষেত্রে সব জায়গায় ছবি সত্যায়িত করা লাগতে পারে তাই আগে থেকেই আপনি যদি বেশি ছবি সত্যায়িত বা আপনার কাগজপত্র সবগুলো সবচাইতে করে রাখতে পারেন তাহলে আপনার প্রয়োজনের সময় আপনার মানসিক ভাবে চাপ কমবে বলে আমি মনে করি। আমরা চেষ্টা করেছি আজকের এই আর্টিকেল এর মাধ্যমে আপনি কিভাবে ছবি সত্যায়িত করবেন তা বোঝানোর।

Leave a Comment