আমরা এই আর্টিকেলে আপনাদের জানাতে চলেছি মেয়েদের রাগ ভাঙানোর উপায় সম্পর্কে। মেয়েরা অল্পতে একটু বেশি রেগে যায়। তাই ছেলেদের রাগ ভাঙ্গানো অনেক কষ্টকর হয়ে যায়। অনেক ছেলেরা অনলাইনে এসে মেয়েদের রাগ ভাঙানোর উপায় সম্পর্কে জানতে চান। আমরা এই আর্টিকেলে এই মুহূর্তে দাঁড়ালে চলেছি কিভাবে আপনারা মেয়েদের রাগ ভাঙাতে পারেন। চলুন তাহলে আজকের আর্টিকেলটি শুরু করা যাক।
কারণে অকারণে প্রিয় মানুষটি আপনার উপর রেগে যেতে পারে যে কোন সময়। কারণ মেয়েরা অনেক আবেগ প্রবণ হয়ে থাকে তাই তারা। অল্প কথায় খুব তাড়াতাড়ি রেগে যাই। ধরেন এরকম হয়েছে কোথাও আপনি আপনার প্রিয় মানুষকে আসতে বলেছেন সে আগে এসেছে কিন্তু আপনি পড়ে গিয়েছেন এটা সে অনেক রাগান্বিত হয়ে যেতে পারে। আপনি যদি আপনার প্রিয় মানুষের কোন কথা দিয়ে সেটা না করেন তাহলে সে আপনার প্রতি রেগে যেতে পারে।
আপনার প্রিয় মানুষ যদি আপনার ওপর রেগে থাকে তাহলে আপনি তাকে। তার পছন্দের উপহার দিয়ে তার রাগ কমিয়ে ফেলতে পারেন। মেয়েদের রাগ অভিমান ভাঙ্গানোর জন্য এটা সবচেয়ে ভালো উপায়। আপনি আপনার প্রিয় মানুষকে ছোট বড় যে কোন ধরনের উপহার দিতে পারেন। সে যদি আপনাকে ভালোবেসে থাকে তাহলে, আপনার ছোট বড় যে কোন উপায়ে পেয়ে তার রাগ ভেঙে যেতে পারে। সে যদি সত্যি আপনাকে ভালোবেসে থাকে। আপনার উপহার বাবার পাশে কখনোই আপনার উপর অভিমান করে থাকতে পারবে না।
আপনি আপনার প্রিয় মানুষের পছন্দের যেকোনো ধরনের পোশাক বা, প্রসাধনী তাকে উপহার হিসেবে দিতে পারেন।যেটা সে অনেক পছন্দ করে থাকে সেই জিনিসগুলো আপনি তাকে উপহার দেয়ার মাধ্যমে তাকে খুশি করে ফেলতে পারেন। তাই চেষ্টা করেন আপনি তাকে উপহারগুলো দেওয়ার। আপনি চাইলে আপনার প্রিয় মানুষকে কাগজে চিঠি লিখে দুঃখ প্রকাশ করে তার রাগ ভাঙাতে পারেন। আমি তাকে মেসেজ বা সরাসরি গিয়ে সরি বলে তার কাছে ক্ষমা প্রার্থনা করতে পারেন সে হয়তো আপনাকে ক্ষমা করে দিবে এবং তার রাগ কমে যাবে।
আপনার প্রিয় মানুষ যদি আপনার উপর অনেক বেশি রেগে থাকে তাহলে আপনি তাকে লং ড্রাইভে নিয়ে যেতে পারেন। সে হতে পারে আপনার বান্ধবী, হতে পারে আপনার প্রেমিকা, হতে পারে আপনার ওয়াইফ অনেক সময় মেয়েরা বেশি রেগে থাকলে তাদেরকে লং ড্রাইভ এ নিয়ে গেলে তারা অনেক খুশি হয়ে থাকে। লং ড্রাইভ এ গিয়ে আপনার তার প্রিয় জিনিস খাওয়ানোর চেষ্টা করবেন। সেই সাথে সে যেই জিনিসগুলো পছন্দ করে থাকে তাকে সেই দিনগুলো কিনে দেয়ার চেষ্টা করবেন।
আপনি সব সময় আপনার প্রিয় মানুষকে সময় দেয়ার চেষ্টা করবেন, মেয়েরা চায় তার প্রিয় মানুষ তাকে সব সময় সময় দিক। ভাই আপনি আপনার প্রিয় মানুষকে সবসময় সময় দিতে না পারলেও, তাকে একটি মেসেজ বা একটি কল দিয়ে তার সাথে যোগাযোগ রাখতে পারেন। তাহলে সে আপনার প্রতি কখনো রাগাতে পারবে না। সেভাবে আপনি তার নিয়মিত খোঁজ রাখছেন হাজার ব্যস্ততার মাঝেও।প্রিয়জনের প্রশংসা করতে শিখুন। প্রিয়জনের প্রশংসা করার মাধ্যমে আপনি তার মন জয় করে ছাড়তে পারেন। তারা রান্নাবান্নার প্রশংসা, তার ব্যবহারের প্রশংসা, তার রূপ লাবণে প্রশংসা করার মাধ্যমে আপনি তার মন জয় করে থাকতে পারবেন।
মেয়েদের রাগ ভাঙ্গানোর মেসেজ
১. পাগলি আমার রাগ করেনা,,,,,, একটু কাছে এসো। তোমার জন্য কান ধরেছি।। একটু ভালোবাসো। আই লাভ ইউ।।
২. তুমি রাগ,,,, তুমিই রঙ,,,, শিরার কোনে শিহরন । ছুঁয়ে দিলে তোমার ঐ ঠোঁটে,,,,,,স্পন্দন খোঁজে বিদ্ধ আমার এই মন।
৩. তোমার অভিমানের জন্য হয়তো তোমাকে কেউ শাস্তি দেবে না,,,,, কিন্তু তোমার অভিমানই তোমাকে অনেক শাস্তি দেবে।
৪. শুনেছি ভালো মানুষের কপালে ভাত জোটে না ! . তাহলে কি আমাকে সারাজীবন বিরিয়ানি খেয়ে থাকতে হবে..?
৫. সব শখ মিটে গেলে বেঁচে থাকার প্রেরণা নষ্ট হয়ে যায়। যেসব মানুষের শখ মিটে গেছে তারা অসুখী।
৬. তুমি যদি হও অভিমান, আমি হব বৃষ্টি, ভিজিয়ে দেবো তোমার কষ্ট যত , বৃষ্টির প্রতিটা ফোঁটায় অনুভব করবে আমার মনে আছে ভালবাসা কত।
৭. যার কাছে ঘুম আনন্দময় সে-ই পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ। অতি সামান্য জিনিসও মানুষকে অভিভূত করে ফেলতে পারে।
৮. ওই পাগলি, আমি ভুল করলে আমার সাথে ইচ্ছেমতো ঝগড়া করে নিও! কখনো রাগ করে আমার সাথে কথাটা বন্ধ করিওনা প্লিজ।
৯. যতই রাগ, অভিমান করনা কেন। হাজার অভিমানের পরও আমায় এসএমএস দিতে বাধ্য, যদি সত্যি ভালোবেসে থাকো।
১০. জানিস? রাগের মাথায় যখন তোকে কথা শোনাই তুই ভাবিস খুব সহজেই বলে। কিন্তু তোর থেকে বেশী কষ্ট হয় আমার হয়।
১১. মনের রাগ পুষে রাখলে সম্পর্ক নষ্ট হয়, অভিমানে দুরত্বের সৃষ্টি হয়। কিন্তু সব ভুলে ক্ষমা করে দিলে প্রত্যেকটি সম্পর্কই স্থায়ী হয়।
১২. পাগলি আমার রাগ করনো, একটু কাছে এসো। তোমার জন্য কান ধরেছি, একটু ভালোবাসো। আই লাভ ইউ।
১৩. তুমি রাগ, তুমিই রঙ, শিরার কোনে শিহরন । ছুঁয়ে দিলে তোমার ঐ ঠোঁটে, স্পন্দন খোঁজে বিদ্ধ আমার এই মন।
১৪. তুমি রাগ করলে আমার ভুবন কালো। তুমি হাসলে দেখি অমাবস্যায় আলো। আলো আঁধারের হাজার সুতো, মায়ায় ঢাকে জীবন ক্ষত। এমনি করেই আগলে রাখা বড্ড লাগে ভালো।
১৫. যদি তোর উপর কখনও অনেক বেশি রাগ হয়। আর আমার রাগ ভাঙ্গানোর জন্য তোর একটা মেসেজই যথেষ্ট।
১৬. রাগ করে থেকো না গো! তুমি রাগ করে থাকলে আমার কিছুই ভালো লাগে না।
১৭. যখন তুমি তোমার রাগ নিয়ন্ত্রন করতে পারবে। বুঝে নিও জীবনটাও কন্ট্রোল করতে শিখে গেছো।
১৮. যে ধৈর্য ধরতে জানে, তার কাছে একদিন সব কিছুই ফিরে আসে। হারানো সময়, সম্মান, বিশ্বাস, আর ভালোবাসা।
১৯. তোমার অভিমানের জন্য হয়তো তোমাকে কেউ শাস্তি দেবে না। কিন্তু তোমার অভিমানই তোমাকে অনেক শাস্তি দেবে।
আমরা এই আর্টিকেলের মাধ্যমে জানানোর চেষ্টা করব কিভাবে আপনারা মেয়েদের রাগ ভাঙাতে পারেন খুব সহজে। আপনার হাতে থাকা মোবাইল ফোনের মাধ্যমে আপনারা আপনার প্রিয় মানুষকে মেসেজ পাঠিয়ে তাদের রাগ কমাতে পারেন। এ মুহূর্তে আমরা বেশ কিছু মেসেজ দিব যে মেসেজগুলো আপনারা সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যবহার করে আপনার প্রিয় মানুষকে পারেন।