যারা বাড়িতে খামার হিসেবে গরু লালন পালন করে থাকেন অথবা বাণিজ্যিকভাবে গরু লালন-পালন করতে চান তাদের উদ্দেশ্যে আমরা এখানে একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করতে চলেছি। এই পোস্টে গরু গরম করার বা গরু হিটে আনার উপায় সম্পর্কে আলোচনা করা হবে। আপনি যদি এই প্রসঙ্গে কোন তথ্য না জেনে থাকেন অথবা এ বিষয়ে আপনার যদি জ্ঞান না থেকে থাকে তাহলে অবশ্যই আমাদের ওয়েবসাইটের প্রদান করার তথ্যগুলো পড়লে আশা করি অনেক বিষয় সম্পর্কে বুঝতে পারবেন।
আপনি যদি একটি বকনা গরুর হিসাব করতে চান তাহলে স্বাভাবিক দৃষ্টিকোণ থেকে সেটা 17 মাস থেকে 24 মাস অর্থাৎ দুই বছরের মধ্যে হেঁটে চলে আসার সম্ভাবনা সবচাইতে বেশি থাকে। একটা গাভি যদি বাচ্চা প্রসব করে তাহলে দেখা যাবে যে তার বাচ্চা প্রসবের চার থেকে আট সপ্তাহের মধ্যে শরীরের ভেতরে হেঁটে চলে আসে এবং পরবর্তীতে আবার তার কার্যক্রম চলতে থাকে। কিন্তু অনেক সময় এই বিষয়গুলো ঘটে না কিছু সমস্যার কারণে এবং গরু হিটে যদি না আসে তার কারণ হিসেবে nutrition সংক্রান্ত কারণ উল্লেখ করা যেতে পারে।
এছাড়াও গরুর শরীরে যদি কোন রোগ ব্যাধি সংক্রান্ত সমস্যা থাকে অথবা পরিবেশ সংক্রান্ত কারণ থাকে তাহলে এটা হয়ে থাকে। তাই এরকম কোন সমস্যার কারণে গরু যদি হিটে না আসে তাহলে আপনাদেরকে নির্দিষ্ট কিছু নিয়ম অনুসরণ করতে হবে যাতে করে সেই গরু হিটে এসে গর্ভধারণ করতে পারে। আমাদের দেশের প্রেক্ষাপটে বিশেষ সমীক্ষার মাধ্যমে জানতে পারায় দিয়েছে যে সকল গরুর ঠিকঠাক সময় হেঁটে না আসে তার প্রধান কারণ হলো তাদের পুষ্টিজনিত সমস্যার কারণ।
প্রকৃতপক্ষে খাবারের গুণগত মান ঠিক না রাখা এবং গরুর স্বাস্থ্য অবস্থা ভালো না থাকার কারণে এমনটা হয়ে থাকে। তাই আপনারা যখন গরু হিটে আনার বিষয়ে কোনো তথ্য জানতে চাইবেন তখন আপনাদেরকে আমরা এখানে সর্বপ্রথমে বলবো যে গরুর পুষ্টি জনিত কোন সমস্যা রয়েছে কিনা তা আগে দেখতে হবে। এ সকল সমস্যা না থাকলে তার কোন রোগ আছে কিনা অথবা পরিবেশগত কোনো সমস্যা আছে কিনা সেটা দেখে নিতে হবে। আর এ সকল বিষয়ে ক্লিয়ার হয়ে যদি গরু আট নয় সপ্তাহেও হেঁটে না আসলে অথবা গরম না হলে তাকে অবশ্যই নিচের উল্লেখিত নিয়ম গুলো অনুসরণ করতে হবে।
গরু হিটে আনার হোমিও ঔষধ
গরু হিটে আনার জন্য হোমিও ওষুধ অথবা এলোপ্যাথি ওষুধের ব্যবহার করে কোন কাজ নেই। গরু অথবা গৃহপালিত প্রাণীদের সমস্যা গুলোর কারণে অনেক ভেটেরিনারি ওষুধ বের হয়েছে যেগুলো আপনারা সেবন করার মাধ্যমে উপকার পেয়ে যাবেন। গরু যদি হেঁটে আনতে চান তাহলে অবশ্যই আপনাদেরকে প্রোটিন সাপ্লিমেন্ট প্রদান করতে হবে। আর এই ক্ষেত্রে আপনারা অবশ্যই প্রোটিনযুক্ত খাবারের মধ্যে যে সকল খাবার রয়েছে সেগুলো তাদের সঠিকভাবে প্রদান করলে তাদের শরীরে হিটের ব্যাপার-স্যাপার গুলো আস্তে আস্তে পরিচালিত হবে।
গরু হিটে আনার ইঞ্জেকশন
যদি গরুর শরীরে ক্যালসিয়াম বা ফসফরাসের সমস্যা থাকে তাহলে অবশ্যই আপনারা সেটা ভিটামিন এ d3 এর মাধ্যমে পূরণ করতে পারবেন। তবে ইনজেকশন দেওয়ার ব্যাপারে যারা ভাবছেন তাদের ভুল বুঝে ডাক্তারের পরামর্শ ব্যতীত এটা কখনোই করা যাবে না এবং এ বিষয়ে আপনার এলাকায় যারা অভিজ্ঞ পশু চিকিৎসক আছে তাদের পরামর্শ ও সাহায্য। তাহলে আপনারা সঠিক পথ অনুসরণ করতে পারলে গরুর কোন ক্ষতি হবে না এবং গরু নির্দিষ্ট সময়ের মধ্যে হেঁটে চলে আসলে তা গর্ভধারণ করে বাছুর প্রসব করতে পারবে।
গরু কত দিন পর পর হিটে আসে
গরু কতদিন পরপর হিটে আসে এই প্রসঙ্গে যদি জানতে চান তাহলে বলবো যে প্রথমবার বছর প্রসব করার পর চার থেকে আট সপ্তাহের মধ্যেই হিটে চলে আসার কথা। তবে আট সপ্তাহের পরিবর্তে যদি নয় সপ্তাহ হয়ে থাকে তাহলে কোন সমস্যা নেই। কিন্তু এর চাইতে বেশি সময় নিলে বুঝতে হবে কোন সমস্যা রয়েছে এবং উপরের উল্লেখিত আলোচনার ভিত্তিতে যে সমস্যাগুলো আমরা খতিয়ে দেখার কথা বলেছে সেগুলো অবশ্যই গুরুত্ব সহকারে আপনারা দেখে নিয়ে এসেই অনুযায়ী ব্যবস্থা নেবেন।