কিছু কিছু শব্দ আছে যেগুলো বারবার শোনার পরেও আমরা এগুলোর অর্থ বুঝতে পারি না আবার দিনের পর দিন এগুলোর অর্থ খোঁজার চেষ্টা করি না। যখন আমরা কোন বিপদে পড়ি তখন হয়তো এই শব্দগুলোর অর্থ না খুঁজে আর কোন উপায় থাকে না। যেমন কেউ যখন আমাদের জিজ্ঞেস করে এই শব্দটির অর্থ কি বলতো, তখন আমরা হন্যে হয়ে ঘুরতে শুরু করি। এমনটা না করে আমরা যদি আগে থেকেই এই শব্দগুলোর অর্থ জেনে রাখতাম তাহলে হয়তো কখনো কোথাও আটকে যেতে হতো না, অপমানিত হতে হতো না।
হ্যাঁ, অপমানিত হওয়ার কথা বলছি কারণ কখনো কখনো উচ্চ শিক্ষিতরাও এমন অনেক শব্দ আছে যেগুলোর অর্থ জানেনা। না জানাটা কোন অপরাধ নয়, কিন্তু না জেনেও জানার চেষ্টা না করা অবশ্যই অপরাধ। আমরা এমন কিছু শব্দ নিয়ে কাজ করছি যেগুলোর অর্থ আপনাদের জানিয়ে আসছি এবং এই শব্দগুলো কিভাবে আসছে কোথা থেকে আসছে এগুলো তুলে ধরছি। একে একে আমরা বেশ কিছু আর্টিকেল দিয়েছি এই শব্দগুলো নিয়ে। আজ আরও একটি শব্দ নিয়ে কথা বলা যাক।
আজ আমরা এমন একটি শব্দ নিয়ে কথা বলব যা আপনারা বিভিন্ন জায়গায় দেখেছেন এমনকি গণিত বইয়েও বেশ কয়েকবার দেখেছেন। এই শব্দটি আমাদের কাছে অতি পরিচিত একটি শব্দ হলেও অনেকেই এর অর্থ জানেন না। আবার কেউ কেউ এই শব্দের অর্থ জানেন কিন্তু হঠাৎ করে ভুলে যান। অন্য শব্দগুলোর সাথে এই শব্দটি ভেবে অনেকেই কনফিউশনে পড়ে যান। আজ সব কনফিউশন দূর করে ফেলব।
ভবিষ্যতে এই শব্দটি নিয়ে যেন আপনারা কোন ধরনের সমস্যার মুখোমুখি না হন তার নিশ্চিত করাই হবে আমাদের আজকের কাজ। আমরা আর যে শব্দটি নিয়ে কথা বলব তা হলো এক তৃতীয়াংশ। এটি যদিও একটি শব্দ নয়, কারণ এখানে দুটি শব্দ রয়েছে। এক একটি শব্দ এবং তৃতীয়াংশ একটি শব্দ। এক তৃতীয়াংশ কথাটির অর্থ খুবই সহজ এবং দৈনন্দিন জীবনে এটি আমরা অনেক সময় ব্যবহার করে থাকি।
এক তৃতীয়াংশ বলতে আমরা তিন ভাগের এক ভাগ বুঝে থাকি। ধরুন আপনি রান্না করতে যাচ্ছেন, আপনাকে বলে দেওয়া হয়েছে লবণ যা আছে তার এক তৃতীয়াংশ ব্যবহার করতে, এদিকে আপনি এক তৃতীয়াংশ কথাটির মানেই বোঝেন না। এমতাবস্থায় আপনি কি করবেন? আপনি হয়তো লজ্জার কারণে জিজ্ঞাসা করতে পারছেন না এক তৃতীয়াংশ কথাটির মানে কি। আপনার সামনে আর কোন পথই খোলা রইল না।
এই ধরনের পরিস্থিতির সম্মুখীন যেন না হতে হয় সে কথা ভেবেই আমরা এক তৃতীয়াংশ কথাটির মানে আপনাদের জানিয়ে দিলাম। আশা করি পরবর্তীতে যদি কেউ আপনাকে এক তৃতীয়াংশ তীয়াংশ জিনিস ব্যবহার করতে বলে তাহলে আপনি বুঝে নিবেন যে আপনাকে তিন ভাগের একভাগ ব্যবহার করতে বলা হয়েছে। এখন এই কথাটি আপনার কাছে কত সহজ মনে হচ্ছে অথচ দিন কয়েক আগেও এটা নিয়ে আপনার বেশ দুশ্চিন্তা হচ্ছিল।
সাধারণত দ্বিগুণ অথবা তিনগুণ কিংবা চার গুণ শব্দগুলো আমরা খুব সহজেই বুঝে ফেলি কারণ এখানে গুন শুনলেই বোঝা যায় যে কত গুন করার কথা বলা হয়েছে। তৃতীয়াংশ, পঞ্চমাংশ অথবা দশমাংশ কথাটির সাথে আমরা পরিচিত হলেও এগুলো আমাদের কনফিউজড করে দেয়। এই কনফিউশন দূর করার জন্য আমরা সহজ কোনো উপায় খুঁজে পাই না। কনফিউশন দূর করার একটি মাত্র উপায় রয়েছে আর তা হলো নিয়মিত এগুলো চর্চা করা।
সাধারণত ছাত্র অবস্থায় ক্লাস টু থ্রি তে এই বিষয়গুলো শিক্ষার্থীরা আয়ত্ত করে ফেলে। এরপর অনেকদিন চর্চা না করার কারণে এগুলো ভুলে যাওয়াটা খুবই স্বাভাবিক। মাঝের মধ্যে একটু চোখ বুলিয়ে নিলে ভুলে যাওয়ার পরও নতুন ভাবে এগুলো মনে রাখা যায়। আশা করি আপনারাও এখন থেকে মাঝেমধ্যে আমাদের গুরুত্বপূর্ণ এইসব আর্টিকেলগুলো একবার চোখ বুলিয়ে নিবেন।