বাচ্চাদের পায়খানা না হলে কি ঔষধ

বাচ্চারা নিয়মিত পায়খানা না করলে যে আসলে কোষ্ঠকাঠিন্য রোগ হয় এই ধারণাটা বাদ দিতে হবে। অনেক বাচ্চা প্রতিদিন করেও তার হতে পারে পায়খানা স্বাভাবিক না হয়। অনেক বাবা মা আছে যারা ফটো থেকে বাচ্চাকে কোষ্ঠকাঠিন্যের বিভিন্ন ধরনের ওষুধ খাওয়াতে চান কিন্তু ছোটবেলায় কোষ্ঠকাঠিন্য রোগের কোন ওষুধ না খাওয়া নয় উত্তম। কারণ যতদিন যাবে এই সমস্যা বাচ্চার তাই ছোটবেলায় ওষুধ না খেয়ে ঘরোয়া উপায়ে চিকিৎসা দেয়ার চেষ্টা করতে হবে।

কোন বয়স থেকে কোষ্ঠকাঠিন্য রোগ হয়

সাধারণত বাচ্চারা দুই থেকে তিন বছর বয়স থেকে খাওয়া-দাওয়া শুরু করে। আর এই খাওয়া দাওয়া শুরুর পর থেকেই বাচ্চাদের কোষ্ঠকাঠিন্য রোগ শুরু হতে পারে। অনিয়মিত খাবার খাওয়া এবং গুনাগুন খাদ্য কম খাওয়ার কারণে কোষ্ঠকাঠিন্য হতে পারে। বাচ্চারা যখন মায়ের দুধ খাওয়া বন্ধ করে দেয় তখন থেকে এই সমস্যা বাচ্চাদের দেখা দেয়। অনেক মা-বাবা আছেন যারা চিকিৎসা করান না তার জন্য বাচ্চারা বড় হয়ে গেলে এই রোগ আরো বেশি হয়ে যায়।বাচ্চা যদি শক্ত পায়খানা নিয়মিত করতে থাকে তাহলে ধরে নিতে হবে তার সমস্যা রয়েছে তৎক্ষণাৎ ব্যবস্থা নিতে হবে এবং ডাক্তারের পরামর্শ নিয়ে ওষুধ খেতে হবে।

কোষ্ঠকাঠিন্য রোগ দেখা দিলে প্রথম থেকে বাচ্চাদের চিকিৎসা নিতে হবে। তা না হলে বড় ধরনের সমস্যা সৃষ্টি হয়ে যাবে। প্রথম থেকে চিকিৎসা না নিলে বাচ্চার পায়খানা শুরু করবে এবং তার তার অনেক মলদ্বার খারাপ অবস্থায় চলে যাবে।এ সময় বাচ্চাদের অনেক কষ্ট হয় তারা কিছু খেতে চায় না তাদের মুখের অরুচি চলে আসে। পেট শক্ত হয়ে ফুলে যায় তাই চেষ্টা করতে হবে সব সময় বেশি বেশি পানি খাওয়ার এবং খেলাধুলার প্রতি মনোযোগী হওয়ার।

আগের সময়ে কোষ্ঠকাঠি নাটক বাচ্চাদের খুব কম হতো। কিন্তু এখন এই রোগ অনেক বেশি মাথাচাড়া দিয়েছে কারণ এখন বাচ্চা দের ঠিকমতো খাবার খাওয়ানো হয় না। বাচ্চাদের থেকে খোলা খাবার এবং ভাজাপোড়া বেশি খাওয়ানোর কারণে এই সমস্যা বেশি দেখা দিচ্ছে। সবুজ শাকসবজি এবং আঁশযুক্ত খাবার এবং ফাইবার খাবার না খাওয়ার কারণে এই সমস্যা বেশি হতে পারে।

ডুরালাক্স ট্যাবলেট সেবনবিধি: প্রাপ্তবয়স্ক ব্যক্তিরা এই ট্যাবলেট প্রতিদিন সকালে দুইটি এবং রাতে দুটি করে সেবন করতে পারবে। সকালে এবং বিকেলে প্রতিবার দুটি করে ট্যাবলেট একসাথে সেবন করতে হবে। প্রাপ্তবয়স্ক না হলে তারা সকালে একটি এবং রাতে একটি করে সেবন করবে।

মূল্য: প্রতি পিস ট্যাবলেটের দাম ০.৭১ টাকা মাত্র।

প্রতি পাতা ট্যাবলেট এর দাম ১৪.২০ টাকা। লুবিগাট ৮ ক্যাপসুল সেবনবিধি: যারা কয়েক বছর ধরে কোষ্ঠকাঠিন্যের সমস্যায় ভুগছেন তারা এই ট্যাবলেট প্রতিদিন দুটি করে সেবন করবেন।

১৪ থেকে ২৮ দিন সেবন করতে হবে। গর্ভকালীন ও স্তনদানকালীন সেবন করা যাবে না৷ মূল্য: প্রতিটি ট্যাবলেটের মূল্য ১৫ টাকা মাত্র। প্রতি পাতার মূল্য ১৫০ টাকা। লুবিলাক্স ক্যাপসুল সেবনবিধি: অতিরিক্ত পরিমাণ কোষ্ঠকাঠিন্যের সমস্যা হলে ২৪ মাইক্রোগ্রাম ট্যাবলেট সেবন করতে হবে।

সাধারণ হলে ৮ মাইক্রোগ্রাম ট্যাবলেট সেবন করতে হবে। প্রতিদিন সকালে এবং রাতে একটি করে ট্যাবলেট সেবন করতে হবে। গর্ভকালীন ও স্তনদানকালীন ডাক্তারের পরামর্শ নিয়ে খেতে হবে। মূল্য: প্রতিটি ট্যাবলেট এর দাম ১৫.০৫ টাকা মাত্ৰ ৷ এছাড়া আরো কিছু ট্যাবলেট ঔষধ রয়েছে কষা পায়খানা নরম করার সেগুলো হলো : •

Ezyfeel Tablet • Laxavin Tablet • Glysup Tablet • Ezylife 10 Tablet

Leave a Comment