ছেলেদের সানস্ক্রিম কোনটা ভালো

সানস্ক্রিম শুধু মেয়েরা নয় ছেলেরাও ব্যবহার করতে পারে। কারণ সানস্ক্রিম ব্যবহার করা হয় রোদ থেকে বাঁচার জন্য। রোদে এবং বাইরে ছেলেদেরই বেশি যেতে হয় এজন্য সানস্ক্রিম ছেলেদের জন্য খুবই বেশি কার্যকারী একটি ক্রিম।ত্বকের যত্ন নিতে আপনি অবশ্যই নিয়মিত সানস্ক্রিম ব্যবহার করুন দেখবেন রোদের ক্ষতিকারক রশি থেকে আপনার তো ভালো থাকবে এবং আপনার ত্বকের স্বাভাবিক উজ্জ্বলতা নষ্ট হবে না। আজকে আমরা এই আর্টিকেলটির মাধ্যমে আপনাদের জানাবো যে ছেলেদের ত্বকের ক্ষেত্রে কোন ধরনের সানস্ক্রিন সবচেয়ে ভালো হবে বা কোন সানস্ক্রিম টি ছেলেদের জন্য বেস্ট সেটাই আজকের এই আলোচনার বিষয়।

সূর্যের আলো অর্থাৎ রোদ আমাদের ত্বকের কতটা ক্ষতিকর সেটা আমরা সবাই জানি। সামান্য কিছু সময়ের জন্য রোদে গেলে আমাদের শরীরের যেসব অংশগুলো ঢাকা থাকে না সেগুলো কালো হয়ে যায়। এজন্য গ্রামের অধিকাংশ মানুষ যারা রোধে কাজ করে তাদের শরীর রোদে পুড়ে কালো হয়ে যায়।মেয়েদের থেকে ছেলেদের বেশি সানস্ক্রিন ব্যবহার করা উচিত। কারণ ছেলেরা বেশি বাইরে যায়। বাইরে পরিশ্রম করতে হয় ছেলেদের বেশি এজন্য রোদে বেশি যেতে হয় ছেলেদের। তাই যেসব ছেলেরা একটু সচেতন এবং সামান্য রূপচর্চা করতে চায় তাদের কিন্তু সর্বপ্রথম সানস্ক্রিম ইউজ করা দরকার।

সূর্যরশ্মি থেকে ত্বকের স্বাস্থ্য রক্ষা করার একমাত্র হাতিয়ার সানস্ক্রিন। ত্বকের ধরনের উপর নির্ভর করে বিভিন্ন ধরনের সানস্ক্রিন বাজারে মেলে। তবে কি যে কোনো সানস্ক্রিন কিনেই ব্যবহার শুরু করবেন?একদম না। সানস্ক্রিনের মধ্যেও রয়েছে রকমভেদ।আর আপনার ত্বকের সুরক্ষার জন্য আপনার চাই সেরা পণ্য। কাজেই সানস্ক্রিন কেনার সময় সেটা কোন উপাদান দিয়ে তৈরি হয়েছে, উৎপাদনের তারিখ, নকল কি না এসব বিভিন্ন বিষয় খতিয়ে দেখা জরুরি।

এই আর্টিকেলে আমরা তাই কোন সানস্ক্রিন ভালো, তার উপকারিতা কি এসব কিছুই বিস্তারিত জানবো।সুর্যের ক্ষতিকারক রশ্মি আমাদের ত্বকের জন্য ভীষণ ক্ষতিকর। দিনে দিনে এই রশ্মির প্রভাবে ত্বক প্রয়োজনীয় কোলাজেন হারায় ফলে বয়সের আগেই চেহারায় পড়ে যায় বয়সের ছাপ। এছাড়া মেছতা, ত্বকের টোন ডাউন, র‍্যাশ, ইরিটেশন এসব তো নিত্য সমস্যা।সানস্ক্রিন এইসব সমস্যার একমাত্র সমাধান। সানস্ক্রিন মূলত ত্বককে সুর্যের ক্ষতিকর প্রভাব থেকে বাঁচায়।

সানস্ক্রিন ক্রিম, জেল, পাউডার, লোশন বিভিন্ন মাধ্যমেই পাওয়া যায়। এতে থাকে এস পিএফ বা সান প্রোটেকশন ফর্মুলা যা সান্সক্সিনের প্রধান নিয়ামক। কাজেই সানস্ক্রিন বাছাই করার সময় এস পি এফ এর পরিমাণ দেখে কেনা অত্যাবশ্যক। আপনার ত্বক তৈলাক্ত কিনা রুক্ষ সেটার ওপর ডিপেন্ড করে আপনাকে সানস্ক্রিম কিনতে হবে।

বাজারে নানারকম সানস্ক্রিন কিনতে পাওয়া যায়। অনেক পণ্যের ভীড়ে তাই ঠিকঠিক সানস্ক্রিন খুঁজে পাওয়া একটু কঠিন হয়ে যায়। এখন আমরা জানবো সব ধরনের ত্বকের জন্য সেরা ৫টি সানস্ক্রিন ক্রিম সম্পর্কে যেন সানস্ক্রিন কিনতে গিয়ে বিভ্রান্তিতে না পড়তে হয়।

কোথাও বের হবার আগে অবশ্যই সানস্ক্রিন লাগিয়ে তারপরে বের হবেন। আমরা পোশাক পড়ে থাকি কিন্তু শরীরের যে অংশগুলো পোশাক দ্বারা আবৃত থাকে না যেমন হাত-পা, ঘাড়,মুখমণ্ডল এইসব জায়গায় সানস্ক্রিম হাল্কা প্রলেপ আকারে মেখে নেবেন তারপর সূর্যের আলো আপনার ত্বকের কোন ক্ষতি করতে পারবে না। লক্ষ্য করলে দেখবেন আপনি যদি ১০ মিনিট রোদে থাকেন তাহলে আপনার ত্বক টেন হয়ে যাবে। সূর্যের আলো যেই অংশে পড়ে সেই অংশ কালো হয়ে যায় তারপর শরীরে সাদা কালো ছোপ ছোপ দাগ হয় যা দেখতে খুবই বাজে লাগে।

সানস্ক্রিন মূলত ত্বকের উপর একটি সুরক্ষা লেয়ার তৈরি করে ফলে সূর্যের অতিবেগুনী রশ্মি সেটা ভেদ করে ত্বকের গভীরে পৌঁছাতে পারে না। অপরদিকে সানব্লক সূর্য রশ্মিকে প্রতিফলিত করে ফলে রশ্মি ত্বক পর্যন্ত পৌঁছাতে পারে না।সানস্ক্রিম লাগালে আমাদের ত্বক সুরক্ষিত থাকবে। আপনি ত্বকের যতই যত্ন করুন না কেন যদি একদিন রোদে যান তাহলে আপনার ত্বকের উজ্জ্বলতা আবার নষ্ট হয়ে যাবে। এজন্য যারা নিয়মিত স্কিনের যত্ন নেয় তাদের জন্য তো সানস্ক্রিম লাগানো খুবই প্রয়োজনীয়। ছেলেদের ত্বকের জন্য কোন ধরনের সানস্ক্রিম উপযোগী সেগুলো আলোচনা করা হয়েছে এই আর্টিকেলটিতে । আমাদের এই পোস্ট থেকে আপনি নিশ্চয়ই পর্যাপ্ত তথ্য পেয়ে যাবেন।

Leave a Comment