সর্বনিম্ন দেনমোহর কত টাকা

বর্তমান সময় বাংলাদেশে অনেক হাদিস বের হয়েছে, বাংলাদেশের সবচেয়ে মুসলিম বেশি হলেও এই মুসলিমদের মধ্যে রয়েছে অনেক ভিন্নতা, এখন মুসলিমদের মধ্যে অনেক বেশি দলে বিভক্ত হয়ে গেছে এর কারণে সঠিকভাবে দেনমোহর সম্পর্কে বলা মুশকিল। তবে হানাফি মাজহাবের যারা সদস্য রয়েছেন তারা সর্বনিম্ন মোহর 10 দিরহাম করে অর্থাৎ ৩০.৬১৮ গ্রাম রুপা অথবা এর সমপরিমাণ অর্থ। অর্থাৎ দুই তোলা সাড়ে সাত মাশা বা ৩০.৬১৮ গ্রাম রূপা। এক দিরহামের ওজন হল ৩.০৬১৮ গ্রাম।

বর্তমান সময়ে ইসলাম ধর্মকে আমরা অনেকে মানি না, বিশেষ করে বিয়ে-শাদির সময় আমরা আমাদের খেয়াল খুশিমতো দেনমোহর করে থাকি। তবে আমাদের উচিত সবসময় অল্প পরিমাণে দেনমোহর নির্ধারণ করা। যে দেনমোহরটি ছেলে পরিশোধ করে দিতে পারবে সে অনুযায়ী পরিবারদের সিদ্ধান্ত নিয়ে দেনমোহর নির্ধারণ করা উচিত।

দেনমোহর সম্পর্কে ইসলামে অনেক সুন্দর ও স্পষ্টভাবে বিভিন্ন বিষয়ে তুলে ধরা হয়েছে,আল্লাহ তায়ালা বলেছেন, ‘আর মুমিন সচ্চরিত্রা নারী ও তোমাদের আগে যাদেরকে কিতাব দেয়া হয়েছে তাদের সচ্চরিত্রা নারীদেরকে তোমাদের জন্য বৈধ করা হল, যদি তোমরা তাদের মোহর প্রদান কর বিয়ের জন্য, প্রকাশ্য ব্যভিচার বা গোপন প্রণয়িনী গ্রহণকারী হিসেবে নয়।

হযরত আয়েশা রা এর বর্ণিত হাদিসে আমরা দেখতে পাই বিয়ে আর শূন্য যে আমার সুন্নত অনুযায়ী আমল করে না সে আমার দলভুক্ত নয় তোমরা বিয়ে কর কেননা আমি উম্মুরদের সংখ্যা নিয়ে হাশরের মাঠে গর্ব করবো।

দেনমোহরের সর্বনিম্ন পরিমাণ

এক আয়াত থেকে আমরা জানতে পারি সর্বনিম্ন আপনি যতই মোহরানা নির্ধারণ করেনা কেন আপনি চাইলে স্ত্রীকে মোটা অংকের মোহরানা দিতে পারবেন কোরআনের অন্যান্য আয়াতে এসেছে, টাকা পয়সা আছে এমন সামর্থ্য যাদের রয়েছে তারা চাইলে নিজের স্ত্রীকে বেশি পরিমাণে দেনমোহর দিতে পারে।

ইসলামে আরো বলা রয়েছে নারীদের যেই সঠিক অধিকার রয়েছে তাদের সেই অধিকার ন্যায্য ভাবে দিতে হবে। কখনোই নারীকে অবমূল্যায়ন করা যাবে না এর পিছনে সজাগ দৃষ্টি রাখতে হবে।

শরীয়ত অনুযায়ী ১০ গ্রাম এর কম না হয় এই পরিমাণ টাকা দিয়ে আপনি একজন মেয়েকে বিয়ে করতে পারেন। কখনোই কোন নারীকে ঠকানো যাবে না আপনি তার অসহার্যের সুযোগ নিয়ে যদি তাকে ঠকানোর চেষ্টা করেন তাহলে সেটা জন্য আপনি আল্লাহতালার কাছে ধরা থাকবেন।

তাই শরীয়ত মোতাবেক বিয়ে করার চেষ্টা করুন, আপনি যদি ত শরীয়ত মোতাবেক বিয়ে করেন, তাহলে অবশ্যই আপনি আল্লাহর কাছে এবং আপনার স্ত্রীর কাছে ভালো থাকতে পারবেন।

দেনমোহর সর্বনিম্ন কত টাকা নির্ধারণ করা যায়

আপনি যদি কোন মেয়েকে বিয়ে করেন তাহলে অবশ্যই তাকে ইসলামিক বিধান অনুযায়ী অবশ্যই দেনমোহর দিয়ে বিয়ে করবেন। অনেকে আছে যারা শুধু দেনমোহর আনুষ্ঠানিকভাবে পড়ে থাকে কিন্তু মেয়েকে দেনমোহ দেয় না। স্ত্রীর ন্যায্য অধিকার আপনাকে সঠিকভাবে দিতে হবে তাহলে আপনি আপনার স্ত্রীর আসল হক আদায় করতে পারবেন।

দেনমোহরের সর্বোচ্চ কোনো পরিমাণ নির্ধারণ করা হয়নি। ন্যূনতম পরিমাণ হানাফি মাজহাবের মতে ১০ দিরহাম। অর্থাৎ ৩০.৬১৮ গ্রাম রুপা। বর্তমান বাজার অনুযায়ী যার মূল্য ৬৬২৯ টাকা। এর কম পরিমাণ দেনমোহর নির্ধারণে স্ত্রী রাজি হলেও তা শরিয়তের দৃষ্টিতে বৈধ হবে না।

আমাদের মহানবী সাল্লাল্লাহু সাল্লাম তার নিজের কন্যা ফাতিমাকে হযরত আলীর সঙ্গে বিয়ে দেওয়ার সময় দেনমোহর নির্ধারণ করেছিলেন। এরপর থেকেই দেনমোহর দেওয়া তা চালু হয়েছে আমাদের ইসলাম ধর্মে, মহানবী সাল্লাল্লাহু সাল্লাম তার মেয়েকে ৫০০ দিরহামের পরিমাণ জিনিস দিয়ে দেনমোহর ধার্য করেছিল।

আপনারা যদি ইসলামিক নিয়ম অনুযায়ী একটি মেয়েকে দেনমোহ দিতে চান তাহলে অবশ্যই আপনাকে সেই সময়কার স্বর্ণালংকার সম্পর্কে দাম জানতে হবে। স্বর্ণলঙ্কারের দাম কম বেশি হওয়ার মাধ্যমেও দেনমোহর কম বেশি হয়ে থাকতে পারে। তবে চেষ্টা করতে হবে যে ছেলের সাথে আপনার মেয়েদের বিয়ে দিচ্ছেন সেই ছেলের যতটুকু পরিমাণ সামর্থ্য রয়েছে ততটুক আপনাকে দেনমোহর নির্ধারণ করতে হবে পিতা বা আত্মীয়-স্বজন হিসেবে।

 

Leave a Comment